admin

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫

আদালতে মামলা, সমাজে উত্তেজনা, অনিশ্চয়তায় সন্তানরা

জকিগঞ্জের পারিবারিক বিরোধ:

আদালতে মামলা, সমাজে উত্তেজনা, অনিশ্চয়তায় সন্তানরা

4

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের কয়েছ উদ্দিন ও জাসমীন বেগম দম্পতির দীর্ঘদিনের পারিবারিক বিরোধ বর্তমানে স্থানীয়ভাবে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। এই বিরোধ একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ এবং মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে সামাজিক, প্রশাসনিক ও আইনগত জটিলতায় পরিণত হয়েছে।

3

কয়েছ উদ্দিনের পরিবারের ভাষ্যমতে, ২০০৮ সালের ১৩ আগস্ট পারিবারিকভাবে এই দম্পতির বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ কন্যা সন্তান রয়েছে। ২০২০ সালে জীবিকার তাগিদে কয়েছ সৌদি আরবে যান এবং সাড়ে চার বছর পর দেশে ফেরেন। তিনি দাবি করেন, প্রবাসে থাকা অবস্থায় উপার্জিত সকল টাকা স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন, কিন্তু স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া কয়েছ অভিযোগ করেন, তার স্ত্রী বিদেশে থাকার সময় একটি অজানা ছেলে সন্তান এনেছেন, যার পরিচয় আজও অজানা। তিনি আরও বলেন, স্ত্রী চরিত্রহীন এবং দীর্ঘদিন ধরেই আমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করছে।
কয়েছ উদ্দিনের বড় ভাই আহমদ ছাইফুর রহমান বলেন, “আমার ভাই কয়েছ তার স্ত্রীকে তালাক দেওয়ার পরও সে এখনো তার ঘরে বসবাস করছে। স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা তাকে চলে যাওয়ার পরামর্শ দিলেও সে তা মানছে না।
স্থানীয় ইউপি সদস্য সাহেল আহমদ কুকন অভিযোগের বিরুদ্ধে বলেন, কয়েছ উদ্দিনকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, যা একেবারেই অনৈতিক। তারা অভিযোগ করেন, যেকোনো বিচার চাওয়ার চেষ্টা করলে ওই নারী মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। দীর্ঘদিন ধরে কয়েছ তার নিজের বাড়িতে থাকতে পারছেন না। ২০ অক্টোবর রাতে ইউনিয়নের গ্রাম পুলিশ জয়নাল আহমদকে জাসমীন বেগমের ঘরে সাড়ে ১১টায় দেখা গেছে, যা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে।
জাসমীন বেগম বলেন, দীর্ঘদিন অভাব-অনটনের মধ্য দিয়ে সংসার চালাচ্ছিলাম। একপর্যায়ে আমার পিত্রালয় থেকে জায়গা বিক্রি করে স্বামীকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। পরে তিনি অনৈতিক পথে দেশে ফেরেন এবং আবার প্রবাসে যাওয়ার জন্য পিত্রালয় থেকে টাকা আনার চাপ দেন। এতে আমাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এই সুযোগে আমার বাসুর আহমদ সাইফুর রহমান ও তার স্ত্রীর বাড়িতে যাওয়া আসা শুরু হয়। একপর্যায়ে তার বড় ভাইয়ের স্ত্রীর সাথে স্বামীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি নিয়ে মসজিদে ও মহল্লাবাসীর কাছে বিচার চেয়েও কোনো সুরাহা পাইনি।
তিনি আরও অভিযোগ করেন, বিচারের নামে প্রতিবেশী আব্দুর রহমান, আহমদ সাইফুর রহমান, মেম্বার সাহেল আহমদ কুকন ও তার ভাই সুয়েব আহমদ আমার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করত। একপর্যায়ে বাসুর আহমদ সাইফুর রহমান তার স্ত্রীর অসুস্থতার কথা বলে আমাকে তার বাড়িতে যেতে বললে, সুয়েব আহমদ ও আব্দুর রহমান জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করে। এই ঘটনায় আমি সিলেট নারী ও শিশু আদালতে মামলা দায়ের করেছি।
জাসমীন বেগম আরও বলেন, আব্দুর রহমান ও আমার স্বামীর বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে। স্বামী জেলা হাজতে বন্দি থাকাকালে ছয় সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে। বর্তমানে আব্দুর রহমানের সঙ্গে তার চলাফেরায় আমি বাধা দেওয়ায় একটি অপরাধচক্র আমাদের পরিবারকে ভয়াবহ সংকটে ফেলেছে। তাদের অপরাধমূলক কর্মকাণ্ড ও প্রতিশোধপরায়ণ আচরণে আজ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

গ্রাম পুলিশ জয়নাল আহমদ বলেন, রাতে ইউনিয়ন পরিষদে পাহারার দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ আমাকে তাড়াতাড়ি আসতে বলা হয়। সেখানে গিয়ে অনেক লোক দেখলাম। পরদিন শুনি আমাকে কয়েছ উদ্দিনের বাড়ি থেকে নেওয়া হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে। আমার উপর এমন মিথ্যা অভিযোগে আমি গভীর শোকাহত।
কয়েছ উদ্দিন ও জাসমীন বেগমের বড় মেয়ে তাফসিয়া আক্তার বলেন, গত দিন আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে। আমার চাচা আহমদ সাইফুর রহমান, আব্দুর রহমান ও কুকন মেম্বার যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমাদের বাবা-চাচার কাছে আমরা নিরাপদ নই।
সন্তানরা জানান, বাবার অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মায়ের ওপর মামলা, হামলা, মানহানিকর কর্মকাণ্ড ও মিথ্যা অভিযোগের মাধ্যমে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা পাঁচ বোনের ভবিষ্যত নিয়ে আইনের সাহায্য ও নিরাপত্তা চাই।
সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিষয়টি মিমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। গ্রাম পুলিশ জয়নাল আহমদ সংক্রান্ত বিষয় এখনও বিস্তারিত আমার জানা নেই।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম মুন্না জানান, জাসমীন বেগম থানায় অভিযোগ করেছেন। যেহেতু এটি পারিবারিক বিরোধ এবং আদালতে মামলা চলছে, তাই তাকে আদালতের মাধ্যমে মামলা পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার তদন্ত চলছে।
একটি পারিবারিক বিরোধ কীভাবে সামাজিক, প্রশাসনিক ও আইনগত জটিলতায় রূপ নিতে পারে, জকিগঞ্জের এই ঘটনা তার একটি বাস্তব উদাহরণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সময়োপযোগী পদক্ষেপেই কেবল এই পরিবারটি একটি স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এমনটাই আশা প্রকাশ করেন এলাকার বাসিন্দারা।

6

Sharing is caring!


আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই : এম এ মালিক

এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই : এম এ মালিক

4 ৮ নভেম্বর (শনিবার) সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম

কমরেড আনোয়ার হোসেন সুমনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিপিবির সমাবেশ

কমরেড আনোয়ার হোসেন সুমনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিপিবির সমাবেশ

2 সিলেটে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির আয়োজনে শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন

1 নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের মতবিনিময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের মতবিনিময়

8 জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ শিক্ষকদের এক মতবিনিময় সভা

একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে আলো দেখাতে পারলে প্রকৃত সেবা হবে : মো. সারওয়ার আলম

একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে আলো দেখাতে পারলে প্রকৃত সেবা হবে : মো. সারওয়ার আলম

5 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সেবা দেওয়াটা হচ্ছে মহৎ কাজ, সেবা দেওয়ার মানষিকতা সবার থাকে না, এটা

শিক্ষকদের মর্যাদা রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে বাশিসের ভূমিকা অনন্য : প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন

শিক্ষকদের মর্যাদা রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে বাশিসের ভূমিকা অনন্য : প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন

1 সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়াতে

তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

7 সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা

প্রসূন আজাদের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন পরীমনি

প্রসূন আজাদের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন পরীমনি

8 ঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে।

1
5