editor

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

আদালতে মৃত্যুদণ্ড চাইলেন বাবা

আদালতে মৃত্যুদণ্ড চাইলেন বাবা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এক বছর পূর্ণ হবে আজ মঙ্গলবার। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলার বাদী ও আবরারের বাবা বরকত উল্লাহর জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এদিকে এ মামলার তিন আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যাকাণ্ডের পর থেকে তাঁরা পলাতক। এ বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ ক্ষোভ প্রকাশ করে কালের কণ্ঠকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছি। কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

আবরারের বাবার জবানবন্দি

গতকাল সকাল সাড়ে ১০টায় প্রথম সাক্ষী হিসেবে আবরারের বাবা বরকত উল্লাহ আদালতে উপস্থিত হন। তারপর সকাল ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথমেই তাঁর জবানবন্দি রেকর্ড করেন আদালত। এরপর ছয়জন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা জেরা করেন।

বরকত উল্লাহ এজাহার বক্তব্য সমর্থন করে জবানবন্দি দেন। এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। জবানবন্দিতে তিনি বলেন, ‘আসামিরা আমার ছেলে আবরার ফাহাদ রাব্বীকে ছয় ঘণ্টা ধরে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।’

পলাতক তিন আসামি

২০১৯ সালের ১৮ নভেম্বর এ মামলার পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে একই বছরের ৩ ডিসেম্বর তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। এরপর গত ১২ জানুয়ারি পলাতক আসামি মোর্শেদ অমর্ত্য ইসলাম আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ পর্যন্ত এ মামলার তিন আসামি পলাতক রয়েছেন। তাঁরা হলেন ইই বিভাগ ১৭তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান  মণ্ডল ওরফে জিসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচ ও শেরেবাংলা হলের ছাত্র এহতেশামুল রাব্বি তানিম ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ১৬তম ব্যাচের শিক্ষার্থী মুজতবা রাফিদ।

এ মামলায় আসামিদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মনিরুজ্জামান মনির ও এ এস এম নাজমুস সাদাত।

গত ১৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করেন আদালত।  এ মামলায় মোট ৬০ জনকে সাক্ষী করা হয়েছে। গতকাল থেকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক এ মামলার সাক্ষ্যগ্রহণ চলবে। গত বছর ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ২৫ আসামিকে অভিযুক্ত করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।

বুয়েটের নিয়োগপ্রাপ্ত আইনজীবী এহেসানুল হক সমাজী বলেন, ‘এ মামলায় আট আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যা সব আসামি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে সম্পৃক্ততা প্রকাশ করেছে। এ ছাড়া ডিজিটাল ডকুমেন্ট, ভিডিও ফুটেজ ও মৌখিক ডকুমেন্ট আছে, যা আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়ার ব্যাপারে যৌক্তিক কারণ হিসেবে কাজ করবে।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুরে প্রাইভেট কারে ভারতীয় কম্বল পাঁচারকালে আটক-১

জৈন্তাপুরে প্রাইভেট কারে ভারতীয় কম্বল পাঁচারকালে আটক-১

জৈন্তাপুর প্রতিনিধি ::সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে প্রাইভেট কার যোগে ভারতীয় কম্বল পাঁচারকালে একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া

কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা অংশগ্রহণের আহবান বখতিয়ার আহমদ ইমরানের

কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা অংশগ্রহণের আহবান বখতিয়ার আহমদ ইমরানের

জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেট রেজিস্টারী মাঠ থেকে সকাল ১১ টায়

বঙ্গভবনের সংবর্ধনায় খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

বঙ্গভবনের সংবর্ধনায় খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

অনলাইন ডেস্ক মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে

আব্দুল গাফফারের সুস্থতায় কামনায় মোল্লারগাঁও ইউনিয়নের বিএনপির দোয়া মাহফিল শুক্রবার

আব্দুল গাফফারের সুস্থতায় কামনায় মোল্লারগাঁও ইউনিয়নের বিএনপির দোয়া মাহফিল শুক্রবার

অসুস্থ সিলেট জেলা বিএনপির সাবেক ২ বারের সাধারণ সম্পাদক ও সাবেক পিপি মোল্লারগাঁও ইউনিয়নের কৃতিসন্তান এডভোকেট আব্দুল গাফফারের সুস্থতায় কামনায়

সড়কের দু’পাশে নেতাকর্মীদের ঢল

সড়কের দু’পাশে নেতাকর্মীদের ঢল

অনলাইন ডেস্ক ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লংমার্চে সড়কের দু’পাশে নেতাকর্মীদের ঢল নেমেছে। এ সময় তারা লংমার্চকে স্বাগত

দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুছরত হকের বিদায় সংবর্ধনা

দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুছরত হকের বিদায় সংবর্ধনা

দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয় সিলেটের এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হলো প্রধান শিক্ষক বেগম নুছরত

চেম্বার প্রশাসককে অভিনন্দন জানিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের

চেম্বার প্রশাসককে অভিনন্দন জানিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে উষ্ণ অভিনন্দন  জানিয়েনে সিলেটের সর্বস্তরের

শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি। শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে