editor
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
আজিজুর রহমান
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনক্ষেত ১নংরুস্তুমপুর ইউনিয়নের আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণের সপ্ন দেখার শেষ নেই সর্ব শ্রনীর মানুষের । দেশ বিদেশের ভ্রমণ প্রিয় মানুষেরা বিছনাকান্দি পর্যটনকেন্দ্রে ঘুরতে আসলেই উপভোগ করতে হয় আনফরের ভাঙ্গা নদী নামক খেয়াঘাটের স্থান। স্বাধীনতার পুর্ব থেকে আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। ব্রিজের আশায় চলে যায় স্বাধীনতার পর প্রায় ৪৮বছর। দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় এলাকাবাসী আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণের স্বপ্ন দেখা শুরু করেন কিন্তু সপ্ন সপ্নই রয়ে গেল বাস্তবে আর পরিনত হল না। দেশ স্বাধীন হওয়ার পর আসার আশায় চলে যায় আরো ৪৮ বছর তবুও সপ্ন দেখা থেমে যায়নি ব্রিজ নির্মাণ ও হয়নি।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম বারের মতো সিলেট-৪ আসন থেকে নির্বাচিত জন প্রতিনিধি এবার সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে জায়গা করে নেন। মন্ত্রীত্ব পাওয়ার পর স্থানীয় এলাকাবাসী পুনরায় নতুন করে আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণের স্বপ্ন দেখা শুরু করেছে কখন হবে সেতু সেই দিন গুনছে সর্বশ্রনীর জনতা।
স্থানীয় এলাকাবাসী জানান, আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ না থাকায় গোয়াইনঘাট উপজেলার পর্যটনক্ষেত ১নংরুস্তমপুর ইউনিয়নের বগাইয়া, বিছনাকান্দি, ভীতরগুল,
বঙ্গবীর এম এ জি ওসমানী উচ্চবিদ্যালয়, কুনকিরি উচ্চ বিদ্যালয়,রুস্তুমপুর কলেজ, গোয়াইনঘাট সরকারি কলেজসহ ওইসব প্রতিষ্টানে গমনকারী শিক্ষার্থীরা আনফরের ভাঙ্গা নদীতে ব্রিজ না থাকায় , সঠিক সময়ে ছাত্র,ছাত্রী রা কলেজে পৌছাতে পারেনা বিদায় লেখা পড়ার চরম ব্যাঘাত ঘটছে।
১নংরুস্তুমপুর ইউনিয়ন বগাইয়া হাওর ছরারপার গ্রামের শিক্ষানবিশ আইনজীবী মমিনুলইসলাম স্বপন বলেন,ব্রিজটি আমাদের জন্য খুবই জরুরী।এটা হলে আমরা অনেক উপকৃত হব।এজন্য মন্ত্রী মহোদয়সহ অন্যান্যদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
বিছনাকান্দি গ্রামের ১নংরুস্তুমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন জানান, আমি যখন অনেক ছোট তখন থেকে শুনে যাচ্ছি একমাত্র দাবি আনফরের ভাংগ্গা নদীতে ব্রিজ চাই। আমি ও এসব এলাকার জনগনের সাথে একমত পোষণ করে বলছি আমরা ব্রিজ চাই।
ভীতরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দীন সরকার জানান আনফরের ভাংগ্গা নদীতে ব্রিজ না থাকার কারনে আফিসিয়াল কোন জরুরী কাজে উপজেলায়/সিলেট সহরে সময়মত যেতে পারি না।তিনিও এলাকার জনগণের সাথে একমত করে বলেন আনফরের ভাঙ্গা নদীতে ব্রিজ চাই।
সেই সাথে আনফরের ভাংগ্গা নদীতে ব্রিজ নির্মাণ করে সরকারের উন্নয়ন পরিক্রমায় উক্ত অঞ্চলের মানুষকে সম্পৃক্ত করতে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই অভ্যুত্থানের আকাংঙ্খা, চা শ্রমিকদের জীবন ও ছাত্র যুবকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর)
বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,
নিজস্ব প্রতিবেদক: ধর্মের কারণে আর কোন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর
নিজস্ব প্রতিবেদক সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কোপানো হয়েছে। গুরুতর
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি। শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে চৌহাট্টাস্থ রেডক্রিসেন্ট সোসাইটি
অনলাইন ডেস্ক সমকাল ‘আওয়ামী লীগের শীর্ষ ৭২ নেতার হদিস নেই’-এটি দৈনিক সমকালের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক দেশের উত্তরে শীত জেঁকে বসেছে কায়েক দিন আগেই। এবার শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী ঢাকাও। এখানে তাপমাত্রা ১৫ ডিগ্রি