admin
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গত মাস-দুয়েক থেকে দেশব্যাপী আলোচনায় সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলেজ থেকে এক ছাত্রীর ফোন নাম্বার নিয়ে তাকে বারবার কল দিয়ে নোংরা ভাষায় উত্যক্ত করার অভিযোগ ওঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করার পর সরগরম হয়ে ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
শনিবার বিকেলে, এমসি কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি ফেসবুক গ্রুপে মাহরিন ঝুমু নামে এক শিক্ষার্থী তাকে উত্যক্ত করার বিষয়ে পোস্ট করেন। যেখানে ওই শিক্ষার্থী লিখেন, ‘আজ সকাল সাড়ে এগারোটার দিকে আমরা তিন বান্ধবী একাডেমিক কিছু দরকারে এমসি কলেজে যাই। ভেতরে ঢুকার আগে গেইটে আমাদের নাম, ডিপার্টমেন্টের নাম ও মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করে যাই। পরবর্তীতে বাসায় এলে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসে, প্রথমে আমি রিসিভ করিনি। পরে আবার নোংরা ভাষায় মেসেজ দেয়, কিন্তু আমি রেসপন্স করিনি। পরে বিকেল ৪ টার দিকে আবারও ফোন দিলে রিসিভ করে পরিচয় জিজ্ঞেস করলে, কলদাতা বলেন, আপনার প্রিয়জন আমি। পরে নাম্বার কোথায় পেলেন; এমন প্রশ্নে, কলদাতা বলে, এমসি কলেজে তিন বান্ধবী গিয়ে যে খাতায় নাম্বার দিয়েছিলেন, এসময় আমি ছিলাম। পরে আপত্তিকর আরও কথাবার্তা শুরু করলে ফোন কেটে দেই।’
এমসি কলেজের একটা গ্রুপে এই পোস্টটা করা হলে, মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। যেখানে অনেকে নাম্বার নেওয়ার বিষয়টাতে আপত্তি জানিয়ে বলেন, এটা বন্ধ করা হোক।
বিষয়টা সম্পর্কে জানতে ওই শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হলে, এমসি কলেজে অর্থনীতি বিভাগের মাস্টার্সে পড়া মাহরিন ঝুমু জানান, ‘কলেজে ঢুকার আগে আমরা যখন নাম, নাম্বার এন্ট্রি করি, তখন সেখানে গার্ডসহ কয়েকজন ছিলেন। তাদেরকে আমি চিনি না। এখান থেকেই কেউ একজন নাম্বার নিয়ে আমিসহ সাথে থাকা আমার দুই বন্ধুকে বিরক্ত করে আপত্তিকর কথাবার্তা বলে। মাহরিন বলেন, আমরা তিনজন, কখন, কয়টার সময় একসাথে কলেজে যাই, কখন খাতায় নাম্বার দেই সব ঐ ব্যক্তি কি করে জানবেন? মাহরিন জানান, +৮৮০১৭১৭৩৮৮৯৫২ এই নাম্বার থেকে কল দেওয়া এই অজ্ঞাত ব্যক্তি স্বীকারও করেছেন, এন্ট্রি খাতা থেকেই নাম্বার সংগ্রহ করেছিলেন তিনি।
এ ব্যাপারে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টা আমি শুনেছি। মূল ঘটনা কি হয়েছে? কে কার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করল, এসব আমরা খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর কলেজে ঢুকার ক্ষেত্রে নাম্বার দেওয়ার ব্যাপারে বলেন, ‘আজ থেকে নাম্বার দেওয়ার বিষয়টি বন্ধ করে দেওয়া হবে। কলেজে ঢুকতে কোন শিক্ষার্থীকে আর নাম্বার দিতে হবে না।’
S/H(t-2)
সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের এক জরুরী মতবিনিময় সভা সোমবার (১৬ জুন) বেলা ১২টায় নগরীর মেন্দিবাগ সালিম ম্যানশনের ২য়
বালাগঞ্জ উপজেলার ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাতন বায়তুন নুর জামে মসজিদের ভূমি উদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন। সোমবার (১৬
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত শেফ টমি
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৫টায়
বাংলাদেশ জাতীয় ফুটবল টিমে ট্রায়ালে চান্স পেয়ে নিজ দেশের সিলেট বিমানবন্দরে আসলেন যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার তানভীর আহমদ। আজ সোমবার (১৬জুন)
সিলেট নগরীর ৯নং ওয়ার্ডের নরশিংটিলা পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ জুন) রাত ৯টায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে এডহক কমিটির
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানার আওতাধীন ১নং জালালাবাদ ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ রবিবার (১৫ জুন) বিকেল ৩টায় সংগঠনের অস্থায়ী