editor
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘আর্টিফিশিয়াল জুয়েলারী’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।আজ বিকাল ৪টায় চেম্বার কনফারেন্স হলে সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট কার্যালয়ের উপ-পরিচালক শাহিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে প্রশিক্ষণের বিকল্প নেই। ‘আর্টিফিশিয়াল জুয়েলারী’ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী। তিনি এরকম একটি সুন্দর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, নারী সমাজের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কোন কমতি নেই। সরকার প্রদত্ত সুযোগ-সুবিধাগুলোকে কাজে লাগাতে নারীদেরকে আরো উদ্যমী হতে হবে। প্রশিক্ষণ কর্মশালা থেকে লব্ধ অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। নারী-পুরুষ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে আমরা একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সফল হবো।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ নারী সমাজ। এ নারী সমাজকে বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের নারীরা বর্তমানে অনেক এগিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শিতা ও সময়োপযোগী পদক্ষেপের ফলে নারীরা বর্তমানে দেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীদের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তাদেরকে সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান ও পৃষ্ঠপোষকতা একান্ত জরুরী।
তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বার অব কমার্স এ লক্ষ্যে দীর্ঘদিন যাবত একত্রে কাজ করে যাচ্ছে। নারীদের দক্ষতা বৃদ্ধিতে এরকম প্রশিক্ষণ কর্মশালা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ৩৫ জন নারী উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ-সভাপতি তাহমিন আহমদ, পরিচালক ও সেমিনার, ওয়ার্কশপ সাব কমিটির আহ্বায়ক মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক খন্দকার ইসরার আহমদ রকী, নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহ্বায়ক সামিয়া বেগম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মধুমিতা ইসলাম, বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্স সিলেট শাখার সভাপতি মিনারা বেগম, কোষাধ্যক্ষ শারমিন জাহান জ্যোতি, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক পার্থ সেন গুপ্ত, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। বিজ্ঞপ্তি ।
S/H- (Sultana-3)
মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বিষিয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন সিলেটের
সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী তেলিরাই পাঞ্চায়েত কমিটির উদ্যোগে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ সকল ধরনের মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময়
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে স্থাপিত মেশিনারিজের নিরাপত্তা ব্যবস্থা অনেক
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল হক ছোটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল সালাম আজাদ সাহেদের পিতা আব্দুল খালিক (৮২) এর ইন্তেকালে গভীর শোক ও
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সবার দৃষ্টি রয়েছে।
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তর সিলেট উক্ত কমিটিকে অনুমোদন
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক মো. ফয়সল আহমদকে কারা ফটকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয়