editor

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০

ওসমানীনগরে সাজানো ‘গুমের মামলায়’ ৩ প্রবাসীকে হয়রানি

ওসমানীনগরে সাজানো ‘গুমের মামলায়’ ৩ প্রবাসীকে হয়রানি

ওসমানীনগর প্রতিনিধি
নারির টানে নিজ জন্ম ভূমিতে কিছু করার লক্ষ্যে মৎস্য খামার প্রকল্পে বিনিয়োগ করে বিপাকে পড়েছেন ওসমানীনগরের সিকন্দরপুর গ্রামের প্রবাসী জমশেদ আলী লেফাছ। যাদের কর্মসংস্থানের জন্য খামার গড়েছিলেন,তারাই এখন খামার দখলের পাশাপাশি চালিয়ে যাচ্ছে তার ভূ-সম্পত্তি আত্মসাৎতের চেষ্ঠা। অভিযোগ উঠেছে,পাওনা টাকা ও জায়গা দখলের পায়তারায় মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির ৮ বছর পূর্বে নিখোঁজের ঘটনা নিয়ে সাজানো গুমের মামলায় ফাঁসানো অপষ্টো চলছে ওই প্রবাসীসহ তার তার দুই ভাইকে। ফলে খামারে বিনিয়োগের প্রায় অর্ধকোটি টাকা ক্ষতির সন্মুখিন হওয়ার পাশাপাশি নাজেহাল হচ্ছেন সাজানো মামলাসহ প্রতিপক্ষের ক্রমাগত হুমকিতে। এ সব ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগী প্রবাসী সংবাদ সম্মেলন করে প্রশাসনের উর্ধ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে প্রতিকার পাচ্ছেন না। জানা যায়, ২০১৩ সালে ওসমানীনগরের সম্মানপুর মৌজায় তাদের যৌথ মালিকানার সাড়ে ১০ কেয়ার ভূমিতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ফিসারী করেন প্রবাসী জমশেদ আলী লেফাস। মাসিক ৮ হাজার টাকা বেতনে ফিসারী দেখাশুনার দ্বায়িত্ব দেন চাচাতো ভাই আব্দুল্লাহপুর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে রানু মিয়া ও জানু মিয়াকে। পর্যায়ক্রমে রানু ও জানুর তত্বাবধানে ফিসারীতে জনবল নিয়োগসহ উন্নতির স্বার্থে ব্যয় করেন আরোও ২০ লাখ টাকা। ২০১৪ সালে উক্ত ফিসারিতে মাছের পোনাসহ আরও প্রায় ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন জমশেদ আলী। পরবর্তী সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে রানু মিয়া ও জানু মিয়া একটি প্রভাবশালী মহলের মদদে গত ৩ বছর ফিশারিতে হিসেব না দিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং মুরব্বীয়ানদের অবগত করা হলে রানু ও জানু হিসাব বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ২০১৯ সালে নতুন করে ফিশারীতে জমসেদ আলী আরো ৫ লক্ষ টাকার মাছের চাষ করেন। এদিকে রানু ও জানু মিয়া টাকার হিসাব না দিয়ে নানা ধরণের চক্রান্ত করতে থাকেন। চলতি বছরের ১৪ মে জমসেদ মিয়ার মালিকানাধীন ৯০ শতক ভূমির পাকা ধান এবং বাড়িতে থাকা মূল্যবান গাছও কেটে নেন।এসব ঘটনায় রানু, জানু মিয়া এবং তাদের সহযোগী মফিজুর ও ইবরুরকে অভিযুক্ত করে মামলা দিলে তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়েও পুলিশ এফআইআর না করে নন এফআইআর প্রসিকিউসন করেছে বলে অভিযোগ করেন জমসেদ মিয়া। এ সময় রানু, জানু ও তাদের সহযোগীরা ফিশারীর দায়িত্বে থাকা কর্মচারীদের জিম্মি করে প্রায় ১৪-১৫ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ বিষয়ে চলতি বছরের ১৪ জুলাই রানু ও জানুসহ ২৫ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করলে ওই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ওসমানীনগর থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। কিন্তু প্রভাবশালী মহলের প্রত্যক্ষ ইন্ধনে থানা পুলিশ মামলার মূল আসামীদের বাদ দিয়ে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করে। । বিষয়টি জানতে পেরে জমসেদ মিয়া স্মরনাপন্ন হন সিলেটের পুলিশ সুপারের। পরবর্তীতে পুলিশ সুপারের আশ^াসে তদন্তকারী কর্মকর্তার সাথে দেখা করেন। কিন্তু তদন্তকারী কর্মকর্তা কৌশলে আসামী পক্ষকে সমর্থন করে প্রতিবেদন পাঠাতে কাল ক্ষেপনের সুযোগে ২০১২ সালের ১২ আগস্ট রানু ও জানুর আরেক ভাই মানসিক ভারসাম্যহীন অবস্থায় নিখোঁজ হামদু মিয়া গুম করা হয়েছে মর্মে রানু মিয়া বাদী হয়ে আদালতে মামলা দাযের করেন। মামলায় লেফাছ ও তার প্রবাসী দুই ভাই পিয়ার আলী মধু, আছকির আলী দুদুসহ ৪ জনকে আসামী করা হয়। যা বর্তমানে পিবিআইর কাছে তদন্তাধীন আছে।এ ব্যাপারে জমশেদ আলী লেফাছ বলেন, আমরা চাচাতো ভাইদের সব সময়ই আর্থিক ভাবে সহযোগিতা করে আসছি। তাই তাদের সহজ সরল কথায় রাজি হয়ে প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে ফিসারী করে দিয়েছিলাম। কিন্তু তারা হিবরু ও মফিজের ইন্দনে আমার পৈত্তিক সম্পত্তি আত্নসাৎতের লক্ষে জোর পূর্ব বাড়ির গাছ ,ফিসারীর মাছ ও জমির ধান কেটে নিয়ে এখন উল্টো সাজানো গুমের মামলা দিয়ে আমাদের হয়রানী করে যাচ্ছে। এব্যাপারে প্রশাসনের উর্ধ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।
নিখোঁজ হামদু মিয়ার স্ত্রী বলেন, আমার স্বামিকে কেউ নিখোঁজ করেনি। তিনি পূর্ব থেকে মানুসিক ভারসাম্যহীন ছিলেন ইতিপূর্বে তিনি দুই তিন বার নিখোঁজ হয়ে ৫-৬ মাস পর আবার বাড়ি ফিরছিলেন। গত ৮ বছর আগে নিখোঁজ হওয়ার পর আর ফিরে আসেননি। নিখোঁজের পর থেকে আমি সন্তানদের নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করছি। তবে রানু মিয়া ও জানু মিয়া বলেন, আমরা সহজ সরল মানুষ। লেফাছ মিয়া আমাদের জায়গা লিজ নিয়ে ফিসারী করে আমাদের পৈত্তিক সম্পত্তি আত্নসাৎতের পায়তারায় আমার ভাইকে গুমসহ লিজের টাকা না দিয়ে আমাদেরও মামলা দিয়ে হয়রানী করছেন। উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, এটা তাদের পারিবারিক বিরোধ। বিষয়টি নিয়ে আমরা একাধিক বার সালিশ বৈঠকও বসেছি কিন্তু সমাধান হয়নি। পারিবারিক এ বিরোধে হয়তো কোন স্বার্থনেসী মহলের ইন্দন রয়েছে। তাই দিন দিন বিরোধটি প্রকট আকার ধারন করছে এবং বাড়ছে মামলা মকদ্বমার সংখ্যা এরপরও আমি ব্যাক্তিগত ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই সিলেটের এস আই তারিকুল ইসলাম বলেন, ওই মামলার তদন্ত চলমান রয়েছে। সার্বিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক বলেন,আমি যতটুকু জেনিছি ওই প্রবাসী তাদের চাচাতো ভাইদের ফিসারী করে দিয়েছিলেন। পরবর্তীতে টাকা পয়সা ও পারিবারিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে লেফাছ মিয়ার আদালতে দায়েরকৃত একটি মামলা থানায় তদন্তাধিন রয়েছে। সর্বিক বিষয় খতিরেয় দেখে দ্রুত এব্যাপারে প্রতিবেদন পাঠানো হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দি এইডেড হাই স্কুল, সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান

দি এইডেড হাই স্কুল, সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেছেন, সৃজনশীলতা ও কল্পনা বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা

যুক্তরাজ্য যুবদলের কমিটিকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

যুক্তরাজ্য যুবদলের কমিটিকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক

জৈন্তা-গোয়াইনঘাটের সন্তান হিসেবে এই ভূমির সুখ দুঃখ আমাদের চাইতে কেউ বেশি অনুভব করবেনা: হেলাল উদ্দিন আহমেদ

জৈন্তা-গোয়াইনঘাটের সন্তান হিসেবে এই ভূমির সুখ দুঃখ আমাদের চাইতে কেউ বেশি অনুভব করবেনা: হেলাল উদ্দিন আহমেদ

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, জৈন্তা গোয়ানঘাট ও কোম্পানীগঞ্জের

বৃহত্তর সদরবাসীর উদ্যোগে তেমুখী পয়েন্টে প্রতিবাদ সভা মঙ্গলবার

বৃহত্তর সদরবাসীর উদ্যোগে তেমুখী পয়েন্টে প্রতিবাদ সভা মঙ্গলবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতিপয় উশৃংখল ছাত্রদের দ্বারা আমাদের সদরবাসীর সাথে উদ্ধত্বপূর্ণ আচরণ ও সিলেটবাসীকে নিয়ে কুরুচীপূর্ণ বক্তব্যের প্রতিবাদে

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পুনঃ নির্বাচনী তফসিল ঘোষণা

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পুনঃ নির্বাচনী তফসিল ঘোষণা

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পরিষদের ২০২৫-২০২৭ সাল মেয়াদী পুনঃ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭

সিলেটে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার

সিলেটে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক সিলেটে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অভিযানে বিস্ফোরক মামলায় মহানগর যুবলীগের সহ-দফতর সম্পাদক হেলাল মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে। রোববার

মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেটের দক্ষিণ সুরমায় মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে

জৈন্তাপুরে শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

জৈন্তাপুরে শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজারের রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার