admin

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

ওসমানী হাসপাতালের মূর্তিমান আতঙ্ক নারী লোভী অরবিন্দু অধরা গড়ে উঠেছেন মধুচক্র

ওসমানী হাসপাতালের মূর্তিমান আতঙ্ক নারী লোভী অরবিন্দু অধরা গড়ে উঠেছেন মধুচক্র

7

স্টাফ রিপোর্টার
নার্সের চাকুরী দিয়ে কর্মজীবন শুরু হওয়ার ১৫ বছরেই অরবিন্দু দাস শতকোটির টাকার বালিক বনে গেছেন। নার্সিং বদলী বাণিজ্য, স্টোর থেকে সরকারি ওষধ পাচার, আউটসোর্সিং বাণিজ্য থেকে শুরু করে এমন কাজ নেই-যা অরবিন্দু করেন নি। আওয়ামী সরকারের আশির্বাদ পুষ্ট হয়ে দাপটের সাথে কাজ করেছেন তিনি। ওসমানী হাসপাতালের সাধারণ কর্মচারীদের কাছে তিনি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। এখন বাড়ি, গাড়ি এমনকি একাধিক নারীর সাথেও সখ্যতা রয়েছে অরবিন্দুর। হাসপাতালের অনেকেই এসব বিষয় জানলেও ভয়ে কেউ তখন মুখ খুলতো না। ৫ অগষ্টের পট পরিবর্তনের পর অনেকেই নানা তথ্য দিয়ে সহযোগীতা করছেন। ভুক্তভোগীদের দাবি- অরবিন্দু দাসের বদলীর আগেই দ্রুত গ্রেপ্তার করে তার সম্পদের হিসাব নিতে হবে। এ বিষয়ে দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
গেল বছরের জুলাইয়ে ছাত্র জনতার উপর হামলায় ঘটনায় একাধিক মামলা রয়েছে অরবিন্দু দাসের উপর। গেল বছরের ৪ ডিসেম্বর বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদি নগরের তোপখানার ছিদ্দেক মিয়ার ছেলে রাশেদ আহমদ। মামলায় উল্লেখ করা হয়, গেল জুলাই আন্দোলনে অরবিন্দু দাসসহ অপরাপর আসামীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে আন্দোলন কারীদের উপর গুলি বর্ষণ করে। মামলায় আসামী করা হয় ৯০ জনকে। অরবিন্দু দাস এই মামলার ৪৪ নং আসামী।
অরবিন্দু দাসের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার বারালি। তিনি বর্তমানে নগরীর বাগবাড়ি নরসিংহ টিলায় বাস করছেন। তার পিতার নাম গোপাল চন্দ্র দাস। চাকুরীর ১৫ বছরের মধ্যেই সিলেট ও ঢাকার বসুন্ধরায় রয়েছে তার নিজস্ব বিলাসবহুল বাড়ি। সিলেট নগরে রয়েছে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। একজন সিনিয়র স্টাফ নার্সের পদে থেকে এতোসব অর্জন অরবিন্দু দাসের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ দাপট ছিল এই নার্সের। স্টাফ নার্সের পদে থেকেও নিয়ন্ত্রণ করতেন স্টোর বিভাগ। অপকর্ম উদ্যোক্তাদের তিনি ছিলেন অন্যতম। ফলে যখন-তখন স্টোর রুম থেকে সরকারি ঔষধ পাচার হতো নিশ্চিদ্র ভাবে। সেই সময়ে ঔষধ পাচার চক্রের অন্যতম ছিলেন এই অরবিন্দু দাস। তখন থেকেই হাতে ধরা দিতে থাকে কাড়ি কাড়ি টাকা। এখন কোটি কোটি টাকা অরবিন্দু দাসের। তবে গেল বছরের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শঙ্কায় আছেন তিনি। নিজের অপকর্ম ঢাকা দিতে প্রাণপণ চেষ্টা করছেন অন্যত্র বদলির। সুযোগ বোঝে নিজের পরিবারকেও পাঠিয়ে দিয়েছেন রাজধানীর বসুন্ধরার বাসায়। সেখানে থাকছেন স্ত্রী সন্তান। সন্তানরা লেখাপড়া করছেন ঢাকাতেই। আর তিনি হিন্দু হয়ে মুসলিম নার্সদের নিয়ে আনন্দ ফুর্তি করে সময় পার করছেন। হাসপাতালের স্টাফ নার্স শাহনাজের রয়েছে দীর্ঘদিনের পরকীয়া এই কথিত প্রমিকাকে নিয়মিত ব্যবহার করছেন এবং সকল মধুচক্রের সহযোগিতা করছেন আওয়ামী লীগ নেত্রী স্টাফ নার্স শামীমা নাসরিন। তাকে হাসপাতালে সবাই নারী লোভী হিসেবে চিনে। অথচ নার্সের চাকুরী দিয়েই সন্তানদের লেখাপড়াসহ সবকিছু বহন করছেন একা মাত্র এক ব্যক্তি। বিষয়টি অবাক করার মতো হলেও অসম্ভবকে সম্ভব করাই অরবিন্দু দাসের কাজ। সেটি তিনি করেও চলছেন। কিন্তু এবার আর সিলেট থাকতে ইচ্ছুক নন তিনি। যতো দ্রুত সম্ভব চাকুরী বদলীর আবেদন করে দৌড়ঝাঁপ শুরু করেছেন এই সিনিয়র স্টাফ নার্স। হাসপাতালের অন্তত ৩ থেকে ৪ জন নার্স জানিয়েছেন, আরবিন্দু আগে নিজেই বদলী বাণিজ্য করতেন। বদলী বাণিজ্যের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে ভালো সখ্যতা রয়েছে অরবিন্দুর। ফলে বিগত দিনে বদলী বাণিজ্য থেকে তার ইনকাম ছিল বেশ উল্লেখযোগ্য। আবার হয়রানী মূলক বদলীও করিয়েছেন তিনি। সব মিলিয়ে শেখ হাসিনার মেয়াদকালীন অরবিন্দু ছিলেন, ওসমানীর নার্সদের মধ্যে এক মূর্তিমান আতঙ্ক।
বদলীর আবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী-অরবিন্দু দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরীতে যোগদান করেন ২০১০ সালে ৭ অক্টোবর। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি বদলীর আবেদন করেন গেল বছরের ২১ নভেম্বর। বদলীর কারণ হিসেবে অরবিন্দু উল্লেখ করেন, লেখাপড়ার কারণে নিজের সন্তানরা রাজধানীতে অবস্তান করছেন এবং নিজের স্ত্রীও রয়েছেন সন্তানদের সাথে। এ অবস্তায় সিলেট থেকে নিয়মিত ঢাকায় যাওয়া-আসা খুবই কষ্টকর বলে তিনি আবেদন পত্রে উল্লেখ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে মানসিক বিভাগের পুরুষ ওয়ার্ডে দায়িত্ব পালনকারী অরবিন্দু দাস রাজধানীর জাতীয় মাসনিক স্বাস্থ্য ইন্সিটিটিউটে বদলী হতে চান বলে আবেদন পত্রে উল্লেখ করেন।
এদিকে অরবিন্দু দাসের বিষয়ে খোঁজ নিতে গিয়ে বের হয়ে আসে সিলেট শহরে তাঁর একাধিক প্রতিষ্ঠানের কথা। এর কোনটিতে তিনি একক আবার কোনটিতে তিনি পার্টনার হিসেবে রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সিলেটের মেন্দিবাগস্থ হোটেল গ্র্যান্ড সুরমার তিনি পরিচালক। জিন্দাবাজারে রয়েছে পার্টনারশিপ আরও একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম দ্যা লাক্সারি রেস্টুরেন্ট। একটি রিসোর্ট রয়েছে অরবিন্দু দাসের। তাছাড়া আখালিয়ায় ফ্রেন্ডস আই হসপিটালেও মালিকানা অরবিন্দু দাসের। নিজের জন্য কেনা বসতভিটাসহ আরও ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে বলে হাসপাতালের একটি সুত্র দাবি করেছে। ওই সুত্র অনুযায়ী অরবিন্দু দাস এখন নিজের অপকর্ম গা ঢাকা দিতেই বদলীর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সহকর্মীদের বলেছেন, প্রয়োজনে ২০ লাখ টাকা খরচ করেও তিনি সিলেট থেকে বদলী হতে চান। সেই চেষ্টার অংশ হিসেবে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর মহা পরিচালকের অফিসে কর্মরত একাধিক ব্যক্তির সাথে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন।
অভিযুক্ত অরবিন্দু দাসের সাথে এ বিষয়ে বেশ কিছুদিন আগে কথা হলে তিনি, অভিযোগ স্বীকার না করে,অফিসে এসে কথা বলার অনুরোধ জানান।
এদিকে অরবিন্দু দাসের বদলী বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নার্স এসোসিয়েশন সিলেট জেলার সাধারণ সম্পাদক সোহেল আহমদ বলেন, বদলী যে কেউ চাইতে পারে। তাতে অসুবিধার কিছু দেখছি না। নার্সের বেতন দিয়ে ঢাকা এবং সিলেটে বাসাভাড়াসহ পরিবারের খরচ যোগানো কতোটুকু সম্ভব-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যের বিষয়ে বলতে পারবো না। এটা নির্ভর করে তার ইনকাম সোর্সের উপর। তবে আমি ব্যক্তিগত ভাবে এই বেতন দিয়ে পরিবার পরিজন নিয়ে খুব ভালো নেই।
কারণ বর্তমানে ব্রাদার সোহেল মিয়া, ইমরান আহমদ তাফাদার ও অরবিন্দু দাস তারা সকল একত্রিত হয়ে হাসপাতালে দূর্নীতি করে চলছে। অরবিন্দু চন্দ্র দাস বর্তমানে ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে ডিউটি করছেন কিন্তু তাকে ভুলেও ডিউতে দেখা মিলেনি। তিনি ইমার্জেন্সির ভিতরে একটি নিরিবিলি কক্ষে বসে সার্টিফিকেট বাণিজ্য করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই : এম এ মালিক

এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই : এম এ মালিক

4 ৮ নভেম্বর (শনিবার) সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম

কমরেড আনোয়ার হোসেন সুমনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিপিবির সমাবেশ

কমরেড আনোয়ার হোসেন সুমনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিপিবির সমাবেশ

4 সিলেটে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির আয়োজনে শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন

8 নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের মতবিনিময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের মতবিনিময়

8 জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ শিক্ষকদের এক মতবিনিময় সভা

একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে আলো দেখাতে পারলে প্রকৃত সেবা হবে : মো. সারওয়ার আলম

একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে আলো দেখাতে পারলে প্রকৃত সেবা হবে : মো. সারওয়ার আলম

8 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সেবা দেওয়াটা হচ্ছে মহৎ কাজ, সেবা দেওয়ার মানষিকতা সবার থাকে না, এটা

শিক্ষকদের মর্যাদা রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে বাশিসের ভূমিকা অনন্য : প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন

শিক্ষকদের মর্যাদা রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে বাশিসের ভূমিকা অনন্য : প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন

3 সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়াতে

তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

3 সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা

প্রসূন আজাদের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন পরীমনি

প্রসূন আজাদের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন পরীমনি

2 ঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে।

1
3