কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ইজিবাইক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সঞ্জয় রেলী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওই শিশু কুরমা চা বাগানের কালিটিলা শ্রমিক বস্তির চা শ্রমিক স্বপন রেলীর ছেলে।
রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে আদমপুর আসার পথে গুলের হাওর বাজার এলাকায় একটি ইজিবাইকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু সজল রেলী ছিটকে পড়ে। এসময় সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঞ্জয় রেলী সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।