Daily Sylheter Somoy
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
সুয়েবুর রহমান
সুপারশপ হিসাবে স্বপ্নের দেশে নাম-ডাক আছে “কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার” ‘স্বপ্ন’ দেওয়া আছে তাদের বিজ্ঞাপনী ব্যানারে এমন উক্তি। তবোও থেমে নেই তাদের অভিনব প্রতারণা ! গত রবিবার সিলেট নগরীর কুমারপাড়াস্থ এলাকায় অবস্থিত সুপার শপ “স্বপ্নের” অভিনব প্রতারণার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগ দিয়েছেন ফারজানা শারমিন ‘রুনি’ (৩২)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
অভিযোগে ফারজানা শারমিন বলেন, গত রবিবার তিনি “আপেল সিডার ভিনেগার “নামক পন্য ক্রয়ের জন্য অভিযুক্ত (স্বপ্ন) ওই সুপার শপে যান। সুপার শপের ওই পন্যটি তিনি ক্রয়ের জন্য হতে নেন এবং দেখেন পন্যটির গায়ে অস্থায়ী স্টিকার দিয়ে মূল্য লেখা ১,২৮৫ টাকা।যা অতিরিক্ত মূল্য। এ কারণেই তিনি ওই শপের কর্তব্যরত ম্যানেজারের সাথে আলাপ করেন। ম্যানেজার তখন ওই পন্যর গায়ে সঠিক মূল্য লেখা রয়েছে বলে দাবি করেন। পরে তিনি (ফারজানা শারমিন) পাশের অন্য একটি সুপার শপে গিয়ে একই পন্য ৫৫০ টাকা মুল্য ক্রয় করেন। এবং তিনি এ ব্যাপারে দৈনিক সিলেটের হালচাল পত্রিকায় কর্মরত স্টাফ রিপোর্টার’কে সাথে নিয়ে আবারও অভিযোক্ত ওই (স্বপ্নে) শপে যান। এবং প্রতারণার সম্পুর্ন প্রমাণাদি তিনি যেখানে উপস্থাপন করেন। ওই সময় সুপার শপের কর্তব্যরত ম্যানেজার মাসুদ আহমেদ সিলেটের হালচাল পত্রিকার সাংবাদিকের প্রশ্নের কোন সুদওর দিতে না পেড়ে তিনি আমাদের কর্তব্যরত সাংবাদিকের নাম্ভারটি রাখনে।
পরে, স্বপ্নের এরিয়া ম্যানেজার পরিচয়ে এক ব্যাক্তি ফোন দিয়ে এ বিষয়ে বলেন, আপেল সিডার ভিনেগার পন্যটি পুরনো তাই এর গায়ে আগের মূল্যটি রয়েছে। অন্য শপের পন্যটি নতুন তাই মূল্যও কম। একই পন্যর মূল্য দুটি শপে দুই রকম এ বিষয়ে কেন আপনারা খেয়াল রাখেননি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা খেয়াল রাখার বিষয় না কারণ এই পন্যটির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। এই পন্যটি শেষ না হওয়া পর্যন্ত আমরা নতুন পন্য অর্ডার করতে পাড়ি না।
এ বিষয়ে ভুক্তভোগী ক্রেতা ফারজানা শারমিন আরও বলেন, স্বপ্নের এ রকম অভিনব প্রতারণা বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। তিনিও এ বিষয়ে আইনি সহায়তা নিবেন।
তিন বছরের প্রেম ও চার বছরের দাম্পত্যজীবনের কয়েক মাস আগে ইতি টেনেছেন ‘গেম অফ থ্রোন্স’ তারকা সোফি টার্নার ও ‘জোনাস
বিশ্বচ্যাম্পিয়ন তকমা লাগিয়ে এলেও বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। সেই ব্যর্থতা পিছুই ছাড়ছে না তাদের। এবার ১৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের
শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫২তম শাহাদাৎবার্ষিকী আজ। বিজয় চূড়ান্ত হওয়ার মাত্র ৬ দিন আগে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসায়
বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জে তার গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছেন পাকিস্তানি নারী। তার নাম মাহা বাজোয়ার (৩০)। পাকিস্তানের লাহোরের বাসিন্দা
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড মহিলা উপ-পরিষদ আয়োজিত পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) রাতে ক্লাব হলরুমে ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর
কুয়াশা কমে যাওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে
বায়ুদূষণের দিক থেকে আবারও শীর্ষে উঠেছে ঢাকা। রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় দেখা গেছে। বায়ুর
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: পিকনিকের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। পাহাড়ি নদীতে পড়ে তলিয়ে যাচ্ছিল এক ছাত্র। আর