editor
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শিলঘাটের আব্দুলখালিকের পুত্র রুহেল আহমদের উপর নির্যাতনের অভিযোগ। এই বিষয়ে গোলাপগঞ্জ সি, আরমামলা নং-১৮০/২০২২ইং।একই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলের ছয়ফুল আলমছফাই, কাওছার আহমদ মিলু, মজনু হোসেন, ছয়ফুল আলম ছফাই ছেলে অপু আহমদের বিরুদ্ধে গত২০/০৬/২০২২ ইং বেলা অনুমান দুপুর ১ ঘটিকার সময় হামলার অভিযোগ দাখিল করেন। অভিযোগে রুহেল আহমদ উল্লেখ করেন আমি একজননিরীহ, শান্তিপ্রিয়, আইন মান্যকারী লোক বটে। অত্র মামলার আসামীগণ একদলবদ্ধ, অত্যন্ত অসৎদাঙ্গাবাজ, পরধন লোভী চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সর্বদা গায়ের জোরে চলে, আইনকানুনের ধার ধারে না। নিজেদের স্বার্থে যে কোন অন্যায় অপকর্ম করিতে দ্বিধাবোধ করে না।তাদের অত্যাচারে এলাকায় নিরীহ জনসাধারন নির্বিঘ্নে চলাফেরা করিতে পারে না। তাদেরবিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় চাঁদাবাজ, মামলাবাজ, চুরি ইত্যাদি সহ একাধিক মামলা রহিয়াছে।তাছাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এলাকার বিচার পাঞ্চায়েতে একাধিক মুচলেকা দিয়াছে।আসামী ছয়ফুল আলম ছফাই, কাওছার আহমদ মিলু, মজনু হোসেন, গোলাপগঞ্জ জি,আর মামলানং-১০৮/২০০৫ইং মামলার চার্জশীর্ট ভুক্ত আসামী। উক্ত আসামীগণ ফয়েজ উদ্দিন, পিতা মৃত-মছনমিয়ার দায়েরী গোলাপগঞ্জ সি,আর মামলা নং-২৪০/২০২০ইং মামলার আসামী যাহা গোলাপগঞ্জমডেল থানা এসআই শ্রী পিন্টু সরকার তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তদন্ত রিপের্ট বিজ্ঞআদালতে বিচারাধীন আছে। মাছ চুরির ঘটনার গ্রাম্য সালিশে দোষী সাব্যস্ত হয়। তাছাড়াআরো অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে এলাকায় বিদ্যমান। অত্র মামলার ঘটনাস্থল তপশীল বর্নিত৩৬একর বা ৩৬শতক ভুমি আমি রুহেল আহমদ, শাম্মী বেগম ও অপু আহমদ বিগত ৩১/০৮/২০২১ইংতারিখ ২০৮৫/২০২১ইং রেজিস্ট্রারী বায়নামা মুলে ২৫,০০,০০০/-টাকায় খরিদ করে২২,০০,০০০/-টাকা নগদ পরিশোধ করে বাকী ৩লক্ষ টাকা বায়নামা দলিল সম্পাদনের ১ বৎসরেরমধ্যে পরিশোধের শর্তে তপশীল বর্ণিত ভূমির দখল সমজিয়া নিয়া ভোগ দখল করিয়া আসিতেছি।উল্লেখিত ভুমি আসামীগনের বাড়ী সংলগ্ন হওয়ায় উক্ত ভুমি খরিদ করার পর হইতে উল্লেখিতআসামীগণ পূর্ব হইতে এলাকায় প্রচার করিয়া বেড়াইতেছে তাদের নগদ ১০লক্ষ টাকা চাঁদা নাদিয়া আমরা ঐ ভুমি ভোগ করিতে পারিব না। গত ২০/০৬/২০২২ইং তারিখ স্বাক্ষীগণদের সাথেনিয়া আমি উক্ত ভুমি হইতে কিছু বাঁশ ও গাছ কাটতে গেলে উল্লেখিত সমূহ আসামীগণ দলবদ্ধহয়ে দেশীয় অস্ত্রসস্ত্র রামদা হাতে নিয়া ঘটনাস্থলে অনাধিকার প্রবেশ করে তাদের ১০ লক্ষ টাকাচাঁদা না দিয়া ঘটনাস্থল হইতে কোন গাছ বাশ কাটিতে পারিব না বলিয়া হুমকি দেয়। আমি সহস্বাক্ষীগণ চাঁদা দিবার কারণ জিজ্ঞাসা করিলে ১নং আসামী ছয়ফুল আলম ছফাই বলে তাদেরচাঁদা না দিয়া এই এলাকায় কেহ নিরবিচ্ছিন্ন ভাবে জায়গা জমি ভোগ করিতে পারে না,আমরাও পারিব না। এই নিয়া আসামীগনের সাথে কথা কাটাকাটি শুরু হএিল আমি তাদেরদাবীকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিল সমূহ আসামীগণ উত্তেজিত হইয়া তাদের হাতে থাকারামদা দিয়া মৃত্যু ভয়ে অভিভুত করে আমার গলায় মাথায় দা টেকাইয়া খুন করার ভয় দেখায়এবং আমাকে টেলা ধাক্কা মেরে লাঞ্চিত করে। ১নং আসামী রামদা এর বাট দিয়া আমার বুকেস্বজোরে গুতা মেরে আঘাত করিলে আমি প্রাণ ভয়ে শোর চিৎকার দিলে স্বাক্ষীগণ আসিয়াআসামীগনের কবল থেকে আমাকে রক্ষা করেন, এবং আসামীদের সাথে আপোষ মীমাংসার প্রস্তাবদেন। নতুবা তাহারা অবৈধ চাঁদার দাবীতে আমাকে প্রাণে মারিয়া ফেলিত। আসামীগণ চিৎকারচেচামেছী করে হাতে থাকা রামদা উচিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে প্রকাশ্যে তান্ডব করে বলেতাদের দাবীকৃত ১০লক্ষ টাকা চাঁদা না দিয়া আমরা ক্রেতাগণ ঘটনাস্থল তপশীল বর্ণিত ভূমিভোগ দখল করিতে পারিব না। স্বাক্ষীগণ ঘটনা দেখিয়াছেন ও শুনিয়াছেন। উক্ত বিষয় ফয়সালা করারজন্য আমি স্থানীয় চেয়ারম্যান এর স্মরণাপন্ন হইলে চেয়ারম্যান সাহেবের ডাকে আসামীগণ সাড়াদেয় নাই। চেয়ারম্যান এর নিকট বিচার প্রার্থী হওয়ার কারণে তাহারা আরও ক্ষেপিয়া গিয়াআমাকে হাটে বাজারে রাস্তা ঘাটে চলাফেরা করিতে দিতেছে না। এমনকি মসজিদে নামাজ পড়তেও যাইতে পারিতেছি না। তাহারা এলাকায় প্রচার করিতেছে তাদের দাবীকৃত চাঁদার ১০লক্ষ টাকা০১সপ্তাহের মধ্যে না দিলে আমাকে খুন করিয়া ফেলিবে। এমনকি আমি যদি তাদের বিরুদ্ধে কোনমামলা করি ঐ মামলায় যে স্বাক্ষী দিবে তাদেরকেকে ও খুন করিয়া ফেলিব। আসামীদের চাঁদাদাবী ও হত্যার হুমকিতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। চেয়ারম্যান সাহেরের মাধ্যমেআপোষ প্রস্তাব থাকায় কিন্তু আসামীগণ না মানায় মামলা দায়েরে বিলম্বের কারণ ।ঘটনাস্থলের তপশীল জেলা-সিলেট, থানা-গোলাপগঞ্জইউনিয়ন ভূমি অফিস, ঢাকাদক্ষিণ, মৌজা-শিলঘাট, জেএল-৫৭, সে: জ: ছাপা ৪৯৭নং খতিয়ানেরসে: জ ৪৬৫নং দাগ মধ্যে যাহার বিএস জরিপী তসদিককৃত ডিপি ৮৫২নং খতিয়ানের বিএস জরিপী৫১৮নং দাগে স্থাপনা বিহীন বাড়ী রকম মোয়াজী .৩৬একর বা ৩৬শতক।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ)
সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেল সোয়া ৫টায়
সিলেটে ব্যাপক সাড়া জাগানো আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের জমকালো আয়োজনে বর্ণাঢ্য সমাপ্তি হয়েছে। ১৫ মার্চ (শনিবার) রাত ১১টায় নগরীর পূর্ব
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,দেশবাসীর প্রত্যাশা একটি
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু
সিলেটের সময় :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহনগরের ২৮নং ওয়ার্ড বিএনপির
সিলেটের সময় :: জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণমানুষের রাজনীতি করে
জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর অপেক্ষায় আছে। এই অধিকার প্রয়োগ করতে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন না দিলে মানুষ