editor
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ধলাই নদীর বালুমহাল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ লিস্টার মেশিন থেকে প্রতিদিন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে ওই পুলিশ কনস্টেবল আদায় করছেন কয়েক লাখ টাকা। লিস্টার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলনের পাশাপাশি পাথর উত্তোলনেরও মহোৎসব। তাতে করে চার ধাপে চলছে পুলিশের নামে টাকা আদায়। আর এসব চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন কনস্টেবল ইয়াহিয়া খান।
জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জসহ সিলেটের সবকয়টি পাথর কোয়ারী বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। যে কারণে পাথর কোয়ারী সংশ্লিষ্টরা রয়েছেন চরম বিপাকে। মানবেতর জীবন যাপন করছেন লক্ষাধিক শ্রমিকরা। দেনার দায়ে দেউলিয়া হয়ে আছেন মিল মালিক, ট্রাক মালিক ও ট্রাক্টর মালিকসহ পাথর ব্যবসায়ীরা। তবে বর্ষা মৌসুমের শুরুতে ইজারা দেয়া হয় ভাটরাই মৌজা এবং কালাসাদক মৌজার একাংশের বালুমহাল। তখন শুরু থেকেই বালু উত্তোলনে ব্যবহৃত হতে থাকে অবৈধ লিস্টার মেশিন। শুধু বালু নয় বালুর সাথে নদীর তলদেশ থেকে লিস্টার মেশিন তুলে নিয়ে আসছে ছোট-বড়সহ অনেক ধরনের পাথর। আর তাতে করে কোম্পানীগঞ্জের ধলাই নদীসহ আশপাশ এলাকায় শুরু হয় চার ধাপে চাঁদাবাজি। চার ধাপের ওই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন পুলিশ কনস্টেবল ইয়াহিয়া। তার গর্জনে দিশেহারা অবৈধ লিস্টার মালিকরা। টাকা না দিলে ইয়াহিয়া খানের কাছে হতে হয় লাঞ্চিত।
স্থানীয়রা জানান, ধলাই নদীতে দিনে রাতে সমান তালে চলছে প্রায় দুই শতাধিক অবৈধ লিস্টার মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলনের মহোৎসব। লিস্টারের পাইপের মাথায় ফিটিং করা হয়েছে হ্যাঙ্গার। যে হ্যাঙ্গারে আটকা পড়ে নদী থেকে উত্তোলনকৃত পাথর। আর এই লিস্টার ও হ্যাঙ্গারকে পুঁজি করেই থানার ক্যাশিয়ার খ্যাত কনস্টেবল ইয়াহিয়া খান হাতিয়ে নিচ্ছেন প্রতিদিন কয়েক লাখ টাকা। প্রতিটি লিস্টার থেকে এক হাজার, প্রতিটি হ্যাঙ্গার থেকে দুই হাজার, ইঞ্জিন থেকে দুইশত ও টহল পুলিশের নামে আদায় হয় পাঁচশত থেকে এক হাজার টাকা। পুলিশের নামের টাকা না দিলে বন্ধ করে দেওয়া হয় সেসব মেশিন। নতুবা ভেঙে দেওয়া হয় ওইসব মেশিন। এমনকি কখনো কখনো টাকা দিতে কেউ কেউ অপারগতা স্বীকার করলে তাদের হাতকড়া পরিয়ে দেন কনস্টেবল ইয়াহিয়া। টাকা পরিশোধ করার পর খুলে দেওয়া হয় ওইসব লোকদের হাতকড়া।
নাম প্রকাশে অনিচ্ছুক কালাইরাগ ও ভোলাগঞ্জ গ্রামের দুই ব্যক্তি বলেন, প্রতিদিন সকাল থেকে কনস্টেবল ইয়াহিয়া তাঁর নিয়োজিত স্থানীয় কিছু ব্যক্তিদেরকে সাথে নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নামে অবৈধ লিস্টার মেশিনগুলো থেকে আদায় করছেন লাখ লাখ টাকা। শুধু তাই নয় ইয়াহিয়ার নিয়ন্ত্রণে রয়েছেন কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও এবং উৎমা কোয়ারী এলাকা। সেখানেও পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে পাথর লুটপাটকারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন আরও লক্ষাধিক টাকা। সব মিলিয়ে প্রতিদিন তিনি গুনেন ৬/৭ লাখ টাকা।
এদিকে জানা যায়, উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে কালাইরাগ গ্রামের বাসিন্দা চোরাকারবারী রুফেজ মিয়ার নেতৃত্বে ভারত সীমান্ত থেকে রাতের অন্ধকারে নিয়ে আসা হচ্ছে পাথর। রুফেজ মিয়ার নেতৃত্বে চলছে ভারত থেকে পাথরের সাথে নিয়ে আসা মাদকেরও রমরমা বানিজ্য। আর সেখান থেকেও কমিশন আদায় করছেন ইয়াহিয়া।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ও মিডিয়া ) লুৎফুর রহমান জানান, অবৈধভাবে লিস্টার মেশিনের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের রয়েছে কঠোরতা। লিস্টার মেশিন চলছে বা তা থেকে টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই। তবুও আমি বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে অবগত করবো।
সিলেটের সময় :: দীর্ঘ দুই মাস সৌদি আরব সফর শেষে সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ২নং হাটখোলা ইউনিয়নের সম্ভাব্য
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মরহুম একেএম তারেক কালাম একজন জনদরদী রাজনীতিবিদ, মানবকল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তিনি
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সাথে মত
সিলেটের ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা শুনলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপির সবসময় নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর
বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা
অনলাইন ডেস্ক দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী