editor

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

জেলা ও মহানগর আওয়ামী লীগের ৩ মাস পর পূর্ণাঙ্গ কমিটি আসছে

জেলা ও মহানগর আওয়ামী লীগের ৩ মাস পর পূর্ণাঙ্গ কমিটি আসছে

ডেস্ক রিপোর্ট:-
সম্মেলনের পর জমা দেয়া আওয়ামী লীগের সাংগঠনিক জেলাগুলোর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেতে অপেক্ষা করতে হতে পারে প্রায় তিন মাস। কেন্দ্রীয় কমিটির কাছে জমা হওয়া প্রস্তাবিত নেতাদের নাম যাচাই-বাছাই করা হবে। সংযোজন-বিয়োজন করেই চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। কমিটি গঠন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ঐকমত্যে না পৌঁছালে তাদের সরিয়ে দেয়ারও নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানান, সাংগঠনিক কর্মসূচি পরিচালনার জন্য করোনাকালের পূর্বে বিভাগওয়ারি আটটি কমিটি করেছিল আওয়ামী লীগ। সেই কমিটিগুলোয় নাম থাকা সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন ও কার্যনির্বাহী নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান মারা গেছেন। তাই নতুন কমিটিতে কিছু সংযোজন ও বিয়োজন করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সেখানে একজন সভাপতিমণ্ডলীর সদস্য, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর অন্য এক সদস্য ও কেন্দ্রীয় কমিটির একজন সদস্য নিয়ে মোট পাঁচ সদস্যের কমিটি এগুলো যাচাই-বাছাই করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে জমা দেয়ার পর অনুমোদন পাবে কমিটিগুলো।
দলীয় সূত্রগুলো আরো জানায়, পাঁচ সদস্যের এ কমিটি সারা দেশ সফর করবে। প্রয়োজনে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় নিয়ে আসবে। বিরোধ নিষ্পত্তি করবে। করোনাভাইরাসের কারণে যেসব ইউনিটের সম্মেলন হয়নি দীর্ঘদিন ধরে, সেগুলোকে গুরুত্ব দেয়া হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, সাংগঠনিক জেলার জমা পড়া কমিটিগুলো অনুমোদন পেতে ডিসেম্বর পর্যন্ত লাগবে। কারণ যেসব কমিটি জমা পড়েছে, সেগুলো যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন সভাপতি শেখ হাসিনা। এজন্য আট বিভাগে আটটি কমিটি করা হবে। পাঁচ সদস্যের এই কমিটি এ নিয়ে কাজ করবে। কমিটির দলীয় সভাপতি শেখ হাসিনার অনুমোদন পায়নি। অনুমোদন পাওয়ার পর যাচাই-বাছাইয়ের কাজ শুরু হবে।
রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, যেসব সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটিতে পুরনো নেতারা থাকবেন এবং তাদের বিষয়ে কোনো অভিযোগ নেই, সেই নামগুলো যাচাই-বাছাইয়ের কিছুই নেই। কিন্তু কোনো জেলা যদি নতুন মুখের বিষয়ে প্রস্তাব করে, যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের ওইভাবে জানাশোনা নেই তাদের বিষয়ে জানতে হবে। তবে সেখানে খুব বেশি সময় লাগার কথা না।

ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিগত সম্মেলনের আগে ঢাকা বিভাগের কোনো জেলা সম্মেলন হয়নি। এখানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি প্রধানমন্ত্রীর কাছেই জমা হয়েছে। তিনি এটা নিজেই যাচাই-বাছাই করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, জেলা কমিটি নিয়ে নেত্রী খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তিনি দেখে দেখে বাছাই করেন। তাতে একটু সময় লাগতেই পারে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা বলেন, জেলা কমিটিতে থাকতে হলে প্রথম শর্ত হলো কমপক্ষে পাঁচ বছর দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। এমপি-মন্ত্রী ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকের উত্তরাধিকার হলেই তাকে বড় পদ দেয়া হচ্ছে কিনা তা দেখা হবে। অবশ্য তারা যদি ছাত্ররাজনীতির মাধ্যমে অতীতে সক্রিয় থাকেন সেটা বিবেচনা করা হবে। এছাড়া প্রভাবশালী নেতৃত্বের রোষানলে পড়ে আওয়ামী লীগের কোনো যোগ্য নেতা পদহারা হচ্ছেন কিনা যাচাই-বাছাইয়ে এগুলোও দেখা হবে কঠোরভাবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, শেখ হাসিনার নির্দেশ, দুটি কমিটি যেখানে আছে, সবগুলো বাতিল করে দিতে হবে। সেখানে নতুন কাউকে দায়িত্ব দিতে হবে। তৃণমূলের কোনো স্তরেই রাজনীতিতে গ্রুপিং-বিভক্তি এসব দেখতে চাই না। আওয়ামী লীগ সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেলা-উপজেলায় বিভক্তির রাজনীতি আর হবে না। তৃণমূলে যেসব জেলায় সভাপতি-সাধারণ সম্পাদকের বিভক্তি রয়েছে তাদের দুজনকেই বাদ দেব।
২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে ৩১টি জেলায় সম্মেলন করে আওয়ামী লীগ। এসব জেলার এখনো পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। এসব সাংগঠনিক জেলাগুলোকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির খসড়া জমা দিতে বলা হয়েছিল। সবাইকে ঐকমত্যের ভিত্তিতে কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। বিভক্ত কোনো কমিটি কেন্দ্রে জমা নেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়। এ নির্দেশের কারণে অনেক সাংগঠনিক জেলা বিপদে পড়েছে। এ কারণে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হলেও অনেক জেলায় বিভক্ত নেতৃত্ব থাকার কারণে কমিটি জমা দিতে সময়ক্ষেপণ করছে বলে জানা গেছে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, সম্মেলন হওয়া প্রায় সব সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটির খসড়া জমা হয়ে গেছে। দু-একটা হয়তো বাকি আছে, সেগুলোও প্রক্রিয়াধীন, দ্রুতই জমা পড়বে আশা করি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫: সিলেটে রক্ত চাহিদার ৪০% পূরণ করছে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র: মোহাম্মদ আমিনুল ইসলাম

বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫: সিলেটে রক্ত চাহিদার ৪০% পূরণ করছে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র: মোহাম্মদ আমিনুল ইসলাম

“রক্ত দিন, আশার আলো জ্বালান – একসাথে জীবন বাঁচাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবারের বিশ্ব রক্তদাতা দিবস পালিত হচ্ছে।

আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ সমালোচনা করার প্রতিবাদ জুড়ীতে মানববন্ধন

আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ সমালোচনা করার প্রতিবাদ জুড়ীতে মানববন্ধন

জুড়ী সংবাদদাতা :মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনফর আলীর বড় ছেলে আয়নুল হক দেশের প্রখ্যাত আলেমদের

দিরাইয়ে মালিকের বাড়িতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিরাইয়ে মালিকের বাড়িতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাইম তালুকদার:: দিরাইয়ে মালিকের বাড়িতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ স্বজনের নাঈম তালুকদার, বিশেষ প্রতিনিধি: মালিকের বাড়িতে এক গৃহকর্মী

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ৯টি ভারতীয় অবৈধ গরু আটক

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ৯টি ভারতীয় অবৈধ গরু আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:: ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে অভিযান চালিয়ে চোরাকারবারী কর্তৃক বাংলাদেশে নিয়ে

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

নিউজ ডেস্ক:: শুরু‌তে গত মঙ্গলবার রা‌তে যুক্তরাজ্য বিএনপি সভা ক‌রে সিদ্ধান্ত নিয়েছিল আজ শুক্রবার সভাস্থলের বাইরে নেতাকর্মীরা কোনও ব্যানার ও

নির্বাচন, সংস্কার এবং কূটনৈতিক তৎপরতা নি‌য়ে যা বললেন ড. ইউনূস

নির্বাচন, সংস্কার এবং কূটনৈতিক তৎপরতা নি‌য়ে যা বললেন ড. ইউনূস

নিউজ ডেস্ক:: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেছেন। যুক্তরা‌জ‌্য সফ‌রে আইটি‌ভি‌কে

ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়া হবে: তেহরান

ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়া হবে: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক::ইরানজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ইরানের আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু জানিয়েছেন, যতক্ষণ প্রয়োজন হবে