Daily Sylheter Somoy
প্রকাশিত: ৫:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে মসজিদের পাঠদান শিক্ষ কর্তৃক ফ্লাক্সের গরম চা ঢেলে দিয়ে ৭বৎসরের শিশুর শরীর জ্বলছে দিয়েছে। প্রতিকার চাইলে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেনি মহলস্নাবাসী। ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান আইনের সহায়তা নিতে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিশুর মা ও বাবার প্রতিবেদককে জানান, ২২ সেপ্টেম্বের মঙ্গলবার সকাল অনুমান ৬টায় হেমু তিনপাড়া পশ্চিম মহলস্না জামে মসজিদের মক্তবে যায় জৈন্তাপুর উপজেলার ফতেহপুর (হরিপুর) ইউপির হেমু মাঝপাড়া গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র শাহরিয়ার নাফিজ নাবিল(৭)। নাফিজ মক্তবে সহপাটির সাথে আলাপ করতে দেখে রেগে গিয়ে মক্তবের পাঠদান শিক্ষ হেমু ভাটপাড়া গ্রামের বড়হুনার ছেলে হেমু দারম্নল উলুম মাদ্রাসার শিক্ষ আব্দুল করিম(২৭) ফ্লাক্স হতে গরম চা এনে শিশুর শরীরে ঢেলে দেন। সঙ্গে সঙ্গে শিশুটির শরীর জ্বলছে যায়। এই অবস্থায় মসজিদের অন্যান্য ছাত্ররা শিশুটিকে বাড়ী পৌছে দেয়। এঘটনায় বিষয়টি দামাচাঁপা দিতে এবং চাকুরীর সুবাধে এখলাছ হবিগঞ্জে সিরামিক ফ্যাক্টরীতে থাকার সুবাধে স্ত্রীকে বিষয়টি কাউকে না জানাতে এবং চাঁপ প্রয়োগ করেন। ঘটনার পর এবং প্রভাবশালীদের চাপে স্ত্রী শিশুটিকে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসাদেন এবং স্বামী এখলাছ মিয়াকে কে খবরদেন। খবরপেয়ে স্বামী ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে বাড়ী ফেরেন এবং শিশু নাবিলের অবস্থা দেখে আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঘটনার বিষয়ে জানতে মসজিদে যান। সেখানে গিয়ে দেখতে পান সেই শিক্ষ এখনও পাঠদান করছেন। তাই বিষয়টি গ্রামের মুরব্বীদের জানালে এখলাছকে বিভিন্ন ভাবে হুমকী ধমক প্রদান করে এবং ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করেত চেষ্টা করে। নিরম্নপায় হয়ে এখালাছ বিষয়টি ফতেপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাহির পছা মিয়া শিশুটির অবস্থা দেখে তিনি তাদেরকে আইনের আশ্রয় নিতে পরামর্শদেন। শিশুর পিতা আরও জানান মক্তবের পাঠদান শিক্ষকের এমন আচরণ দেখে কোন পিতা-মাতা তা মেনে নিতে পারবে না, তিন শুধু মাত্র মক্তবের শিÿক নন তিন অত্র এলাকার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হেমু দারুল উলুম মাদ্রাসার শিক্ষতা করেন। তার কাছ হতে শিশু নির্যতন করা আমি আশা করিনি। বর্তমানে আমার ছেলেটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছি শিকিৎসা কাজ শেষে আমি থানায় মামলা দায়ের করব।
বিষয়টি জানতে এলাকার অনেকের সাথে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন গত মঙ্গলবার মসজিদের মক্তবের শিক্ষ কর্তৃক ছাত্র নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার সুষ্ট তদন্ত্ম পূর্বক দৃষ্টান্ত্ম মুলক শাস্তি দাবী করছি।
এবিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসিন আলী ও অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর ফারুক বলেন শিশু নির্বাতনের বিষয় নিয়ে কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। যদি অভিযোগ আসে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক ও সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর
আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচীতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) রাইট
তিন বছরের প্রেম ও চার বছরের দাম্পত্যজীবনের কয়েক মাস আগে ইতি টেনেছেন ‘গেম অফ থ্রোন্স’ তারকা সোফি টার্নার ও ‘জোনাস
বিশ্বচ্যাম্পিয়ন তকমা লাগিয়ে এলেও বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। সেই ব্যর্থতা পিছুই ছাড়ছে না তাদের। এবার ১৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের
শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫২তম শাহাদাৎবার্ষিকী আজ। বিজয় চূড়ান্ত হওয়ার মাত্র ৬ দিন আগে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসায়
বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জে তার গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছেন পাকিস্তানি নারী। তার নাম মাহা বাজোয়ার (৩০)। পাকিস্তানের লাহোরের বাসিন্দা
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড মহিলা উপ-পরিষদ আয়োজিত পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) রাতে ক্লাব হলরুমে ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর
কুয়াশা কমে যাওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে