editor

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এমসি কলেজের সকল সংগঠনের বিক্ষোভ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এমসি কলেজের সকল সংগঠনের বিক্ষোভ

গণধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এমসি কলেজের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে কলেজের সংগঠনসমুহ। এমসি কলেজে ন্যাক্কারজনক ও কলেজের ঐতিহ্যে কালিমা, কলঙ্ক লেপনকারী গণধর্ষণের ঘটনার প্রতিবাদে কলেজের সকল সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। এসময় তারা তামাবিল সড়কটি অবরোধ করে রাখে, পাশাপাশি ১০টি লিখিত দাবি উত্থাপন করা হয়। যা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শাহপরাণ থানা পুলিশের প্রতিনিধিরা গ্রহণ করেছেন এবং এই দাবিগুলো বাস্তবায়নের চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে কলেজের মুল ফটকের সামনে সিলেট তামাবিল সড়কে বিক্ষোভ করে কলেজের প্রায় সবকটি সংগঠন। দাবীগুলোর মধ্যে রয়েছে, গণধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িত সকল অভিযুক্তদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। তাদের আশ্রয় প্রদানকারীদেরকেও আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সম্পৃক্ত সকল অপরাধীর ছাত্রত্ব বাতিল ও সার্টিফিকেট হ্রদ করার শর্ত দেয়া হয়েছে। কলেজ ও ছাত্রাবাস সাবেক ছাত্র ও বহিরাগত মুক্ত করতে হবে বলেও দাবি করা হয়েছে।
১০টি দাবিগুলো মধ্যে আরও রয়েছে, কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের সার্বিক ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে; পুরো কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাস সিসি টিভির আওতায় নিয়ে আসতে হবে; কলেজে ও ছাত্রাবাসে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যাবস্থা ও নিরাপত্তা জোরদার করতে হবে; কলেজে ও ছাত্রাবাসে নিরাপত্তা বেষ্টিত সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে; কলেজের সকল ছাত্রছাত্রীদের জন্য একটি উন্মুক্ত অভিযোগ বক্স তৈরি করা যেখানে কেউ নির্যাতন, সহিংসতা বা যেকোন ধরনের সমস্যার শিকার হলে স্বাধীনভাবে অভিযোগ করতে পারে এবং সেই অভিযোগবক্স এর অভিযোগ সমুহকে তদন্ত ও পর্যাপ্ত ব্যাবস্থা গ্রহণের জন্য কলেজ প্রশাসন কর্তৃক একটি নিরপেক্ষ কমিটি তৈরি করা।
এছাড়াও দাবির মধ্যে রয়েছে যে দুজন কর্মচারীকে অভ্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বহাল করার আহ্বান। রয়েছে সর্বোপরি কলেজের সকল শিক্ষার্থী, পরিক্ষার্থী, বহিরাগত দর্শনার্থী,সাংস্কৃতিক, সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দের কলেজ ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করা।
এমসি কলেজর সাংস্কৃতিক এবং সমাজিক সংগঠনের মধ্যে অংশগ্রহণ করে মোহনা, থিয়েটার মুরারিচাঁদ, কবিতা পরিষদ, এমসি কলেজ রিপোটার্স ইউনিটি, রোভার স্কাউট, রোটারী ক্লাব, লাইভ ফর লাইফ, জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ, ছাতক ছাত্র কল্যাণ পরিষদ, তাহিরপুর ছাত্র কল্যাণ পরিষদ, চেতনা সংঘ, ইতিহাস ফোরাম, রাষ্ট্রবিজ্ঞান সোসাইটি, ইকোনমিক্স ক্লাব, সোসিওলজি ক্লাব, কওমি স্টুডেন্ট ফোরাম সহ আরও বেশ কয়েকটি সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের আতাউর ও কামরান

ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের আতাউর ও কামরান

লিজান গ্রুপ-ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন সিলেটের দুই কৃতি সন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আতাউর রহমান আতা ও

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে কাজ করছে: মনির উদ্দিন আহমদ

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে কাজ করছে: মনির উদ্দিন আহমদ

পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে ক্যাব’র মানববন্ধন, র‌্যালি ও স্মারকলিপি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে ক্যাব’র মানববন্ধন, র‌্যালি ও স্মারকলিপি

কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির উদ্যোগে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজ

পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ৯ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়া সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া

নিউজ ডেস্ক: পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র

সিলেটের ক্রীড়াঙ্গনে স্বৈরাচারের দোসররা

সিলেটের ক্রীড়াঙ্গনে স্বৈরাচারের দোসররা

নিজস্ব প্রতিবেদক গণ–অভ্যুত্থানে পতিত স্বৈরাচাররে দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন এলাকায়

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

নিউজ ডেস্ক: ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত

বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে ষ্মারকলিপি প্রদান

বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে ষ্মারকলিপি প্রদান

আতিকুর রহমান: বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে সিলেটের জেলা প্রসাসক কার্যালয়ে অবস্থান নিয়ে সোমবার (২ ডিসেম্বর)