editor
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক
ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে সিলেটের পুলিশ সদস্যদের। রায়হান হত্যার ঘটনায় ‘ইমেজ’ সংকটে পড়া সিলেট মেট্রোপলিটন পুলিশকে সুশৃঙ্খল ও শক্তিশালী ইউনিট করার প্রথম ধাপে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নজরদারিতেও রাখা হয়েছে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যদের। প্রায় প্রতিদিনই কোনো না কোনো থানায় গিয়ে হাজির হচ্ছেন ইউনিটের শীর্ষ কর্মকর্তা ও নবাগত পুলিশ কমিশনার নিশারুল আরিফ। খতিয়ে দেখছেন কর্মকাণ্ড। তবে- বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের চাকরিরত কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত কি না- সেটি খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহ হলেই তাদের ডোপ টেস্ট করা হবে। ১১ই অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পিটিয়ে হত্যা করা হয় নগরীর নেহারীপাড়ার যুবক রায়হান আহমদকে।
পরে ঘটনার মূল হোতা এসআই আকবর হোসেন ভূঁইয়ার সাজানো নাটক অনুযায়ী পুলিশ রায়হানের মৃত্যুকে গণপিটুনি বলে প্রচার করে। এ নিয়ে সিলেটে তীব্র আন্দোলন শুরু হয়। তবে- মেট্রোপলিটন পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতনের ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর, এসআই হাসান সহ ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। সিলেটে পুলিশের ইমেজ সংকট ফিরিয়ে আনতে পুলিশ সুপার ফরিদ উদ্দিন সোর্স মারফত ভারতে পলাতক থাকা এসআই আকবরকে সীমান্ত এলাকায় নিয়ে এসে আটক করেন। এখন আকবর ৭ দিনের পুলিশি রিমান্ডে রয়েছে। তবে- বন্দরাবাজার ফাঁড়িতে এসআই আকবরের এই জঘন্যতম ঘটনার পর নড়েচড়ে বসেছে গোটা পুলিশ প্রশাসন। বিতর্ক এড়াতে সিলেট থেকে বদলি করা হয় পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে। তার স্থলে যোগ দিয়েছেন নতুন পুলিশ কমিশনার নিশারুল আরিফ। তিনি শুরুতেই সিলেট পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলার দিকে নজর দিয়েছেন। পুলিশ সংশ্লিষ্ট সূত্র জানায়- সিলেট মহানগর পুলিশের ছয়টি থানাসহ কর্মরত পুলিশ সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। সেই সঙ্গে ডোপ টেস্টের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। পুলিশ কমিশনার নিশারুল আরিফ কয়েক দিন ধরে পুলিশ সদস্যদের এ হুঁশিয়ারি দিয়েছেন। পুলিশ কমিশনারের এমন হুঁশিয়ারিতে সিলেট মহানগর পুলিশের ছয়টি থানার পুলিশ কর্মকর্তারা তাদের অধীনস্থ পুলিশ সদস্যদের নিয়ে বৈঠক করে সতর্ক করে দিয়েছেন। এরই মধ্যে থানায় থানায় সচেতনতামূলক সভা করে পুলিশ কমিশনারের সতর্কবার্তা জানান দিয়েছেন সংশ্লিষ্ট থানার এসি, ওসি সহ সিনিয়র কর্মকর্তারা। সিলেট নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় এসএমপি কমিশনার এমন হুঁশিয়ারি দেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানিয়েছেন- কোনো পুলিশ সদস্যের যাতে মাদকের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতা না থাকে, এজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কমিশনার। তিনি বলেন, সন্দেহ হওয়া মাত্র যে কোনো পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হবে। থানায় কর্মরত সিলেটের কয়েক জন ওসি জানিয়েছেন- পুলিশ কমিশনার নিজেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। সুতরাং আগে থেকে তিনি পুলিশের অভ্যন্তরে মাদকাসক্তদের সনাক্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অপরাধের অন্যতম গেটওয়ে মাদক। এ কারণে এ বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। এর কারণ- ইতিমধ্যে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরের বিরুদ্ধেও মাদকের অভিযোগ উঠেছিল। ফলে পুলিশ সদস্যর মাদকাসক্ত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তারা। এদিকে- গত বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউজ ডে করেছেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। পুলিশ কমিশনার জানান, স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মতো অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহ্বানও তিনি জানান। প্রতিমাসের ১২ তারিখে দক্ষিণ সুরমা থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে তিনি ঘোষণা করেন। এদিকে- সিলেট নগরীর দক্ষিণ অংশের অবস্থিত দক্ষিণ সুরমা থানা। বস্তি এলাকা বেশি হওয়ার কারণে মাদক, ছিনতাই সহ নানা অপরাধের হেডকোয়ার্টার বলা হয় দক্ষিণ সুরমাকে। প্রতি মাসে ওপেন হাউস ডে ও মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করায় দক্ষিণ সুরমার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীরা পিছু হটেছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) মো. এহসান চৌধুরী পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা থানা) মো. ইসমাইল হোসেন পিপিএম, দক্ষিণ সুরমা থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জানিয়েছেন- পুলিশ কমিশনার সিলেটে যোগদান করেই সিলেট মেট্রোপলিটন পুলিশকে একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও সত্যিকার অর্থে ‘জনবান্ধব’ পুলিশ ইউনিট হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন। তিনি এরই মধ্যে বিভিন্ন থানা পরিদর্শন করেছেন। এখন ওপেন হাউজ ডে করছেন। সবার সঙ্গে কথা বলছেন। এটি চলমান থাকবে বলে জানান তিনি।
# সদরের উন্নয়নে তারেক কালাম ছিলেন আপোষহীন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সদরের প্রত্যেক দুর্যোগময় মুহুর্তে একেএম তারেক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর পক্ষ থেকে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন রশিদ এর সহযোগিতায় সিলেটের এতিম মাদ্রাসার
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তিনি
সিলেটের সময় ডেস্ক :: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলী দখলদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন
লাখাই প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর গোলাম আহম্মদ খান গত ১৭ এপ্রিল সিলেট জেলার ফেঞ্চুগন্জ সরকারী কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন।
জনগণের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের সকল সমস্যা চিহ্নিত
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ই এপ্রিল) দুপুর ১২:টায়
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র আওতায়ধীন জৈন্তাপুর ও কানাইঘাট সীমন্তবর্তী বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান