editor

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

প্রীতির হাসি মুছে দিলেন আম্পায়ার

প্রীতির হাসি মুছে দিলেন আম্পায়ার

ডেস্ক রিপোর্ট:-

২১ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মার্কাস স্টয়নিস। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে স্টয়নিসের এমন ইনিংসেই কাল জীবন পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত ম্যাচ জেতায় অবধারিতভাবেই ম্যাচ সেরা হয়েছেন স্টয়নিস। কিন্তু এমন ব্যাটিংয়েও বীরেন্দর শেবাগের মন কাড়তে পারেননি স্টয়নিস। তাঁর চোখে ভুল লোককে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে। শেবাগের চোখে কালকে আইপিএলের ম্যাচ সেরা ছিলেন অন্য কেউ। টুইটে লিখেছেন, ‘আমি ম্যান অব দ্য ম্যাচটা মানতে পারছি না। এ ম্যাচে যে আম্পায়ার এক রান কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তাকেই পুরস্কার দেওয়া উচিত ছিল। এটা শর্ট রান ছিল না এবং এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

শেবাগের দৃষ্টিতে ম্যাচ পালটে দেওয়া সে ঘটনা দ্বিতীয় ইনিংসের ১৯ তম ওভারে ঘটেছে। ১৫৮ রানের লক্ষ্যে নামা পাঞ্জাব বেশ ভালোমতোই ম্যাচে ছিল। ৮৯ রানের ইনিংস খেলা মায়াঙ্ক আগারওয়াল একটি শটে দৌড়ে দুই রান নিয়েছিলেন। কিন্তু মাঠের আম্পায়ার নিতিন মেনন এর মনে হয়েছে ক্রিস জর্ডান প্রান্ত বদলের সময় ক্রিজে ব্যাট রাখেননি এবং এর ফলে শর্ট রান ধরে নিয়ে এক রান কমিয়ে দিয়েছিলেন।

এভাবে এক রান কমে যাওয়ায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানে থেমে যায় পাঞ্জাব। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে হেরে বসে তারা। ম্যাচ ঘুরিয়ে দেওয়া ঘটনা তো বটেই। মাঝে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে জড়িত থাকা শেবাগের তাই রাগ হওয়ারই কথা।

অতীত সম্পর্কের কারণেই খেপেছেন শেবাগ, আর প্রীতি জিনতার তো রেগে টগবগ করে ফোটার কথা। সেটাই হয়েছে, এমন ভুলে দল হেরে যাওয়ায় সব ক্ষোভ ঝেড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল কর্তৃপক্ষের ওপর। এ যুগে এসেও তথ্যপ্রযুক্তির সুবিধা না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন জিনতা। টুইটারে লিখেছেন, ‘একটা মহামারির মধ্যেও আগ্রহ নিয়ে সফর করেছি। ৬ দিন কোয়ারেন্টিনে থেকেছি। হাসিমুখেই পাঁচটা কোভিড টেস্ট দিয়েছি। কিন্তু এই একটা শর্ট রানই সবচেয়ে বড় ধাক্কা দিল। তথ্যপ্রযুক্তি রেখে লাভ কী যদি সেটা ব্যবহারই না হয়? বিসিসিআইয়ের উচিত নতুন আইন চালু করা। প্রতি বছর এটা চলতে পারে না।’

শুধু হেরেছেন বলেই

যে ক্ষোভ উগরে দিচ্ছেন এমন নয়। কিংস ইলেভেন পাঞ্জাবের যৌথ মালিক প্রীতির দাবি, খেলার ভবিষ্যতের জন্য নতুন আইন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে ভাবা উচিত ভারতীয় বোর্ডের। আরেকটি টুইটে লিখেছেন, ‘হারি বা জিতি, আমি সব সময় সেটা মেনে নেওয়াতে বিশ্বাসী। আমি খেলার চেতনায় বিশ্বাস করি। কিন্তু ভবিষ্যতে সবার ভালোর জন্যই নিয়ম বদলানোর কথা তোলা গুরুত্বপূর্ণ। অতীতেও এমন হয়েছে এবং এ থেকে সরে আসা দরকার। বরাবরের মতোই আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নবগঠিত মদন মোহন কলেজ ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

নবগঠিত মদন মোহন কলেজ ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

নবগঠিত মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা সোমবার অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে রিকাবীবাজার পয়েন্ট হয়ে

হোটেল কর্মচারী রুমনের হত্যাকারীদের দৃষ্টামূলক শাস্তি দিতে হবে

হোটেল কর্মচারী রুমনের হত্যাকারীদের দৃষ্টামূলক শাস্তি দিতে হবে

সিলেটের কাজিরবাজার এলাকায় ঘরোয়া হোটেলের কর্মচারী রুমন মিয়াকে হত্যার প্রতিবাদে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ১৯৩৩ এর

সারাদেশে মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির

তরুণ উদ্যোক্তা মুকিতকে বিএমজেএ’র সংবর্ধনা প্রদান

তরুণ উদ্যোক্তা মুকিতকে বিএমজেএ’র সংবর্ধনা প্রদান

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রিন্স সালাম মুকিতকে সংবর্ধনা প্রদান। সোমবার

তিনি বিএনপির জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন

তিনি বিএনপির জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মরহুম আশরাফ উদ্দিন জুয়েলের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া

বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, মব ভায়োলেন্সে বিশ্বাস করে না : ডা. জাহিদ

বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, মব ভায়োলেন্সে বিশ্বাস করে না : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের ভেতরে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে,

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি গঠন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি গঠন

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” মৌলভীবাজার জেলা কমিটি

রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের রোটাবর্ষের প্রথম সভা অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের রোটাবর্ষের প্রথম সভা অনুষ্ঠিত

ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোটারিয়ান পিডিজি এম আতাউর রহমান পীর বলেছেন, রোটারী ক্লাবগুলো আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। রোটারিয়ানদের আন্তরিকতা