editor
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক::
সিলেট সদর উপজেলার ফয়জুল হক বতুশা। অল্পদিনেই হয়েছেন গাড়ি-বাড়িসহ বেশ কয়েক কোটি টাকার মালিক। তৈরি করেছেননিজস্ব নেটওয়ার্ক। তার বাহিনীর অত্যাচার-নির্যাতনে এলাকারমানুষ অতীষ্ঠ। মসজিদের অর্থ আত্মসাৎ থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে একাধিকমামলাও হয়েছে। এছাড়া জেলা প্রশাসক ও র্যাব-পুলিশের কাছেও তার বিরুদ্ধে অনেকে অভিযোগ দিয়েছেন। বতুশার রাতারাতি সম্পদশালী হয়ে ওঠার পিছনেও রয়েছে অনেক কাহিনী। অবৈধভাবেএসব সম্পদ তিনি গড়ে তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী জানান, সদর উপজেলার বড়শলা একটি শান্তিপ্রিয় গ্রাম। কিন্তু সেই গ্রামের বর্তমান আতঙ্ক বতুশা। ফয়জুল হক বতুশার বাবা ইদ্রিছ আলী ছিলেন একজন খেটে খাওয়া লোক। বাদাঘাট থেকে নিজ বাড়ি রেখে বড়শলা গ্রামের আব্দুর রাজ্জাক মেম্বারের বাড়িতে আশ্রয় নিয়ে কাজ করে দিনাতিপাত করতেন বতুশার বাবা। এক পর্যায়ে ওই বাড়ির মালিক বতুশার বাবাকেবিয়ে করিয়ে দেন। ওই মেম্বারের বাড়িতে থেকে বাচ্চাদেও কোনমতে লালন-পালন করেন ইদ্রিছ আলী। বড় ছেলে বতুশাকে লেখাপড়া করানোর চেষ্টা করেন তিনি। কিন্তু অভাবের কারণে তাহয়নি। সংসারের হাল ধরতে বতুশা ওসমানী বিমানবন্দরে শুরু করেন যাত্রীদের লাগেজ গাড়িতে উঠানো ও নামানোর কাজ। কিছুদিন পর ওই পেশা বাদ দিয়ে শুরু করেন মাইক্রোবাস চালানো। বাবা-ছেলের এই টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো।তাই বতুশা খুঁজতে থাকেন দ্রুত টাকাওয়ালা হওয়ার ফন্দি।এলাকার লোকজন জানান, এক পর্যায়ে বতুশা শুরু করেন জাল দলিলসৃষ্টি করে জায়গা দখল ও ক্রয়-বিক্রয়। এ কাজে সফল হয়ে সরকারি জায়গা দখলে নামেন। সরকারি জায়গা দখল করে দোকানপাট ওকলোনি তৈরি করে দেন অবৈধ বিদ্যুৎ সংযোগ। ২০১৯ সালে তিনটি অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে ভ্রাম্যমান আদালত জরিমানা করেন ২ লক্ষ ১৬ হাজার টাকা। বতুশা দখলকৃত সম্পত্তি নিজের দাবি করে ২য় বিয়ে করেন নগরীর চৌকিদেখি এলাকার কথিত খান পরিবারে। এরপর থেকে নামের সাথে যুক্ত হয় খান।
পরবর্তীতে বতুশা লন্ডন, সৌদি আরবসহ ২/১ দেশ ভ্রমণ করেন। তবে কোন দেশের স্থায়ী নাগরিকত্ব নেই তার। তবুও প্রবাসী দেখিয়ে ও পুলিশের সঙ্গে সখ্যতা তৈরি করে এবং সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে নেন একটি দুনলা বন্দুকের লাইসেন্স। সেই বন্দুক ও অবৈধ অস্ত্র দিয়ে তার বাহিনী এলাকায় সৃষ্টি করে ত্রাসের রাজত্ব। বতুশার এবং তার নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন, মাদক, ছিনতাই, অস্ত্র, পাহাড় কাটা, অবৈধ রক্ত ব্যবসা, গাড়ি চুরিসহ ১২টি মামলা রয়েছে। সব মামলায় ওই বাহিনীর সদস্যরা র্যাব ও পুলিশের নিকট গ্রেফতার হয়েছে। এলাকাবাসিকে নির্যাতনের কারণে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জাকির চৌধুরী সিলেটের জেলা প্রশাসক বরাবরে বন্দুকের লাইসেন্স বাতিল ও জব্দের আবেদন করেন। তদন্তপূর্বক বন্দুক জব্দ ও লাইসেন্স বাতিল হয়। তাছাড়া বতুশার বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে ২০টি অভিযোগ, ৫টি জিডি ও একাধিক মামলা। মসজিদের টাকা আত্মসাতের কারণে তাকে মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়। এমনই তথ্য জানিয়েছেন বড়শলাগ্রামের ৭০ উর্ধ্ব একাধিক মুরুব্বি। বড়শলা জামে মসজিদের মোতওয়াল্লী ও সাবেক মেম্বার শফিক আহমদ জানান, তার বয়স ৭০ বছর। বতুশার বাবার বাড়ি সদর উপজেলার চেঙ্গের খাল নদীর তীরে। সেখান থেকে এসে ইদ্রিছ আলী বড়শলা গ্রামের রজাক মেম্বারের বাড়িতে গরু রাখালের কাজকরতেন। ইদ্রিছ আলীর বাবা খুবই অভাবী ছিলেন। মানুষের কাছেহাত পেতে কোনমতে জীবিকা নির্বাহ করতেন। পরে সেখানেই ইদ্রিছ আলীকে বিয়ে দেন। তিনি জানান, বতুশা এয়ারপোর্টে লোডারি ও মাইক্রোবাস চালাতেন। পরে জায়গা দখল ও জাল দলিলতৈরি করে অবৈধ উপায়ে টাকা পয়সার মালিক হয়েছেন। যাএলাকাবাসীসহ সবার জানা আছে। একই কথা বলেন বড়শলাগ্রামের প্রবীণ মুরব্বী কালা মিয়া। শফিক আহমদ ও কালা মিয়ার বক্তব্যের মতো একই বক্তব্য প্রদান করেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া। তিনি জানান, বতুশা তার বাহিনী দিয়ে জায়গা দখল, দালালি ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। তাছাড়া এলাকার লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বতুশা এখন একটা আতঙ্কই বলা চলে।
বড়শলা গ্রামের প্রবীণ মুরুব্বী মস্তফা মিয়া জানান, বতুশাবিয়ে করেছেন চৌকিদেখি খান বাড়ি। আর বর্তমানে অনেকনিম্ন শ্রেণীর মানুষ নামের পিছনে বড় বড় বংশের নাম ব্যবহারকরছে।বিশিষ্ট মুরুব্বি আলকাছ মিয়া জানান, বড়শালা গ্রামের অনেক ঐতিহ্য রয়েছে। কিন্ত বর্তমানে বিভিন্ন জায়গা থেকে এসে বাড়ি-ঘর বানিয়ে নিম্ন শ্রেণীর লোকেরা বড় বংশের পরিচয়দিচ্ছে। অথচ এদের বাপ-দাদা বা আত্মীয় স্বজন শ্রমিকের কাজ করেছে বড়শলার নামি-দামী ব্যক্তিদের বাড়িতে। এলাকাবাসীর সকল অভিযোগ মিথ্যা বলে ফয়জুল হক বতুশা জানান, তার নাম ফয়জুল হক খান। তার মূল বাড়ি বড়শলায়। বড়শলা মসজিদের কমিটি ও হিসাব নিকাশ নিয়ে দ্বন্দ্ব থাকায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।
সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত’ উল্লেখ করে বিএনপির
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ২৩১.৫ বস্তা চিনি সহ একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপি’র সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেন, আবহমান কাল থেকে
শ্রীহট্ট সংস্কৃত কলেজ সিলেটে আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় সার্বজনীন শারদীয় দুর্গা পুজার মহা সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজা, অঞ্জলি
অনলাইন ডেস্ক ‘রিসেট বাটন’ চাপার বিষয়টি অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নতুনভাবে শুরুর কথা বুঝিয়েছেন, ইতিহাস মুছে
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী
অনলাইন ডেস্ক আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত ছুটি
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শ্রমিকলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব-৯। বৃহস্পতিবার রাতে নগরীর