অনলাইন ডেস্ক
দক্ষ অভিনয়ের মাধ্যমে লাখ লাখ মানুষের মন জয় করেছেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রিতে যেমন বিপুল প্রশংসা কুড়িয়েছেন তেমনি মুখোমুখি হয়েছেন সমালোচনারও। বলিউডের সবচেয়ে শ্রদ্ধাভাজন এবং ভালোবাসার সুপারস্টার সালমান খানের ৫৫তম জন্মদিন আজ।
করোনাভাইরাসের কারণে ভাইজানের জন্মদিনে নেই কোনো হইচই। ফার্মহাউজে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে সাদামাটাভাবেই উদ্যাপন করলেন নায়ক।কিন্তু ভক্তরা তো আর থেমে নেই। বলিউড সুলতানের জন্মদিন বলে কথা! সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন তারা। ভাইজানের জন্য ভক্তদের পোস্ট করা শুভেচ্ছা, ছবি, খুদে বার্তায় ভেসে গেছে সোশ্যাল মিডিয়া।