editor
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
বাহরাইনে চলমান মানামা সংলাপের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আঞ্চলিক শান্তি, সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
শনিবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আলজায়ানির সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি আঞ্চলিক সম্প্রীতি বৃদ্ধিতে বাহরাইনের গঠনমূলক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ আয়োজনে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় তিনি ব্যবসায়ী, পেশাদার এবং দক্ষ ও আধা-দক্ষ কর্মী সহ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার অনুরোধ করেন, যাতে জনগণের সঙ্গে যোগাযোগ এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি পায়। তিনি বাহারাইনে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য পারিবারিক ভিসা প্রদানেরও অনুরোধ করেন। বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বাহরাইনের অর্থনীতিতে বাংলাদেশি সম্প্রদায়ের মূল্যবান অবদানের কথা স্বীকার করেন। তিনি আরও জানান, তার সরকার পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। উভয় পক্ষ দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তরের বিষয়ে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে আরেকটি বৈঠকে উপদেষ্টা হোসেন তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যেকোনো হুমকির বিরুদ্ধে কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করে। কাতার রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনে যোগ দিতে বাহারাইনে রয়েছেন।
6 ৮ নভেম্বর (শনিবার) সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম
1 সিলেটে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির আয়োজনে শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
3 নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন
5 জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ শিক্ষকদের এক মতবিনিময় সভা
6 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সেবা দেওয়াটা হচ্ছে মহৎ কাজ, সেবা দেওয়ার মানষিকতা সবার থাকে না, এটা
4 সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়াতে
3 সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা
1 ঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে।