editor
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
অনলাইন ডেস্ক:
২৪ ডিসেম্বর ছিল অনিল কাপুরের ৬৪তম জন্মদিন। তখন বলিউডের এই চিরসবুজ অভিনেতা ছিলেন ‘যুগ যুগ জিয়ো’ সিনেমার শুটিংয়ে, ভারতের চণ্ডীগড়ে। আর মেয়ে সোনম কাপুর ইংল্যান্ডের লন্ডনে। ‘নিরজা’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘প্যাডম্যান’, ‘রঞ্জনা’, ‘সঞ্জু’খ্যাত ৩৫ বছর বয়সী এই তারকা আছেন তাঁর ব্যবসায়ী জীবনসঙ্গী আনন্দ আহুজার সঙ্গে। কেননা, তাঁর ব্যবসা লন্ডনকেন্দ্রিক। তবে বাবা–মেয়ের দূরত্ব মিলিয়ে গেছে ইনস্টাগ্রামে। বাবার জন্মদিনে সেখানেই শুভেচ্ছা জানালেন জাতীয় পুরস্কারজয়ী এই বলিউড অভিনেত্রী।
সোনম জানিয়েছেন, লন্ডনে বড়দিনে তিনি যে মানুষটাকে সবচেয়ে বেশি মিস করছেন, তিনি তাঁর বাবা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন, ড্যাডি। তুমি আমার জানামতে এই বিশ্বের সবচেয়ে উদার আর ইতিবাচক মানুষ। আমার কী সৌভাগ্য, আমার শরীরে বইছে তোমার রক্তের স্রোত, আমার মেরুদণ্ড তোমার ন্যায়, নীতি আর আদর্শে তৈরি। এখানে বসে তোমার কথা খুব মনে পড়ছে। কবে যে তোমাকে আবার দেখব। নতুন বছর আসছে। আমার আর তর সইছে না।’
এই পোস্টের সঙ্গে সোনম বাবার সঙ্গে তোলা একটি ছবিও জুড়ে দিয়েছেন। বলিউড থেকে দূরে লন্ডনে বসে নেই সোনম। সেখানে একের পর এক চলছে ফটোশুট। সম্প্রতি প্রচ্ছদকন্যাও হয়েছেন তিনি। সোনম জানিয়েছেন, তিনি যখন নতুন পোশাক পরেন, মেকআপ করেন, নিজেকে নতুন নতুন লুকে দেখেন, সেটিই তাঁর দিনের সবচেয়ে ভালো সময়। সাজতে জুড়ি নেই তাঁর। আর ছবি তুলতে কখনো ক্লান্তি বোধ করেন না তিনি। বরং ক্যামেরার ফ্ল্যাশে তাঁর সব ক্লান্তি দূর হয়ে যায়। কেবল ছবি তুলেই এক জীবন পার করে দিতে পারবেন। ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে এমনটাই লিখেছেন সোনম।যুগ যুগ জিয়ো’ ছবিতে আরও অভিনয় করছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি ও অনিল কাপুরের স্ত্রী, সোনমের মা সুনিতা কাপুর। সোনম কাপুরকে দেখা গেছে নেটফ্লিক্সের ছবি ‘একে ভার্সেস একে’–তে।
S/H-(Rabbi-4)
সুনামগঞ্জ প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা পরিষদের সিএ শফিকুর রহমানের বিরুদ্ধে এক নীরিহ পরিবারের সাথে প্রতারণা করে প্রায় ২৫ লক্ষ টাকার আর্থিক
হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি।ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতিধর্ম নির্বিশেষে গোটা মানবজাতির জন্য প্রয়োগ
দক্ষিণ সুরমার নাজির বাজারে এক নৈশ প্রহরীকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যাক্তি বিশ্বনাথ থানার মজনপুর গ্রামের মুহিব উল্লার
অনলাইন ডেস্ক:: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে না রাখায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মঈন আলি। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি
অনলাইন ডেস্ক:: ১৯৯৯ সালে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি
ওভালে সিরিজের তৃতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ঝড় তুলছিলেন স্বাগতিক ইংল্যান্ডের ওলি পোপ ও বেন ডাকেটরা। তবে এরপর সেই বোলারদের কাছে
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলছে। আজ (রোববার) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে
ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ভবন ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। ভবন ধসের