editor
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
বগুড়ার ধুনট উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলমের বিরুদ্ধে চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।
শনিবার সকালের দিকে ওই বিদ্যালয় চত্বর থেকে দুইটি ইউক্যালিপটাস, একটি নিম ও একটি আম গাছ কাটা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে গাছের কাটা অংশ জব্দ করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ফেরদৌদী বেগম।
জানা গেছে, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দীর্ঘদিন আগে বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়। সেখান থেকে শনিবার সকালে গাছগুলো কাটা হয়। এ সময় স্থানীয় লোকজন বাধা দেওয়ায় কাটা গাছের অংশগুলো বিদ্যালয় চত্বর থেকে অপসারণ করতে পারেনি সভাপতি। ফলে বিদ্যালয় চত্বরেই পাড়ে আছে গাছের কাটা অংশ।
এ বিষয় চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা আকতার বলেন, বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য সভাপতির পরামর্শে মরা গাছগুলো কাটা হয়েছে। এ বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও শহীদ মিনার নির্মাণের স্থানে গাছগুলো ছিল। ওই গাছগুলো না কাটলে উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে না। তাই বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্যই গাছগুলো কাটা হয়েছে। এ বিষয়ে সরকারিভাবে কোনো অনুমতি নেওয়া হয়নি।
ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ফেরদৌসী বেগম বলেন, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি। তবে শহীদ মিনার নির্মাণ কাজের জন্য গাছগুলো কেটেছেন। সংবাদ পেয়ে গাছের কাটা অংশ জব্দ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে গাছের কাটা অংশ নিলাম ডাকের মাধ্যমে বিক্রয় করা হবে।
সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’। শনিবার (২১ জুন) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ
সম্প্রতি সিলেটের জেলা প্রশাসন কর্তৃক এ অঞ্চলের হাজারো মানুষের কর্মসংস্থান স্টোন ক্রাশার সমূহ উচ্ছেদ তৎপরতা এবং এসব পাথর শিল্পের বিদ্যুৎ
সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, গণমাধ্যম কখনোই সংবিধানের বাইরে নয়; বরং এটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ,
সিলেটের সময় :: সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, গণমাধ্যম কখনোই সংবিধানের বাইরে নয়; বরং এটি রাষ্ট্রের
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৫ আগস্ট পরবর্তী আমরা একটি নতুন দেশ পেয়েছি। কিন্তু গত
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ১৫ বছরে প্রশাসনের সকল শাখায়
পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার (২০ জুন) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ পূর্ব পাগলাস্থ পঞ্চগ্রাম উচ্চ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিণী, দক্ষিণ সুরমার সিলামের রত্নগর্ভা সন্তান, প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে