editor
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ‘সিরিয়াল ধর্ষণে’র অভিযোগে গ্রেপ্তার সৈয়দ মনির হোসাইন ওরফে মশিউর নামে এক ব্যক্তির বিরুদ্ধে কমপক্ষে ৭ নারীকে অনলাইনে প্রতারণার ফাঁদে ফেলে ধর্ষণের প্রমাণ পেয়েছে র্যাব।
র্যাব সূত্র জানায়, ধর্ষণের আগে এসব নারীর সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয় দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেন ৩৪ বছর বয়সী মনির। আর সে ঘনিষ্ঠতার সূত্র ধরে নানাভাবে প্রতারণার মাধ্যমে ছবি, ভিডিও সংগ্রহ করতেন। পরে সে সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ধর্ষণ করতেন মনির। র্যাব জানায়, এতেও শেষ হতো না মনিরের যৌন নিপীড়ন-অধ্যায়। ধর্ষণের সময় সে চিত্র গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে নারীদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করতেন মনির। নানা হুমকি আর হয়রানির মুখে ওই নারীরা মনিরকে বিভিন্ন অংকের টাকা দিতে বাধ্য হতেন।
এভাবেই এক নারীকে ধর্ষণের ফাঁদে ফেলার চেষ্টা করেন মনির। অন্যান্য বারের মতো এবারও বড় অফিসার পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে ইমোতে সম্পর্ক গড়ে তুলেন পেশায় স্যানিটারি মেকানিক মনির। এক পর্যায়ে চেষ্টা করেন সে নারীকেও ধর্ষণে বাধ্য করতে। মনিরের মাধ্যমে প্রতারণার শিকার ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে বিশেষ অভিযানে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-৪) এর একটি দল। রাত ৩টার দিকে মিরপুর দারুস সালাম এলাকায় বাংলা কলেজের সামনে থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৮ মাস ধরে ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের ফুসলিয়ে আপত্তিকর ছবি সংগ্রহ করতেন মনির। প্রাথমিক জিজ্ঞাসাবাদের মনির স্বীকার করেন, দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেন তিনি। এক পর্যায়ে তাদের একান্ত ও আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। পরে আপত্তিকর ছবি ডিলিট করার জন্য টাকা দাবি করার কথাও স্বীকার করেন মনির। পেশায় স্যানিটারি মেকানিক হলেও নারীদের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে নিজেকে বড় অফিসার হিসেবে পরিচয় দিতেন মনির।
র্যাব-৪ এর অধিনায়ক মো. মোজাম্মেল হক সময় সংবাদকে বলেন, ‘ইমো, হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্ক করে নিজেকে বড় অফিসার হিসেবে পরিচয় দিতো মনির। তারপর কিছু ছবি আদান-প্রদান করতেন। এভাবে সম্পর্ক তৈরি করে এক পর্যায়ে সরাসরি দেখা করতেন।’
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘ঘনিষ্ঠতা তৈরি হওয়ার পর ব্লাকমেইল করতেন মনির। ছবি ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার কথা বলে রেপ করতেন। রেপ করার সময় গোপনে ভিডিও করতো। এভাবেই ব্ল্যাকমেইল করতো। তখন হুমকি দিতো এবার যে ছবি তুলেছি; যদি টাকা পয়সা না দাও, তবে তোমার এ ছবি ভাইরাল করে দেয়া হবে।’
গ্রেপ্তারের পর রাতেই মনিরকে ঢাকা মহানগর পুলিশের তুরাগ থানায় হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় এক ভুক্তভোগী মনিরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলাটি তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে বলে জানায় র্যাব।
মনিরের বিরুদ্ধে বাকি অভিযোগগুলোও তদন্ত করার কথা জানিয়েছে র্যাব।
মো. সামছুল ইসলাম,(জুড়ী): মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর আইডিয়াল মাদরাসায় পল্লী বিদ্যুৎতের বড়লেখা জোনালে প্রথম নেট মিটার স্থাপন করা
লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার স্বজনগ্রাম গুপ্তহাটি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, রাঢ়িশাল দাসপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ বুল্লা মহামায়া যুব সংঘ সর্বজনীন পূজা
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আনন্দঘন পরিবেশে থাকতেই শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করে। শাসন, নিয়ন্ত্রণ,
অনলাইন ডেস্ক বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক
সিলেট চেম্বার ও মোহামেডান স্পোটিং ক্লাবসহ বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে ফালাহ উদ্দিন আলী আহমদ ও তার ভাতিজা ফখর উস সালেহিন
বিভিন্ন সংবাদপত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট এর কমিটি পুনর্গঠনের সংবাদ দেখে বিস্মিত হয়েছেন কমিটির একাধিক কর্মকর্তা। শনিবার এক বিবৃতিতে তারা
দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের শিববাড়ি মহামায়া পূজা মণ্ডপ পরিদর্শন করছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শনিবার (১২