editor
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
অনলাইন ডেস্ক :: online-desk
ক্লাব বদল নিয়ে আলোচনায় ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পুরোনো ক্লাব বার্সেলোনাতে ঠাঁই পাওয়া মেসিকে শিগগিরই দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর স্বাভাবিকভাবেই সেই দলে জায়গা পেয়েছেন দেশটির সবচেয়ে বড় তারকা ফুটবলার মেসি। বরাবরের মতোই দলটির অধিনায়কের ভূমিকাতেও দেখা যাবে তাকে।
ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের খবরে বলা হয়, গতকাল শুক্রবার ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষের ম্যাচ দুটি সামনে রেখে দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলো হওয়ার কথা ছিল মার্চ মাসে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে ম্যাচগুলো স্থগিত করা হয়।
বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে নভেম্বরের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে স্কালোনির দল। বুয়েন্স আয়ার্সে ৮ অক্টোবর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর স্বাগতিক বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা দলে বার্সা তারকা মেসি থাকলেও ঠাঁই হয়নি ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও অ্যাগুয়েরোর। ৩০ সদস্যের এ দলে জায়গা পাননি আক্রমণভাগের আরেক খেলোয়াড় অ্যানগেল ডি মারিয়াও। আক্রমণভাগে অধিনায়ক মেসির পাশাপাশি রয়েছেন জুভেন্টাস তারকা পাওলো দিবালা ও ইন্টার মিলানের ফরোয়ার্ড লরাতো মার্তিনেস। দলে দুই নতুন দুই মুখ লেফট ব্যাক ফাকুন্দো মেদিনা ও সেন্টার ব্যাক নেহুয়েন পেরেস।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেজে), আগুস্তিন মার্চেসিন (পোর্তো)
ডিফেন্ডার : হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার), রেনসো সারাভিয়া (ইন্তারনাসিওনাল), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেস (অ্যাটলেটিকো মাদ্রিদ), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ফাকুন্দো মেদিনা (লেস)
মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেজে), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনা)
ফরোয়ার্ড : লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস ওকামপোস (সেভিয়া), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), আলেক্সিস মাক আয়িস্তের (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন), আলেহান্দ্রো গেমেস (আতালান্তা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), ভিওভানি সিমেওনে (কাইয়ারি) ও ক্রিস্তিয়ান পাভোন (লা গ্যালাক্সি)।
সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত’ উল্লেখ করে বিএনপির
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ২৩১.৫ বস্তা চিনি সহ একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপি’র সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেন, আবহমান কাল থেকে
শ্রীহট্ট সংস্কৃত কলেজ সিলেটে আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় সার্বজনীন শারদীয় দুর্গা পুজার মহা সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজা, অঞ্জলি
অনলাইন ডেস্ক ‘রিসেট বাটন’ চাপার বিষয়টি অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নতুনভাবে শুরুর কথা বুঝিয়েছেন, ইতিহাস মুছে
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী
অনলাইন ডেস্ক আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত ছুটি
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শ্রমিকলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব-৯। বৃহস্পতিবার রাতে নগরীর