editor
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
অনলাইন ডেস্ক
টানা মাঠে খেলার অবসাদ থেকে মুক্তি দিতে এদিন অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। মেসিকে ছাড়া বার্সাই যেন চলতি মৌসুমে গড়পড়তা বার্সার চেয়ে বেশি ক্ষুরধার! অন্তত ডায়নামো কিয়েভের বিপক্ষে ফলাফলটা তাই বলছে।
চ্যাম্পিয়ন্স লিগে ৪-০ গোলে জয়ে শেষ ষোল নিশ্চিত করার পর কোচ কোম্যানও বললেন, টানা খেলায় থাকাদের সরানোর ফলই পেয়েছে বার্সা! ২-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সার গ্রুপ সঙ্গী জুভেন্তাস, নিশ্চিত করেছে শেষ ষোল।
এদিকে পিএসজি নিজেদের বাঁচামরার লড়াইয়ে লিপজিগকে ১-০ ব্যবধানে হারিয়ে লড়াইয়ে টিকে আছে। একই রাতে বরুসিয়া ডর্টমুন্ড, ল্যাজিও, চেলসি ও ম্যানইউও জয় পেয়েছে।
মেসিহীন বার্সা প্রথমার্ধে বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি। ৫৩ মিনিটে সার্জিনিও ডেস্টের অভিষেক গোলেই যেন বাঁধ ভাঙলো দলের। এরপর মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোল আর অ্যান্টোয়ান গ্রিজমানের লক্ষ্যভেদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। নিশ্চিত করে শেষ ষোলয় খেলাও।
কোচ কোম্যানের প্রতিক্রিয়া, ‘কিছু ম্যাচে ফলাফলটা অন্য সব ম্যাচের চেয়ে ভালো হয়। তবে আজ খেলোয়াড়দের সতেজ থাকাটা পার্থক্য গড়ে দিয়েছে। খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে সতেজ খেলোয়াড়দের খেলিয়ে ভালো কাজই করেছি মনে হচ্ছে। পারফর্ম্যান্সে মরিয়া ভাবটা ফুটে উঠেছে আমাদের। প্রতিপক্ষকে চাপে রাখতে পেরেছি আমরা।’
চোটের কারণে বার্সার হয়ে এদিন মাঠে ছিলেন না জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস ও সার্জি রবার্তোদের মতো অভিজ্ঞরা।
তাদের পরিবর্তে মাঠে আসা তরুণরাও অবশ্য এদিন দিয়েছেন নিজের সেরাটাই। তবে কোচের প্রশংসার সিংহভাগ কুড়িয়েছেন পিকের বদলে অভিষিক্ত অস্কার মিনগেসা, ‘সে তরুণ এক খেলোয়াড়। আমাদের সঙ্গে অনেক বছর থাকার কারণে সে আমাদের ধরণটা বুঝে। তার উন্নতি প্রয়োজন অবশ্যই, তবে শুরুটা ভালো করেছে, এটা আমাদের জন্যে গুরুত্বপূর্ণ।’
জি গ্রুপে বার্সার সঙ্গী জুভেন্তাসও শেষ ষোল নিশ্চিত করেছে ফেরেঙ্কভারোসকে হারিয়ে। এদিন গোল করে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সংখ্যাকে ১৩১-এ উন্নীত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এদিকে নেইমারের একমাত্র গোলে লিপজিগকে হারিয়ে শেষ ষোলর আশা টিকিয়ে রেখেছে পিএসজি। ‘এইচ’ গ্রুপে তাদের সঙ্গী ম্যানইউও ফের্নান্দেজের জোড়া গোলে ইস্তানবুলকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। ‘এফ’ গ্রুপে বরুসিয়া ডর্টমুন্ড আর্লিং হালান্ডের জোড়া গোলে ৩-০ ব্যবধানে হারিয়েছে ক্লাব ব্র“জকে। গ্রুপের অন্য দল ল্যাজিও ৩-১ ব্যবধানে হারিয়েছে জেনিথকে। ‘ই’ গ্রুপে সেভিয়া ও চেলসিও জয় তুলে নিয়েছে একই রাতে।
1 সিলেটে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫। পরীক্ষায় সিলেট জেলা শাখার বিভিন্ন স্কুল থেকে ৮০৪
8 সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
5 জাস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “অন্বেষণ মেধাবৃত্তি ২০২৫” পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ৩১শে অক্টোবর অনুষ্ঠিত এ
4 সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলি ইউনিয়নের আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মতিনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
4 বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এম
3 সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৫ নগরীর আম্বখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি
2 জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলার ৯নং দাউদপুর ইউনিয়ন শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪
6 সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর ইদ্রিছ মার্কেটস্থ বাংলাদেশ ওভারবীজ সার্ভিসেস