editor

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় দুই পক্ষই

রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় দুই পক্ষই

অনলাইন ডেস্ক:

দেশের বিশিষ্ট ৪২ জন নাগরিকের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি। বিষয়টি নিয়ে কমিশনের কোনো বৈঠকও হয়নি। কয়েকজন কমিশনার বিষয়টি নিয়ে যে মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মতামত। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গত রবিবার সাংবাদিকদের বলেছেন, ‘এটি রাষ্ট্রপতি দেখছেন, এ বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না।’ অন্যদিকে অভিযোগকারী দেশের বিশিষ্ট নাগরিকরাও তাঁদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। তাঁদেরও প্রত্যাশা রাষ্ট্রপতি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের’ মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দেশের ৪২ জন নাগরিক। এ বিষয়ে গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন তাঁরা। পরে গত ১৯ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয় অভিযোগের বিষয়টি সরকারপ্রধানকে জানানো হবে। একই সঙ্গে বিষয়টি নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন কমিশনারদের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে অথবা নৈতিক কারণে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান তাঁরা। তবে এ আহ্বানে নির্বাচন কমিশনারদের সাড়া মেলেনি।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ৪২ বিশিষ্ট নাগরিকের ওই অভিযোগ ও আবেদনকে বিএনপির অপচেষ্টা হিসেবেই দেখছেন। তিনি গতকাল বলেন, ‘নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে মূলত বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের এই চেষ্টা হালে পানি পাবে না।’

নির্বাচন কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তা সার্বিক এই বিষয় সম্পর্কে বলেন, সাড়ে তিন বছরে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেকের অনেক অভিযোগ আমলে নেওয়া হয়নি। নির্বাচনসংক্রান্ত অনেক অভিযোগ আমলযোগ্য মনে হয়নি এ কমিশনের কাছে। নির্বাচন কমিশনের একজন সদস্যের অভিযোগও অগ্রাহ্য হয়েছে। এ অবস্থায় বিশিষ্ট নাগরিকদের এসব অভিযোগ কমিশনের কাছে আমলযোগ্য নাও হতে পারে।

গতকাল নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ইসির বিরুদ্ধে ৪২ জন নাগরিকের রাষ্ট্রপতির কাছে আবেদনের বিষয়ে আমার কিছু বলার নেই। প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন, আমারও সেই একই কথা। যেহেতু রাষ্ট্রপতির কাছে তাঁরা আবেদন করেছেন, সেহেতু আমাদের আর কিছু বলার থাকতে পারে না।’

এই নির্বাচন কমিশনার আরো জানান, বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি এবং কমিশন সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে—এমন কোনো আলোচনার কথাও তিনি জানেন না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘ওই সব অভিযোগ-আবেদনের বিষয়ে আমি যা বলেছি তা আমার ব্যক্তিগত মতামত। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন কি না আমার জানা নেই।’

গত রবিবার এ নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছিলেন, ‘সবচেয়ে যে বিষয়টি পীড়াদায়ক সেটি হচ্ছে, একদিকে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করলেন, আবার অন্যদিকে আমাদেরও অভিযুক্ত করে ফেললেন। শুধু সেটা নয়, আমাদের কী করণীয় বা দণ্ড একঅর্থে সেটা দিয়ে দিলেন। এটা কতটা বিবেচনাপ্রসূত ও শিষ্টাচারবর্জিত কি না, সেটা আপনাদের ওপরই বিবেচনার ভার দিলাম। এসব অভিযোগ হয়তো বা কোনো উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের কোনোটির ভিত্তি আছে বলে আমি মনে করি না। এমন একটি বিষয় উপস্থাপন করা সুধীজনদের জন্য বিবেচনাপ্রসূত নয়।’

এ ছাড়া ইসির বিরুদ্ধে যে নির্বাচন কমিশনারের অভিযোগ বিশিষ্ট নাগরিকদের অভিযোগের তালিকায় স্থান পেয়েছে, সেই মাহবুব তালুকদার বলেন, ‘গত কয়েক দিন বিষয়টি নিয়ে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি নিজেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

অন্যদিকে রাষ্ট্রপতির কাছে আবেদনকারী নাগরিকদের মধ্যে ড. শাহদীন মালিক গতকাল কালের কণ্ঠ’র এক প্রশ্নের জবাবে বলেন, ‘সরকারপ্রধানকে আমরা এখনো বিষয়টি জানানোর উদ্যোগ নিইনি। পরবর্তী পদক্ষেপ নিয়েও আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আশা করছি, রাষ্ট্রপতি বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ সংবাদ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাতেই দেশের জনগণের সব সমস্যার সমাধান রয়েছে : কয়েস লোদী

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাতেই দেশের জনগণের সব সমস্যার সমাধান রয়েছে : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম কয়েস লোদী বলেছেন, দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন

সিলেট ওসমানী বিমানবন্দরে শুভানুধ্যায়ীদের ভালোবাসায় শিক্ত হলেন ব্যারিস্টার জুনেদ

সিলেট ওসমানী বিমানবন্দরে শুভানুধ্যায়ীদের ভালোবাসায় শিক্ত হলেন ব্যারিস্টার জুনেদ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুভানুধ্যায়ীদেরভা লোবাসায় শিক্ত হলেন এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” হবিগঞ্জ জেলা কমিটি

জুলাই-আগস্টে শহীদ ও আহতদের স্মরণে বালাগঞ্জে ছাত্রদলের দোয়া মাহফিল

জুলাই-আগস্টে শহীদ ও আহতদের স্মরণে বালাগঞ্জে ছাত্রদলের দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এর রুহের মাগফেরাত কামনায়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সু-স্বাস্থ্য

ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফলের লক্ষে সিলেটে জাগপা’র গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা

ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফলের লক্ষে সিলেটে জাগপা’র গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা

পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঘোষিত আগামী ৬ আগস্ট ঢাকায়

সিলেটে ‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

সিলেটে ‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

সিলেট শহরের শাহজালাল উপশহরে যাত্রা শুরু করেছে ‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’। শনিবার (১৯ জুলাই) বিকেলে নগরীর উপশহর রোজভিউ কমপ্লেক্স মার্কেটের

শিক্ষা ছাড়া কোন জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না : আব্দুর রহিম

শিক্ষা ছাড়া কোন জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না : আব্দুর রহিম

হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম বলেছেন, শিক্ষা একটি জাতির প্রাণ। শিক্ষা ছাড়া কোন জাতি তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে

নজরুল ইসলাম মুনীম ও সৈয়দ জাহিদ উদ্দিনকে কালীঘাট কাচাঁমাল আড়তদার সমিতির সংবর্ধনা

নজরুল ইসলাম মুনীম ও সৈয়দ জাহিদ উদ্দিনকে কালীঘাট কাচাঁমাল আড়তদার সমিতির সংবর্ধনা

কালীঘাট কাচাঁমাল আড়তদার সমিতি সিলেটের উদ্যোগে সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ নজরুল ইসলাম মুনীম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ