editor

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

রুস্তমপুরের খারইল খালে বাঁধে ক্ষতিগ্রস্থ কৃষি জমি

রুস্তমপুরের খারইল খালে বাঁধে ক্ষতিগ্রস্থ কৃষি জমি

আজিজুর রহমান
গোয়াইনঘাটে রুস্তমপুরে খারইল খালের মুখে বাঁধ দেওয়ায় খারইল বিলের পানি নিস্কাশনের রাস্তা না থাকায় প্রায় ৩০০একর কৃষি জমিতে ফসল ফলাতে পারছে না এমন অভিযোগ এনেছে টেংনাগুল, খলামাধব, যৎনাথ, হাইডর, কালাইউরা, জামকান্দি, বীরমঙ্গল হাওর মাটিকাপা,খাইরাই মৌজা সহ কয়েকটি ৮/১০ গ্রামের প্রায় ১৪/১৫হাজার কৃষি নির্ভরশীল পরিবার।
রুস্তমপুর ইউনিয়নের টেংনাগুল গ্রামের বীর মুক্তিযোদ্বা আব্দুল জলিল বলেন খারইল বিলের পানি খারইল খাল দিয়ে পিয়াইন নদীতে যায় খালের মুখে বিলের লীজ গ্রহীতারা বাঁধ দেওয়ার কারনে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায় বিলের পানি যাওয়ার পথ না থাকায় প্রায়৩০০একর কৃষি জমি পানিতে তলিয়ে রয়েছে বলে অভিযোগ করেন। কৃষি জমিতে পানি জমে থাকার কারনে আমন ফসল ধ্বংস সহ বাউস ফসলের ফলন করতে পারছে না। বীরমুক্তিযোদ্বা আব্দুল জলিল বলেন খারইল খালের বাঁধ কেটে বিলের পানি নিষ্কাশন না করলে কৃষকদের প্রায় ২,০০০০০০০/(দুই কোটি) টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রইয়াছে। এই সমস্যা সমাধানের স্বার্থে এলাকা ভোক্তভোগী কৃষকদের পক্ষে ইজারা প্রাপ্য নয়াপাড়া, বীরমঙ্গল হাওর, মৎস্যজীবী সমাবায় সমিত লি:সদস্যদেরক বিবাদী করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করছেন বলেও উল্লেখ করেন।তিনি আরও জানান
বিগত ১৬/০৮/২০২০ইংরেজি তারিখ নিম্ন বর্নিত নামের লোকদের কে বিবাদী করে ১/রাম কুমার বিশ্বাস পিতা -মৃত দশরত নম ২/প্রফুল্ল বিশ্বাস পিতা মৃত সুরেশ বিশ্বাস ৩/খোকন বিশ্বাস পিতা-মৃত সুরেশ বিশ্বাস ৪/গোপাল নম৫/রাখাল নম সর্ব পিতা মৃত গোবিন্দ নম ৬/ লাল মনি নম ৭/কুন্জলাল নম ৮/ রাজ কুমার নম সর্ব পিতা-মৃত-জিতেন্দ্র নম ৯/ রবীন্দ্র নম পিতা মৃত জগিন্দ্র নম ১০/ অনিল নম পিতা মৃত কুলরাম নম গং সর্ব সাং নয়াপাড়া বীরমঙ্গল হাওর,থানা গোয়াইনঘাট,জেলা সিলেট কে বিবাদী করে ডি আই জি সিলেট বরাবর অভিযোগ করেন বলে জানান। দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে কৃষকদের এই সমস্যা সমাধান করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
টেংনাগুল গ্রামের পূর্ব পারার জসীম উদ্দিন জানান আমারা অসহায় ও গরিব কৃষক চাষাঁবাদ যোগ্য জমিই আছে খারইল বিলের পারে খালের মুখে বাধ থাকার কারনে পানির নিচে তলিয়ে আছে জমি।তাই আমরা অসহায় কৃষকদের কে বাচাঁনোর জন্য লীজ গ্রহীতার কবল থেকে বাঁধ কেটে পানি নিস্কাষনের ব্যবস্থা করতে প্রশাসন সহ স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের প্রতি দাবী জানাচ্ছি।
সিলেট এমসি কলেজের এক শিক্ষার্থী মো:তাজুল ইসলাম জানান আমি টেংনাগুল এলাকার বাসিন্দা খারইল খালের মুখে বাধ দেওয়ার কারনে বিলের পানি বৃদ্ধিপেয়ে যাতায়াতের রাস্থা সহ ভেংঙ্গে গেছে।যোগাযোগে ও চরম ভোগান্তি হচ্ছে এই এলাকার সর্বশ্রেনীর মানুষের।এলাকার মানুষ কৃষি নির্ভরশীল হলেও খারইল খালের মুখে বাধ থাকার কারনে প্রায় ৩০০একর জমিতে চাষাঁবাদ হইতে বিচ্ছিন্ন ১০/১৫হাজার কৃষক পরিবার।তিনি আরও জানান কৃষকদের এই সমস্যা সমাধানের স্বার্থে এলাকাবাসীর পক্ষে বীরমুক্তিযোদ্বা আব্দুল জলিল প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।আমিও এলাকার কৃষক পরিবারের পক্ষে প্রশাসন হস্তক্ষেপ কামনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আহবান জানাচ্ছি।
গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সদস্য রুস্তুমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ৭নং ওয়ার্ড ইউ/পি সদস্য কামাল হোসেন জানান খারইল খালের মুখে বাধ দেওয়ায় বিলের পারে কয়েকশত বিঘা কৃষি জমি পানিতে তলিয়ে রয়েছে ফলে ফসল ফলাতে পারছে না আমার ওয়ার্ড সহ পার্শ্ববর্তী ওয়ার্ডের অনেক কৃষক। এ ব্যপারে আমার কাছে মুক্তিযোদ্ধা আব্দুল জলিলসহ অনেকেই এসেছিল আমি প্রশাসনের কাছে যাওয়ার জন্য বলছি।তিনি আরও বলেন এক দিকে করোনা ভাইরাস কোভিড১৯ মহামারীতে কর্মহীন হয়ে পরেছে মানুষ আবার ও ৪র্থ বার বন্যার কবলিত হওয়ায় আমন ফসলেরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে বাউসি ফসলের সময় খালের মুখে বাধ থাকার কারনে খারইল বিলের পারের শতশত বিঘা জমির পানি শূকাচ্ছেনা কৃষকরা ফসলও ফলাতে পারছে না।খারইল খালে বাধ থাকায় বিলের পানি ভেরে গিয়ে সরকারি রাস্তার বিভিন্ন স্থান ভেংঙ্গে গিয়ে যোগাযোগে চরম ভোগান্তিতে কয়েক হাজার মানুষ।খালের বাধ কেটে পানি নিস্কাষনের ব্যবস্থা করে কৃষকদের জীবন বাচাঁতে ও রাস্তা সচল রাখতে সিলেট ৪ আসনের সংসদ সদস্য বর্তমান সরকারের প্রবাসী কল্ল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সু-দৃষ্টি কামনা ও স্থানীয় প্রশাসন এবং নেএীবৃন্দের নিকট আহবান জানান।
রুস্তুমপুর ইউনিয়নের ৯নংওয়ার্ড ইউ/পি সদস্য আব্দুল হাকিম জানান খারইল বিল সরকারি জলমহাল খালের মুখে বাধের কারনে শতশত বিঘা কৃষি জমি পানিতে তলিয়ে রয়েছে।এই বাধে শুধু কৃষি জমির সমস্যা তা নয় বিলের পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় রাস্তা ঘাট ভেংঙ্গে গিয়ে যোগাযোগের ও চরম ভোগান্তিতে ফেলেছে।আমিও এক মত পোষণ করে বলছি।
রুস্তম পুর ইউ/পি ৮ নং ওয়ার্ড সদস্য মুখলিছুর রহমান বলেন খারইল খালের মুখে বাঁধ থাকায় বিলের পানির কারনে নয়াপাড়া,টেংনাগুল,যৎনাথ,বীরমঙ্গল হাওর সহ ৮/১০টি মৌজার কৃষকরা কৃষি জমিতে চাষাবাদ করতে পারছে না। তিনি আরও বলেন খারইল খালের মুখে বাধের কারনে কৃষি জমিতে আমন/বাউস ফসল করতে পারছে না শুধু তাই নয় রাস্তা ঘাট ভেংঙ্গে যোগাযোগে চরম ভোগান্তিতে আছে হাজার হাজার মানুষ।খারইল খালের বাঁধ কেটে বিলের পানি নিষ্কাসনের ব্যবস্থা করে কৃষকদের কৃষি জমিতে চাষাবাদ উপযোগী করে দিতে ও রাস্তা ঘাট ভংঙ্গা রোধ করতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না : এড. এমরান আহমেদ চৌধুরী

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না : এড. এমরান আহমেদ চৌধুরী

ষড়যন্ত্রকারীদের দ্বারা বিএনপির প্রাণের স্পন্দন, শহিদ জিয়াকে অবমাননা করা কোনভাবেই বিএনপি ছেড়ে দেবেনা। সবাইকে এখন থেকে সচেতন থাকতে হবে। সোশ্যাল

নবগঠিত মদন মোহন কলেজ ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

নবগঠিত মদন মোহন কলেজ ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

নবগঠিত মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা সোমবার অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে রিকাবীবাজার পয়েন্ট হয়ে

হোটেল কর্মচারী রুমনের হত্যাকারীদের দৃষ্টামূলক শাস্তি দিতে হবে

হোটেল কর্মচারী রুমনের হত্যাকারীদের দৃষ্টামূলক শাস্তি দিতে হবে

সিলেটের কাজিরবাজার এলাকায় ঘরোয়া হোটেলের কর্মচারী রুমন মিয়াকে হত্যার প্রতিবাদে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ১৯৩৩ এর

সারাদেশে মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির

তরুণ উদ্যোক্তা মুকিতকে বিএমজেএ’র সংবর্ধনা প্রদান

তরুণ উদ্যোক্তা মুকিতকে বিএমজেএ’র সংবর্ধনা প্রদান

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রিন্স সালাম মুকিতকে সংবর্ধনা প্রদান। সোমবার

তিনি বিএনপির জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন

তিনি বিএনপির জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মরহুম আশরাফ উদ্দিন জুয়েলের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া

বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, মব ভায়োলেন্সে বিশ্বাস করে না : ডা. জাহিদ

বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, মব ভায়োলেন্সে বিশ্বাস করে না : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের ভেতরে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে,

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি গঠন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি গঠন

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” মৌলভীবাজার জেলা কমিটি