editor

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

শরতে মেঘের ভেলা

শরতে মেঘের ভেলা

কাচের মতো স্বচ্ছ নীল আকাশে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলার ছোটাছুটি, নদীর ধারে কিংবা গ্রামের কোনো প্রান্তে মৃদু সমীরণে দোল খাওয়া শুভ্র কাশফুলের স্নিগ্ধতা, দোলনচাঁপা, বেলি, শিউলি, শাপলা ফুলের অবারিত সৌন্দর্য নিয়ে আসে শরৎ। গ্রীষ্মের কাঠফাটা রোদ আর বর্ষার অঝোর ধারায় শ্রাবণ ঢলের পর শরতের এ মেঘ, এই বৃষ্টি আবার এই রোদের রৌদ্রছায়া খেলায় মুগ্ধ হয়ে আমাদের মন রবিঠাকুরের সুরে সুর মিলিয়ে গেয়ে উঠতে চায়-

‘নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই-
লুকোচুরি খেলা।’

শরতের স্নিগ্ধ জ্যোৎস্নার রাত্রি ভালোলাগায় হƒদয়কে ছুঁয়ে দেয় না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। হোক না করোনাকাল। শরতের স্নিগ্ধ রূপ যে কাউকে মুগ্ধ করবে। শরৎকালেই সকাল বেলা কুয়াশা পড়া শুরু হয়। সেসঙ্গে কুয়াশার ওপরে যখন সকালের সোনালি রবির আলো এসে পড়ে তখন শিশির বিন্দু মুক্তার দানার মতো উজ্জ্বল হয়ে ওঠে। সে এক আনন্দময় সুখকর স্মৃতি, এক চমৎকার দৃশ্য। দখিনের সমীরণ খুলে শরতের নির্মল স্নিগ্ধ কোমল চাঁদের আলো সবার কণ্ঠকেই সুরময় করে তোলে। শরতের মাঠে মাঠে বর্ষার সবুজ ধানের ওপর সোনালি আলোর ঝলমলানির মুগ্ধতায় নয়ন জুড়িয়ে যায়। শরতের শান্ত বিলের পানিতে যেন আকাশের মেঘ বালিকা নেমে এসেছে। বিলের পানিতে আকাশের মেঘের ভেলা ভেসে বেড়ানোর প্রতিচ্ছবি দেখলে যে কারও মনই আনন্দে নেচে ওঠে। সেসঙ্গে যদি বাতাসে ভেসে আসে শাপলা শালুক ফুল ও অন্য জলজ উদ্ভিদের মৌ মৌ সুবাসিত গন্ধ তখন মন ভালো না হয়ে পারে কী! শরৎ প্রকৃতিতে মুগ্ধ হয়ে মহাকবি কালিদাস শরৎ বর্ণনায় লিখেছেন,

‘প্রিয়তম আমার, ঐ চেয়ে দেখ/
নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত’।

‘ঘন নীল আকাশ, গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ, কাশবন, শিউলির হালকা মৃদুমন্দ সৌরভে শরতের রূপে মুগ্ধ হয় না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। শরতের প্রকৃতির রোদ ছায়ার খেলা প্রভাব ফেলে আমাদের মনেও। আমাদেরও তখন ইচ্ছা করে শরৎ সাজে সেজে উঠতে। আর তাই তো শরতে প্রকৃতির এ মন মাতানো সাজ কখনও উঠে আসে আমাদের শাড়ির আঁচলে এক টুকরা নীল আকাশ হয়ে, তো কখনও শরতের কাশবন যেন দোলা দিয়ে যায় কামিজের প্রান্ত ছুঁয়ে।

শরৎ বলতেই আমরা বুঝি নীল-সাদা আর সবুজের ঐক্যতান। তাই এ সময় প্রকৃতির সঙ্গে একাকার হতে মানাবে এ রঙের পোশাকগুলো। আপনার হালকা নীল, সাদা, আকাশি, ধূসর কিংবা সবুজের যে কোনো শেডের পোশাকই শরতের বার্তা বহন করবে। আবার শরৎ বলতেই অনেকে বোঝেন হালকা সবুজ, টিয়া, হলুদ, কমলা রংগুলো। এসব রঙের পোশাকও বেছে নিতে পারেন শরৎ সাজে।

পোশাকের ক্ষেত্রে সিল্ক কিংবা জর্জেট পরার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আরামদায়ক হবে লিনেন, ধুপিয়ান, ভয়েল, মসলিন, তাঁতের কাপড়ও। জর্জেট, জয়সিল্ক, সিল্ক কাপড়ের লং কামিজ, গাউন ধাঁচের পোশাক এখনকার উৎসবের জন্য ফ্যাশনেবল এবং আরামদায়ক। স্কার্ট, টপস, কুর্তি বেছে নিতে পারেন ক্যাজুয়াল পোশাক হিসেবে। দৈনন্দিন অফিসে শাড়ি পরতে চাইলে এখন অনায়াসে পরতে পারেন তসর, অ্যান্ডি, তাঁত কিংবা কটন শাড়ি। রাতের দাওয়াতে সিল্ক, কৃত্রিম মসলিন বা কাতান শাড়ি এ আবহাওয়ায় দারুণ লাগবে।

সময় এবং আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাজও বদলে যায়। শরতের এ সময়ে দিনের বেলা গরমে যেমন গাঢ় সাজ মানানসই নয়, তেমনি অন্যদের চোখেও তা দৃষ্টিকটু। তাইতো এ সময়ের সাজে স্নিগ্ধ ভাব থাকা চাই। এ আবহাওয়ায় হালকা মেকআপই ভালো। দিনের বেলায় ফাউন্ডেশন না লাগিয়ে হালকা কোনো ফেস পাউডার লাগিয়ে নিতে পারেন। এতে ত্বক অনেক বেশি মসৃণ ও øিগ্ধ দেখাবে। আর যদি ফাউন্ডেশন ব্যবহার করতেই চান তবে ম্যাট ফাউন্ডেশন ভালো হবে। পোশাকের সঙ্গে মিলিয়ে লাইট-ব্রাউন কালারের আইশ্যাডো লাগিয়ে নিলে অনেক বেশি ন্যাচারাল দেখাবে। দিনের সাজে চোখের নিচের পাতায় আইলাইনার অথবা মাশকারা না লাগানোই ভালো। বরং পোশাকের রং মিলিয়ে বেছে নিতে পারেন রঙিন কাজল। নীল, সবুজ, গোলাপি কাজলের রেখা টেনে নিতে পারেন চোখের কোণে। প্রকৃতির সঙ্গে মিশে একাকার হবে আপনার এ সাজ। দিনের বেলা ব্লাশন না দিয়ে রাতে দিন। পোশাকের সঙ্গে মিলিয়ে কপালে আলতো করে ছুঁয়ে দিন ছোট্ট একটি টিপ। শরৎ সাজে রাতের বেলায় একটু গাঢ় আই মেকআপ করতে পারেন, ভালো লাগবে। সে ক্ষেত্রে চোখটা সাজাতে পারেন মেরুন, কফি, নীল কিংবা সবুজের বিভিন্ন শেডে। এতে চোখের পাতায় সেজে উঠবে শরৎ। তবে প্রকৃতিতে যেহেতু রোদ-বৃষ্টির খেলা তাই এ সময় প্রসাধন হতে হবে পানিরোধক।

শরতে খোলা চুলের সৌন্দর্যই যেন ভিন্ন কিছু। তবে ভালো লাগবে খোঁপা, বেণিতেও। চুল যেভাবেই ইচ্ছা সাজান কিন্তু তাতে গুঁজে দিন শরতের জংলা থেকে যত্নে বেড়ে ওঠা যে কোনো ফুল। চুলের সাজে এ ঋতুতে দোলনচাঁপায় যেমন স্নিগ্ধ দেখাবে তেমনি আস্ত একটা কাশফুল খোঁপায় পেঁচিয়ে নিলেও অসাধারণ লাগবে। শরতের সাজ পোশাকের সঙ্গে বিশেষ করে নীল রঙের পোশাকের সঙ্গে মুক্তার গহনা অনেক বেশি মাধুর্য এনে দেয়। ভালো লাগবে মেটাল, কাচ, মাটি, পুঁতি, বিডসের গহনাতেও।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন যারা

সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন যারা

আজ সোমবার সিলেট মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটিতে স্থান পেয়েছেন

বিএনপির দীর্ঘ দিনের ত্যাগের কারণে গণঅভ্যূত্থান : খন্দকার মুক্তাদির

বিএনপির দীর্ঘ দিনের ত্যাগের কারণে গণঅভ্যূত্থান : খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে

প্রথমবারের মতো ভাড়া সংশোধন হলো সিলেট সার্কিট হাউজের

প্রথমবারের মতো ভাড়া সংশোধন হলো সিলেট সার্কিট হাউজের

নিউজ ডেস্ক: জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত আবাসন সুবিধা সার্কিট হাউজের ভাড়া ১১৪ শতাংশ বাড়িয়েছে অন্তবর্তী সরকার। ২০১২ সালের পর এটি

বকেয়া পরিশোধ না হলে ৭ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ, জানালো আদানি

বকেয়া পরিশোধ না হলে ৭ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ, জানালো আদানি

নিউজ ডেস্ক: ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করা হলে আগামী ৭ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া

বিএসএফের হাতে ৪ বাংলাদেশি নাগরিক গ্রেফতার 

বিএসএফের হাতে ৪ বাংলাদেশি নাগরিক গ্রেফতার 

সুজন চক্রবর্তী,আসামঃ ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। শনিবার (২ নভেম্বর ) ভারতের ত্রিপুরার সিপাহিজালা জেলার বিওপি কমলাসাগরে বাংলাদেশ সীমান্তে ভারতে

কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণে আহত ১০

কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণে আহত ১০

আসাম প্রতিনিধিঃ উৎসবের দিনেও বাদ গেল না কাশ্মীর উপত‍্যকায় জঙ্গি হামলা। রবিবার (৩ নভেম্বর ) জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের লালচক

বড়লেখায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মাও. আমিনুল ইসলাম

বড়লেখায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মাও. আমিনুল ইসলাম

বড়লেখা প্রতিনিধি: কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার আয়োজনে বড়লেখা উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষায় ৫ টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৮ শত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। আহত অনেকে। রবিবার