editor

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

শাল্লার সড়কের অ্যাপ্রোচ প্রকল্পের ৯ কোটি টাকা জলে

শাল্লার সড়কের অ্যাপ্রোচ প্রকল্পের ৯ কোটি টাকা জলে

শাল্লা প্রতিনিধি
শাল্লার প্রত্যন্ত জনপদে ৩০ টির মতো অপ্রয়োজনীয় সেতু করে সরকারের প্রায় ৯ কোটি টাকা জলে ফেলা হয়েছে। এগুলোর কোনটিরই অ্যাপ্রোচ সড়ক নেই বছরের পর বছর ধরে। বেশিরভাগ সেতু তৈরি হবার পরই অ্যাপ্রোচ সড়ক করা হয় নি। কোন কোনটির নীচ দিয়ে বা পাশ দিয়ে ডুবন্ত সড়ক হয়েছে। বর্ষায় এই সেতুগুলো মরণফাঁদে পরিণত হয়। ট্রলার বা নৌকা সেতুর উপর দিয়ে ওঠলে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনেরা বললেন, কার স্বার্থে সরকারের বিপূল পরিমান টাকার অপচয় করা হয়েছে, তদন্ত হওয়া প্রয়োজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক গত প্রায় ১০ বছরে ৩০ টির মতো গ্রামীণ যোগাযোগ সেতু হয়েছে। সরেজমিনে গিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এই সেতুগুলোর মধ্যে উপজেলার সুখলাইন গ্রামের পাশের ২ টি, গিরিধর উচ্চ বিদ্যালয়ের সামনে ১ টি, আনন্দপুরের ১ টি, হবিবপুরের ২ টির মধ্যে ১ টি, আগুয়াই- নোয়াহাটির ১ টি, শ^াসখাই
১ টি, মামুদনগর ১ টি, ইসাকপুর ১ টি, কাদিরপুরের সামনে ১ টি, মার্কুলির খালে ১ টি, গ্রাম শাল্লায় ১ টি এবং রূপসা গ্রামের ১ টি সেতু তৈরি হবার পর থেকেই অ্যাপ্রোচ বিহীন। অথচ. এসব সেতু তৈরি করতে ৩০ থেকে ৩৩ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে।
উপজেলার মনোয়া গ্রামের আনিসুল হক চৌধুরী মুন বললেন,‘উপজেলার কাদিরপুর গ্রামের পাশে একটি ছোট কালভার্ট হলে হতো। কিন্তু করা হয়েছে সেতু। এই সেতু ৫ বছর হয় কোন কাজে আসছে না। বরঞ্চ বর্ষায় নৌকা চলাচলে বিপদ হয়। শাল্লা গ্রামের পশ্চিম দিকে করা সেতুর পাশ দিয়ে ডুবন্ত সড়ক হয়েছে। এই সেতু এখন অকারণে দাঁড়িয়ে আছে। রূপসা গ্রামের পাশের আরেক সেতু ঠায় দাঁড়িয়ে আছে। নেই অ্যাপ্রোচ সড়ক। ২ বছর আগে উপজেলা সদরের পাশে সুখলাইন গ্রামে ২ সেতু করা হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয় থেকেই সরকারের মাল যে গঙামে ঢালা হয়েছে, সবার নজরে পড়ে।’
শাল্লা প্রেসক্লাবের সভাপতি পিসি দাস বললেন,‘এক শ্রেণির টাউট ঠিকাদার, প্রকল্প বাস্তবায়ন অফিসের কতিপয় অসৎ কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে সরকারের এই টাকার অপচয় ও লুটপাট হয়েছে। দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা মনে করে শাল্লা প্রত্যন্ত এলাকা যা খুশি তা করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে যাবে না।’
শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলামিন চৌধুরী বললেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে কেন এই সেতুগুলো করা হয়েছে, কেউ জানে না। অনেক স্থানে ২ লাখ টাকা খরচ করলে মাটির সড়ক করা যায়। করা হয়েছে ৩৩ লাখ টাকার সেতু। পানি নিস্কাশনের জন্য সেতু করা হয়ে থাকে। কিন্তু এমনও সেতু আছে, ওই পথ দিয়ে পানি নিস্কাশনের প্রয়োজনই নেই। বর্ষায় এগুলো মরণফাঁদ হয়ে দাঁড়ায় ট্রলার বা নৌকা লেগে ফেটে যায় বা ডুবে যায়। এসব সেতু না করে এই টাকা দিয়ে হাওর থেকে ধান ঘরে আনার সড়ক করলে, মানুষের উপকারে আসতো। এই টাকার অপচয় কেন হয়েছে, কারা করেছে তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি করেন তিনি।
শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরকার মো. ফজলুল করিম বললেন, ৩০ টির মতো সেতুর অ্যাপ্রোচ সড়ক নেই, এটা সত্য। বর্ষায় এগুলো বিপদ হয়ে দাঁড়ায় এটাও ঠিক। তবে এগুলো মানুষের চাহিদা পূরণের জন্য করা হয়েছিল। শাল্লার সিংহভাগ এলাকা বছরের বেশিরভাগ সময় পানিতে নিমজ্জিত থাকে। যখন সেতু করা হয়েছিল, তখন হয়তোবা সড়ক ছিল। পানির তীব্রতায় বা ঢেউয়ে সড়ক হয়তো ভেসে গেছে। এখন দাঁড়িয়ে আছে কেবল সেতু। আমরা দেখেছি গত ১০ বছরে ১৬ থেকে ৩৩ লাখ টাকা ব্যয়ে হওয়া ৩০ সেতুর কোন কোনটিতে একেবারেই অ্যাপ্রোচ সড়ক নেই। কোনটিতে অ্যাপ্রোচ থাকলেও চলার উপযোগী নেই। সেতুগুলোর ২ পাশে অ্যাপ্রোচ সড়ক করার জন্য প্রকল্প প্রস্তাবনা তৈরি করে পাঠানো হয়েছে। জাইকার অর্থায়নে এই কাজ হবে। বরাদ্দ আসলেই কাজ শুরু করবো আমরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের আতাউর ও কামরান

ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের আতাউর ও কামরান

লিজান গ্রুপ-ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন সিলেটের দুই কৃতি সন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আতাউর রহমান আতা ও

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে কাজ করছে: মনির উদ্দিন আহমদ

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে কাজ করছে: মনির উদ্দিন আহমদ

পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে ক্যাব’র মানববন্ধন, র‌্যালি ও স্মারকলিপি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে ক্যাব’র মানববন্ধন, র‌্যালি ও স্মারকলিপি

কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির উদ্যোগে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজ

পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ৯ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়া সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া

নিউজ ডেস্ক: পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র

সিলেটের ক্রীড়াঙ্গনে স্বৈরাচারের দোসররা

সিলেটের ক্রীড়াঙ্গনে স্বৈরাচারের দোসররা

নিজস্ব প্রতিবেদক গণ–অভ্যুত্থানে পতিত স্বৈরাচাররে দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন এলাকায়

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

নিউজ ডেস্ক: ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত

বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে ষ্মারকলিপি প্রদান

বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে ষ্মারকলিপি প্রদান

আতিকুর রহমান: বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে সিলেটের জেলা প্রসাসক কার্যালয়ে অবস্থান নিয়ে সোমবার (২ ডিসেম্বর)