editor
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
সালমান শাহর জন্মদিনে প্রয়াত এই নায়ককে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা এলো। পুরো ছবি সালমান শাহকে ঘিরে। যদিও ছবিতে দর্শক প্রিয় এই নায়কের চরিত্রে কাউকে অভিনয় করতে দেখতে পাবেন না। ছবির গল্প এগোবে সালমান শাহর একজন ভক্তকে কেন্দ্র করে। প্রয়াত এই নায়ককে দেখা যাবে সিনেমা হলের পর্দায়, রাস্তার পোস্টারে ও ভিউকার্ডে। সালমান শাহকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা সায়মন তারেক।
সবার প্রিয় নায়ক সালমান শাহকে যখন লাশবাহী গাড়িতে করে সিলেটে নিয়ে যাওয়া হয়, তখনো এই নির্মাতা নিজের চোখে দেখেছেন মানুষের ভিড়। সেদিন তাঁর সঙ্গে ছিলেন কৌতুকাভিনেতা বিজয়। তিনি কৌতুকাভিনেতা হিসেবে সালমান শাহর সঙ্গে প্রায় সব ছবিতে কাজ করেছেন। সেই দিন রাস্তায় দেখা অভিজ্ঞতা প্রসঙ্গে নির্মাতা সায়মন তারেক বলেন, ‘যখন আমরা ঢাকা থেকে লাশ নিয়ে সিলেটে রওনা দিই, তখন রাস্তার দুই পাশে সালমানভক্তদের চিৎকার, আহাজারি, কান্না দেখেছি। অনেক ভক্ত সেদিন গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন, লাশ না দেখালে তাঁরা রাস্তা থেকে উঠবেন না—এমন অনেক ঘটনা রয়েছে। সেসব স্মৃতিকে ধরে রাখার জন্যই ‘স্বপ্নের ফেরিওয়ালা’ নামের ছবি নির্মাণ করছি। এখানে সালমান কেমন, সেটা দর্শকদের কল্পনার ওপর ছেড়ে দেওয়া হবে।’ তিনি আরও জানান, কেন সালমান শাহর জন্য মানুষ আত্মহত্যা করেছিল, কান্না করেছিল—সেই ঘটনাগুলোও সিনেমার গল্পে উঠে আসবে। গল্পে ২৫ বছর আগের কিছু ঘটনা উপস্থাপনা করা হবে। ছবিতে সালমানেরভক্তের চরিত্রে অভিনয় করবেন আফফান মিতুল। আরও অভিনয় করবেন অভিনেত্রী শীতল ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের কয়েকজন অভিনয়শিল্পী। সম্প্রতি ছবির শিল্পীদের নিয়ে একটি ফটোশুট করা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। এটি লিখেছেন আলী আফফান আহমেদ।
আজ ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন। ১৯৭১ সালে তাঁর জন্ম। সালমান শাহ মারা গেছেন ১৯৯৬ সালে। মাত্র পাঁচ বছরের চলচ্চিত্রজীবনে তিনি অভিনয় করেছেন ২৭টি ছবিতে। তাঁর প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। তাঁর বেশির ভাগ ছবিই দারুণ ব্যবসাসফল হয়।
সিলেটের সময় :: দীর্ঘ দুই মাস সৌদি আরব সফর শেষে সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ২নং হাটখোলা ইউনিয়নের সম্ভাব্য
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মরহুম একেএম তারেক কালাম একজন জনদরদী রাজনীতিবিদ, মানবকল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তিনি
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সাথে মত
সিলেটের ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা শুনলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপির সবসময় নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর
বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা
অনলাইন ডেস্ক দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী