editor
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
অনলাইন ডেস্ক:-
কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ সিনেমায় বুলবুল আহমেদের বিপরীতে অভিনয়ের মাধ্যমে সিনেমায় পথচলা শুরু করেন রেহানা জলি। আর পেছনে তাকাতে হয়নি। এরপর ‘গোলমাল’, ‘মহারানী’, ‘চেতনা’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’সহ ৪০টি সিনেমায় নায়িকা হয়ে কাজ করেছেন। তিনি রেহাজান জলি। যাকে এখন ঢাকাই ছবির মা হিসেবেই চেনেন সবাই।
বিগত আড়াই বছর হয় সিনেমার শুটিংয়ে নেই তিনি। কারণ কয়েক বছর আগে প্রথমে মেরুদণ্ডের হাড়ের সমস্যা ধরা পড়ে তার। এর পরপরই চিকিৎসক রেহানা জলিকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেন। এরপর তার ফুসফুসে ক্যানসারের জীবাণু পাওয়া যায়। চিকিৎসায় এখন কিছুটা সুস্থ তিনি। তাই ফিরলেন অভিনয়ে।
২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘আশীর্বাদ’। এই ছবির মাধ্যমেই আড়াই বছরের অভিনয় বিরতি ভাঙলেন রেহানা জলি। ছবিটির পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। মাহি ও রোমান জুটি হয়ে অভিনয় করছেন এই ছবিতে। এতেই নায়ক রোশানের মায়ের ভূমিকায় অভিনয় করছেন ৪ শ’র অধিক ছবির এ অভিনেত্রী।
অভিনয়ে ফিরে রেহানা জলি বললেন, ঘরে বসে থেকে আরও অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমি তো আমৃত্যু অভিনয় করে যেতে চাই। তবে অসুস্থ থাকার কারণে এতোদিন অভিনয়ের বাইরে থাকতে হয়েছে। আর না, এখন অনেকটাই সুস্থ। তাই অভিনয় নিয়মিতই করতে চাই।’
তবে অভিনয়ে ফিরলেও আতঙ্ক কাজ করছে রেহানা জলির। কারণ করোনা ভাইরাস। এই সময়ে তাই যতটা সাবধানে থেকে কাজ করা যায় ততটাই সতর্ক হয়ে নিয়মিত কাজ করতে চান তিনি। বলেন, প্রতিটি শিল্পীর মধ্যেই কাজের ক্ষুধা সবচেয়ে বেশি থাকে। কাজ না করতে পারলে তার মধ্যে একধরনের খারাপ লাগা কাজ করে। যা তাকে আরও অসুস্থ বানিয়ে দেয়। আমি তাই নিয়মিত করবো এখন থেকে। আমার জন্য দোয়া করবেন।
আড়াই বছর আগে সর্বশেষ কোন ছবির শুটিং করেছিলেন সেটা মনে নেই রেহানা জলি। তবে শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ছবির নাম বলতে পারলেন। একই সময়ে আরও কিছু ছবির শুটিংও করছিলেন বলে জানালেন।
রেহানা জলির প্রথম সিনেমাতে অভিনয় করেই শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন ‘প্রথম প্রেম’ সিনেমায়। ৩৫ বছরের ক্যারিয়ারে চিত্রনায়ক আলমগীর, রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, ওমর সানী, মান্না, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি, শাকিব খান, সাইমন ও বাপ্পীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এদের মধ্যে সবচেয়ে বেশি শাকিব খানের মা হিসেবে অভিনয় করেছেন।
জৈন্তাপুর প্রতিনিধি ::সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে প্রাইভেট কার যোগে ভারতীয় কম্বল পাঁচারকালে একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া
জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেট রেজিস্টারী মাঠ থেকে সকাল ১১ টায়
অনলাইন ডেস্ক মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে
অসুস্থ সিলেট জেলা বিএনপির সাবেক ২ বারের সাধারণ সম্পাদক ও সাবেক পিপি মোল্লারগাঁও ইউনিয়নের কৃতিসন্তান এডভোকেট আব্দুল গাফফারের সুস্থতায় কামনায়
অনলাইন ডেস্ক ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লংমার্চে সড়কের দু’পাশে নেতাকর্মীদের ঢল নেমেছে। এ সময় তারা লংমার্চকে স্বাগত
দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয় সিলেটের এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হলো প্রধান শিক্ষক বেগম নুছরত
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে উষ্ণ অভিনন্দন জানিয়েনে সিলেটের সর্বস্তরের
শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি। শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে