fbpx

Daily Sylheter Somoy

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

সিলেটের জঙ্গীদের দেওয়া তথ্যে ঢাকায় গ্রেপ্তার আরও ৪ জেএমবি সদস্য

সিলেটের জঙ্গীদের দেওয়া তথ্যে ঢাকায় গ্রেপ্তার আরও ৪ জেএমবি সদস্য

রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জঙ্গি গোষ্ঠী নব্য জেএমবির (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) আরও চার সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

এর আগে ওই ঘটনায় নব্য জেএমবির আরো পঁচজনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

“একটি বিশেষ টিম গত বৃহস্পতিবার রাতে উত্তরার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে এই চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে,” শুক্রবার বেনারকে বলেন সিটিটিসির উপকমিশনার সাইফুল ইসলাম।

“সিলেট থেকে নব্য জেএমবির যে দলটিকে পুলিশ গ্রেপ্তার করেছে, ঢাকায় গ্রেপ্তারকৃতরা তাদের হয়েই কাজ করছিল। পল্টনের বোমা হামলায় তাদের সম্পৃক্ততা ছিল,” বলেন সাইফুল।

এ নিয়ে ওই ঘটনায় নব্য জেএমবির মোট নয় সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হলো।

গত বৃহস্পতিবার গ্রেপ্তার চারজন হচ্ছেন মামুন আল মোজাহিদ ওরফে সুমন ওরফে আবু আবদুর রহমান, মোঃ আল আমিন ওরফে আবু জিয়াদ, মোঃ মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক ও সারোয়ার হোসেন রাহাত।

এ সময় তাঁদের কাছ থেকে আটটি মুঠোফোন জব্দ করা হয়।

তবে এই চারজন সুনির্দিষ্টভাবে কোন কোন ঘটনার সাথে সম্পৃক্ত তা এখনো নিশ্চিত নয় জানিয়ে সাইফুল ইসলাম বলেন, “রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে পরিষ্কারভাবে জানা সম্ভব হবে।”

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বলে বেনারকে জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. ওয়ালিদ হোসেন।

গত ২৪ জুলাই রাত সাড়ে নয়টার দিকে পুরানা পল্টন এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল। ঘটনাস্থল থেকে পুলিশ বোমায় ব্যবহৃত ইলেকট্রিক টেপ, জিআই পাইপের কনটেইনার, সার্কিটের অংশ, তার, লোহার তৈরি বিয়ারিং ও বল, নাইন ভোল্ট ব্যাটারির অংশ বিশেষ উদ্ধার করে।

এরপরই পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।

গত ১২ আগস্ট সিলেটে অভিযানের পরদিন ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, নব্য জেএমবির সামরিক শাখার সদস্যরা আইএস-এর দৃষ্টি আকর্ষণের জন্য ঈদুল আযহার আগে দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা গ্রহণ করে।

তিনি বলেন, “পরিকল্পনার অংশ হিসেবে নব্য জেএমবির সদস্যরা ২৪ জুলাই ঢাকার পল্টনে পুলিশ চেকপোস্টের পাশে, গত ৩১ জুলাই নওগাঁ জেলার সাপাহার এলাকায় হিন্দু ধর্মালম্বিদের মন্দিরে বোমা হামলা করে। এছাড়া গত ২৩ জুলাই হযরত শাহজালাল (রহঃ) মাজার শরীফে আরেকটি হামলার পরিকল্পনা গ্রহণ করে।”

এর মধ্যে তারা পল্টন ও সাপাহারে বোমা বিস্ফোরণ ঘটাতে সক্ষম হলেও পুলিশের কড়া নজরদারির কারণে সিলেটে ব্যর্থ হয় বলে জানান মনিরুল ইসলাম।

সিটিটিসি বলছে, সিলেট থেকে গ্রেপ্তার হওয়া এক জঙ্গির সাথে গত বৃহস্পতিবার যারা গ্রেপ্তার হয়েছে তাঁদের পল্টন হামলার নির্দেশনা ও পরিকল্পনা বিষয়ক কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে।

এদিকে বৃহস্পতিবার র‌্যাব ঢাকা থেকে আল কায়েদাপন্থী জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তার করে। আগস্ট মাস জুড়েই সিটিটিসি নব্য জেএমবির বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদের মতে, করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান তদারকি ‘কিছুটা খর্ব’ হওয়ায় জঙ্গিরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

তবে এ ক্ষেত্রে “আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট বাধা তৈরি করতে পারছে,” মন্তব্য করে তিনি বলেন, “গোয়েন্দা তৎপরতার কারণে বর্তমানে এদেশে জঙ্গিরা গোপনে সংগঠিত হওয়ার সুযোগটা কম পাচ্ছে, নড়াচড়া করলেই ধরা পড়ছে।”

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার কার্যকরী কমিটির অনুমোদন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার কার্যকরী কমিটির অনুমোদন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার ২০২৪-২০২৫ সালের কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে

আগামী ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আগামী ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদের

সিলেটে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত

সিলেটে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সাওয়াল বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনৈতিক, রাজনৈতিক আর অর্থনৈতিক নয়। আমাদের দুদেশের সম্পর্ক

সিলেটে সাড়ে ৬ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ

সিলেটে সাড়ে ৬ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা ৬ লক্ষ ৭২ হাজার টাকা

কমরেড ধীরেন সিংহ ছিলেন একজন আদর্শিক নেতা: ব্যারিস্টার আরশ আলী

কমরেড ধীরেন সিংহ ছিলেন একজন আদর্শিক নেতা: ব্যারিস্টার আরশ আলী

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী বলেছেন, প্রয়াত কমরেড ধীরেন সিংহ ছিলেন একজন আদর্শিক নেতা। তিনি বাংলাদেশ সাম্যবাদী দল

জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিসিকের এ্যাডভোকেসী ও প্রস্তুতি সভা

জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিসিকের এ্যাডভোকেসী ও প্রস্তুতি সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত

আইনশৃঙ্খলা বাহিনী-আওয়ামী লীগ যৌথভাবে দমন-পীড়ন চালাচ্ছে: নুর

আইনশৃঙ্খলা বাহিনী-আওয়ামী লীগ যৌথভাবে দমন-পীড়ন চালাচ্ছে: নুর

আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ যৌথভাবে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবসহ ৫ নেতাকে গ্রেফতারে ড. এনামুল হক চৌধুরী নিন্দা

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবসহ ৫ নেতাকে গ্রেফতারে ড. এনামুল হক চৌধুরী নিন্দা

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খাঁন, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান,