editor

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

সিলেটে পাথর কোয়ারী বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের আহাজারি

সিলেটে পাথর কোয়ারী বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের আহাজারি

1

নিজস্ব প্রতিবেদক

সিলেটের প্রান্তিক জনপদ গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার খনিজ সম্পদের অঞ্চল হিসেবে খ্যত নামে পরিচিত।      গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরের ক্ষনী ও রয়েছে ভরপুর। যা থেকে সরকার বাহাদুর রাজস্ব পেয়ে থাকেন।

3

গোয়াইনঘাটওকোম্পানীগঞ্জ,বিছনাকান্দি,জাফলং,ভোলাগঞ্জ পাথর কোয়ারী বন্ধ থাকায় পাথর সংশ্লিষ্ট সকল শ্রমজীবী মানুষের জীবিকা নির্বাহকারী ও শ্রমিক ব্যবসায়ী রোজগার থেকে বঞ্চিত হয়ে পরিবার  পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ কোন শিল্প কার খানা না থাকায় বেশির ভাগ মানুষের বিকল্প রোজি- রোজগারের সোর্স নেই  নেই কোন বিকল্প কর্ম ক্ষেত্রও। অত্র এলাকার বেশির ভাগ জনসাধারণ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ, শতকরা বেশির ভাগ মানুষের তাদের একমাত্র রোজী রোজগার  করে থাকেন পাথরের রাজ্য থেকে । বর্তমানে এ পরিচয়টুকু  এখনো হারিয়ে যাচ্ছে বিছনাকান্দি জাফলং,ভোলাগঞ্জ পাথর কোয়ারী পাথরের ভান্ডার থেকে পাথর আহরন করে নৌকা এবং ট্রলি দিয়ে তা পরিবহন করে যে মানুষগুলো যুগ যুগ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল, আজ তারা কর্ম ক্ষেত্র হারিয়ে পরিবার পরিজন নিয়ে দিশেহারা ও মানবেতর জীবন জাপন করছে।দেশ স্বাধীনতার পর থেকেই দেশের আবকাটামোগত উন্নয়নের নিমার্ন কাজে সিলেটের পাথর ব্যাবহার হয়ে আসছে দীর্ঘ দিন যাবৎ সিলেটের জাফলং,বিছনাকান্দি,ভোলাগঞ্জ পাথর কোয়ারীগুলোই যোগান দিয়ে আসছিলো গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম পাথর কোয়ারীতে পাথর আহরন করে এ অঞ্চলের মানুষগুলো পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দেই জীবিকা নির্বাহ করতো। শ্রমিক কর্তৃক আহরিত এ পাথর বিপনন এবং প্রক্রিয়া করণে এ অঞ্চলে প্রতিষ্ঠিত হয় হাজারো স্টোন ক্রাশার। এসব স্টোন ক্রাশারে আরও লক্ষাধিক শ্রমজীবি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। পাথর পরিবহনের জন্য আত্র এলাকার ট্রাক পরিবহন শ্রমিকরাও পরেছেন মহা বিপাকে । পাথর পরিবহনের সাথে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়ে অত্র এলাকায় তারও আজ বেকার। এক সময়ের অবহেলিত অঞ্চল ক্রমশঃ সমৃদ্ধ জনপদে রুপান্তরিত হয়। স্থানীয়ভাবে আহরিত পাথরের গুনগত মান ভালো হওয়ায় প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। পাথরের আর্শীবাদে সিলেটের এ প্রান্তিক জনপদের অর্থনৈতিক গুরুত্ব বিপুলাংশে বৃদ্ধি পায়। বৃহৎ কোন শিল্প প্রতিষ্ঠান না থাকায় একমাত্র পাথরকে কেন্দ্র করেই সৃষ্ট জীবিকা এবং সংশ্লিষ্ট কর্মক্ষেত্র সিলেটের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে খ্যাতি লাভ করে। কাজ নেই, রোজগার নেই এ অবস্থায় বেকারত্বের অভিশাপে জর্জরিত গোয়াইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার কেন্দ্রীক লাখো সহস্রাধিক মানুষের জীবন আজ চরম দুর্বিষহ। বিকল্প কোন রোজগার না থাকায় ও উপুর্যুপরি বন্যা এবং অতিবৃষ্টির কারণে ফসল বিনষ্ট হওয়ায় গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় শোনা যাচ্ছে দুর্ভিক্ষের পদ ধ্বনি। সরজমিনে গিয়ে দেখা যায়, গোয়াইনঘাট উপজেলার রুস্তম পুর ইউনিয়নের বেশকয়েক জন পাথর শ্রমিক ও ব্যবসায়ী সাথে কথা বলে, পাথর শ্রমিক ও ব্যাসায়ীরা জানায় একদিকে করোনার অন্যদিকে কোয়ারি বন্ধ কাজ নেই। পাথর শ্রমিক বিছনাকান্দি গ্রামের রুবেল দীর্ঘশ্বাস ফেল বলেন আছি আমরা কোন রকম পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে খেয়ে না খেয়ে। কোনরকমদিনপারকরছি”বগাইয়া,ভীতরগুল,ঝারিখালকান্দি গ্রামের কয়েকজন পাথর শ্রমিক বলেল  কয়েকবারের বন্যা ফসলাদি ও নাই কোয়ারীবন্দ কোন কাজকর্ম নাই আমরা বউ বাচ্চাদের নিয়া কি খাব চলব কিভাবে। সরকার পাথর কোয়ারী খুলে দেউক নতুবা ভাত দেওয়া হউক।

4

বিছনাকান্দি ও বগাইয়ার পাথর ব্যবসায়ীদের কয়েকজনে সাথে কথা হলে তারা বলেন দেশে করোনা মহামারি ও পাথর কোয়ারি বন্ধ থাকায় ব্যবসাও বন্ধ সবমিলিয়ে ভাল নেই আমরা পরিবার পরিজন নিয়ে বড় কষ্টে আছি।কুপার বাজারের কয়েক জন মুদি দোকান  ব্যবসায়ী  বলেন পাথরে কাজ বন্ধ থাকায় আমাদের ব্যবসাও ভাল হচ্ছে না দোকান কোঠার ভাড়া টিক মতে দিতে পারছিনা বাকিতে বিক্রি করতে হচ্ছে মানুষ কোয়ারীতে কাজ করে টাকা পরিশোধ করবে যদি পাথর কোয়ারি খুলে না দেওয়া হয় তাহলে আমরা ব্যবসায়ীরা কিভাবে  বাকী টাকা ফেরত লইব আমাদের উপায় কি হবে।কোম্পানীগঞ্জ উপজেলার আদর্শ  গ্রামেও আসেপাশে ঘুরে দেখা যায় সেকানখার কলনি গুলোতে কেউ শুয়ে দিন পার করছেন। তাদের সাথে কথা বলে জানাযায় কাজ কর্ম নাথাকয়া ঘর ভাড়া পর্যন্ত দিতে পরছি না বসে ধারদেনা করে চলছি। নাম প্রকাশে অনিছুক কয়েক জন পাথর শ্রমিক  দৈনিক সিলেটের হালচাল  প্রতিবেদককে বলেন গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ এলাকায় সীমন্তবর্তী হওয়া কারণে কর্মহীন পাথর শ্রমিকরা অনেকে জীবিকার জন্য চোরা কারবারিরা তাদেরকে ব্যবহার করছেন মালামাল আনা নেওয়ার জন্য। এতে করে অন্ধকার পথে জরিয়ে যাচ্ছে অনেকেই গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় আইন-শৃংখলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। প্রতিবেদকের সাথে কথা হয় বিছনাকান্দি পাথর কোয়ারি সমিতর সাধারন সম্পাদক জয়নাল আবেদিন  বলেন একদিকে মহামারী করোনা অন্যদিকে কোয়ারী বন্ধ থাকায় আমরা যারা পাথর এর সাথে সংশ্লিষ্ট আছি তারা অনেকেই আজ বেকার হয়ে পড়েছি অনেকে আর্থিক ঋণগ্রস্ত মহা বিপধে আছি সনাতন পদ্ধতিতে কোয়ারি খুলে দিয়ে লাখো শ্রমিকের মুখে আহারের ব্যবস্থা করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সিলেট ৪আসনের সংসদ সদস্য  ইমরান আহমদ সুদৃষ্টি কামনা করেন।

6

 বিছনাকান্দি ট্রাকটর মালিক সমিতির সভাপতি আব্দুল মালিক বলেন গোয়াইনঘাট কোম্পানীগঞ্জে পাথর শ্রমিকরা বেকার হয়ে পড়ায় ও বারবার বন্যার কারণে বন্যায় ক্ষতিগ্রস্থ দিশেহারা পয়ে পরছে আত্র এলাকার জনসাধারণ।আমরা যারা তাদের সাথে এক আত্মা পোষণ করেন কোম্পানিগঞ্জ ও জাফলং পাথর ব্যবসায়ী বৃন্দ। গোয়াইনঘাট ট্রাক মালিক কয়েক জনের সাথে কথা হলে তারা বলেন আমরা যারা ট্রাক মালিক আছি তারা অনেকেই ট্রাকের কিস্তি দিতে পারছিনা অনেক ঋন- গ্রস্ত হয়ে পরছি।পাথর কোয়ারী বন্ধ থাকার কারণে পাথর পরিবহনের জন্য এক মাত্র পরিবহন করে আসছিল বর্তমানে কোয়ারী বন্ধ থাকার কারণে ট্রাক শ্রমিক বেকার হয়ে পরেছে অনেক শ্রমিকও মানবতার জীবনযাপন করছেন।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার বাহাদুরে ও মন্ত্রী প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্ম সংস্থা, সিলেট৪ আসনের বার বার নির্বাচিত এমপি ইমরান আহমদের দিকে আশার আলোর পথ দেখছে এলাকার জনসাধারণ গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ এ অঞ্চলের মানুষের দাবী-পরিবেশের নির্মলতা বজায় রেখে সনাতন পদ্ধতিতে নিরাপদে পাথর আহরনের সুযোগ দিয়ে রক্ষা করা হোক লাখো সহস্রাধিক পাথর শ্রমিকের জীবন।

6

Sharing is caring!


আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই : এম এ মালিক

এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই : এম এ মালিক

6 ৮ নভেম্বর (শনিবার) সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম

কমরেড আনোয়ার হোসেন সুমনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিপিবির সমাবেশ

কমরেড আনোয়ার হোসেন সুমনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিপিবির সমাবেশ

6 সিলেটে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির আয়োজনে শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন

6 নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের মতবিনিময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের মতবিনিময়

1 জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ শিক্ষকদের এক মতবিনিময় সভা

একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে আলো দেখাতে পারলে প্রকৃত সেবা হবে : মো. সারওয়ার আলম

একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে আলো দেখাতে পারলে প্রকৃত সেবা হবে : মো. সারওয়ার আলম

6 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সেবা দেওয়াটা হচ্ছে মহৎ কাজ, সেবা দেওয়ার মানষিকতা সবার থাকে না, এটা

শিক্ষকদের মর্যাদা রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে বাশিসের ভূমিকা অনন্য : প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন

শিক্ষকদের মর্যাদা রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে বাশিসের ভূমিকা অনন্য : প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন

2 সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়াতে

তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

3 সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা

প্রসূন আজাদের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন পরীমনি

প্রসূন আজাদের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন পরীমনি

2 ঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে।

1
2