admin
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
বারাকা পাওয়ার লিমিটেড কোম্পানীর শেয়ারপ্রতি আয় ২.৫৮ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া গত অর্থবছরে নতুন দুই পাওয়ার প্ল্যান্টের কারণে বারাকা পাওয়ারের সম্মিলিত মুনাফাও বেড়েছে।
বারাকা পাওয়ার লিমিটেডের ১৩ তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানিয়েছেন গ্রুপের সংশ্লিষ্টরা। আজ সিলেট নগরের সুবিদবাজারের খান প্যালেস কনভেনশন হলে বারাকা পাওয়ারের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী।
তিনি বলেন, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কোম্পানী ব্যবসায়িক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।
তিনি আরো বলেন, বিগত অর্থবছরে বারাকা গ্রুপের নতুন দুইটি পাওয়ার প্ল্যান্ট ‘বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড’ ও ‘কর্ণফুলি পাওয়ার লিমিটেড’র পূর্ণ বছরের বিদ্যুৎ উৎপাদনের কারণে এ বছর বারাকা পাওয়ারের সম্মিলিত মুনাফা বেড়েছে।
বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী বলেন, গত অর্থ বছরে কোম্পানীর সম্মিলিত মুনাফা ছিল ৫৬.৭৬ কোটি টাকা। কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২.৫৮টাকা।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৮% নগদ লভ্যাংশ এবং ৭% স্টক লভ্যাংশসহ অন্যান্য প্রস্তাব অনুমোদিত হয়।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মো. আহসানুল কবির, ভাইস চেয়ারম্যান আব্দুল বারী, ডিরেক্টর গোলাম রব্বানী চৌধুরী, মনজুর কাদির শাফি এলিম,নান্নু কাজি মোহাম্মদ মিয়া, আফজাল রশিদ চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, আব্দুস্ এস মাজিদ, ড. জাকির হোসেন প্রমুখ।
সুনামগঞ্জ প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা পরিষদের সিএ শফিকুর রহমানের বিরুদ্ধে এক নীরিহ পরিবারের সাথে প্রতারণা করে প্রায় ২৫ লক্ষ টাকার আর্থিক
হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি।ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতিধর্ম নির্বিশেষে গোটা মানবজাতির জন্য প্রয়োগ
দক্ষিণ সুরমার নাজির বাজারে এক নৈশ প্রহরীকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যাক্তি বিশ্বনাথ থানার মজনপুর গ্রামের মুহিব উল্লার
অনলাইন ডেস্ক:: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে না রাখায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মঈন আলি। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি
অনলাইন ডেস্ক:: ১৯৯৯ সালে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি
ওভালে সিরিজের তৃতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ঝড় তুলছিলেন স্বাগতিক ইংল্যান্ডের ওলি পোপ ও বেন ডাকেটরা। তবে এরপর সেই বোলারদের কাছে
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলছে। আজ (রোববার) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে
ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ভবন ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। ভবন ধসের