editor
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অপু গরম মসলা নামে ভূয়া একটি লাইসেন্সের স্টিকার ব্যবহার করে কালবাজারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও ক্যামিকেল ব্যবহার যুক্ত গোলাপজলসহ বিভিন্ন ধরনের খাদ্য ও পন্যসামগ্রী নিজে তৈরী করে বাজারজাত করে আসছেন সুজিত দাস নামে এক ব্যবসায়ী।
খোজঁনিয়ে জানা যায় পৌরসভার নতুন পাড়া এলাকার নিলয় ৮১ আ/এলাকার বাসায় তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভূয়া লাইসেন্সের স্টিকার ব্যবহার করে গরম মসলা জিরা, পাঁচপোরন, কিছমিছ, কালিজিরা গুয়া মুড়ি মেথীসহ বিভিন্ন ধরনের তরল পদার্থ আইটেমের খাদ্যদ্রব্য নিজে প্যাকেট অপু গরম মসলার স্টিকার লাগিয়ে জেলার বিভিন্ন গ্রামের হাটবাজারের দোকানে বাজারজাত করে আসছেন নির্বিঘ্নে। গ্রামের সহজ সরল মানুষজন পন্যসামগ্রীর মান না জেনেও কিনে নিয়ে সেগুলো খাদ্য হিসেবে ব্যবহার করে চলেছেন। কিন্তু এসব খাদ্যসামগ্রী কতটা পুষ্টিকর ও নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ঐ সমস্ত খাদ্যসামগ্রী খাবারের ফলে সাধারন মানুষজন নানান জটিল রোগে আক্রান্ত হতে পারে। এসমস্ত অপুষ্টিকর খাবার খাওয়ার ক্রাণে অনেকে মুত্যুর ঝুকিঁতে পড়ার সম্ভাবনা থেকেই যায়।
এছাড়াও জানা যায় অপু গরম মসলার স্টিকার দিয়ে সুজিত দাস ভারতীয় খাদ্যপণ্য নিজে আমদানী করে বাসার মধ্যে প্যাকেটজাত করে তার প্রতিনিয়ত বিভিন্ন হাটবাজারে রপ্তানী করে আসছেন নির্বিঘ্নে।
রবিবার সরেজমিনে দুপুরে নতুনপাড়া এলাকার নিলয় ৮১,রায়বাড়িতে তার বাসায় গিয়ে দেখাযায় বাসার ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের তরল পদার্থ ও খাদ্য সামগ্রীর গোডাউন তৈরি করে রেখেছেন। বিষয়টি উধর্বতন কর্তৃপক্ষ নজরে আনবেন এমনটাই প্রত্যাশা সাধারন মানুষের।
এ ব্যাপারে অপু গরম মসলার ব্যবসায়ী সুজিত দাস লাইসেন্সে বিহীন ব্যবসাটা ভূল বলে শিকার করেন।
এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানা যায় অপু গরম মসলা নামে কোন লাইসেন্স পৌরসভা কর্তৃক দেয়া হয়নি।
এ ব্যাপারে সদর উপজেলা নিবাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
সিলেটের বালাগঞ্জে এক প্রবাসী নারীর জায়গা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত
# তরুণদের পরিবারের পাশাপাশি দেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তরুণদের কাজ করার আহ্বান জানিয়ে
সিলেটের সময় :: সিলেট মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন Orphan in Action-এর উদ্যোগে শুক্রবার সিলেট মহানগরের ৭ নম্বর ওয়ার্ড, জালালাবাদ
সিলেটে এস.এস.সি-২০০৪ ও এইচ.এস.সি-২০০৬ ব্যাচের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪মার্চ) সিলেটের লামাবাজার রয়েল সেফ চাইনিজ
সিলেটের সময় :: চট্টগ্রামের রাউজান উপজেলার ধূমারপাড়া আনন্দ বিহার’র বিশিষ্ট উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ত্বদীয় সহধর্মিণী রেণু প্রভা বড়ুয়া’র
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সিলেট
সিলেট নগরীর ২৮ নং ওয়ার্ড এর বরইকান্দি ৩নং রোডের সুরুজ মিয়ার উত্তরাধিকারী প্রায় শতাধিক প্রবাসীদের সমন্বয়ে গঠিত হয়েছে “সুরুজ মিয়া’র
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (পিপিএম সেবা) মো. রেজাউল করিম বলেছেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রমের প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে