Daily Sylheter Somoy
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অপু গরম মসলা নামে ভূয়া একটি লাইসেন্সের স্টিকার ব্যবহার করে কালবাজারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও ক্যামিকেল ব্যবহার যুক্ত গোলাপজলসহ বিভিন্ন ধরনের খাদ্য ও পন্যসামগ্রী নিজে তৈরী করে বাজারজাত করে আসছেন সুজিত দাস নামে এক ব্যবসায়ী।
খোজঁনিয়ে জানা যায় পৌরসভার নতুন পাড়া এলাকার নিলয় ৮১ আ/এলাকার বাসায় তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভূয়া লাইসেন্সের স্টিকার ব্যবহার করে গরম মসলা জিরা, পাঁচপোরন, কিছমিছ, কালিজিরা গুয়া মুড়ি মেথীসহ বিভিন্ন ধরনের তরল পদার্থ আইটেমের খাদ্যদ্রব্য নিজে প্যাকেট অপু গরম মসলার স্টিকার লাগিয়ে জেলার বিভিন্ন গ্রামের হাটবাজারের দোকানে বাজারজাত করে আসছেন নির্বিঘ্নে। গ্রামের সহজ সরল মানুষজন পন্যসামগ্রীর মান না জেনেও কিনে নিয়ে সেগুলো খাদ্য হিসেবে ব্যবহার করে চলেছেন। কিন্তু এসব খাদ্যসামগ্রী কতটা পুষ্টিকর ও নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ঐ সমস্ত খাদ্যসামগ্রী খাবারের ফলে সাধারন মানুষজন নানান জটিল রোগে আক্রান্ত হতে পারে। এসমস্ত অপুষ্টিকর খাবার খাওয়ার ক্রাণে অনেকে মুত্যুর ঝুকিঁতে পড়ার সম্ভাবনা থেকেই যায়।
এছাড়াও জানা যায় অপু গরম মসলার স্টিকার দিয়ে সুজিত দাস ভারতীয় খাদ্যপণ্য নিজে আমদানী করে বাসার মধ্যে প্যাকেটজাত করে তার প্রতিনিয়ত বিভিন্ন হাটবাজারে রপ্তানী করে আসছেন নির্বিঘ্নে।
রবিবার সরেজমিনে দুপুরে নতুনপাড়া এলাকার নিলয় ৮১,রায়বাড়িতে তার বাসায় গিয়ে দেখাযায় বাসার ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের তরল পদার্থ ও খাদ্য সামগ্রীর গোডাউন তৈরি করে রেখেছেন। বিষয়টি উধর্বতন কর্তৃপক্ষ নজরে আনবেন এমনটাই প্রত্যাশা সাধারন মানুষের।
এ ব্যাপারে অপু গরম মসলার ব্যবসায়ী সুজিত দাস লাইসেন্সে বিহীন ব্যবসাটা ভূল বলে শিকার করেন।
এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানা যায় অপু গরম মসলা নামে কোন লাইসেন্স পৌরসভা কর্তৃক দেয়া হয়নি।
এ ব্যাপারে সদর উপজেলা নিবাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
তিন বছরের প্রেম ও চার বছরের দাম্পত্যজীবনের কয়েক মাস আগে ইতি টেনেছেন ‘গেম অফ থ্রোন্স’ তারকা সোফি টার্নার ও ‘জোনাস
বিশ্বচ্যাম্পিয়ন তকমা লাগিয়ে এলেও বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। সেই ব্যর্থতা পিছুই ছাড়ছে না তাদের। এবার ১৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের
শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫২তম শাহাদাৎবার্ষিকী আজ। বিজয় চূড়ান্ত হওয়ার মাত্র ৬ দিন আগে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসায়
বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জে তার গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছেন পাকিস্তানি নারী। তার নাম মাহা বাজোয়ার (৩০)। পাকিস্তানের লাহোরের বাসিন্দা
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড মহিলা উপ-পরিষদ আয়োজিত পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) রাতে ক্লাব হলরুমে ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর
কুয়াশা কমে যাওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে
বায়ুদূষণের দিক থেকে আবারও শীর্ষে উঠেছে ঢাকা। রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় দেখা গেছে। বায়ুর
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: পিকনিকের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। পাহাড়ি নদীতে পড়ে তলিয়ে যাচ্ছিল এক ছাত্র। আর