ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও একযোগে পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে জেলার ৯৭টি বিট পুলিশিং এলাকায় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিটি সমাবেশে নারী-পুরুষ, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন। ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’, ‘নারী ধর্ষণ, নির্যাতন বন্ধ করি, নারীবান্ধব দেশ গড়ি’ এমন স্লোগানে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন বিট কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.কবির হোসেন, সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুবোধ চন্দ দে প্রমুখ।
এছাড়াও জেলার আরও ৯৬টি স্থানে বিট পুলিশিং এলাকায় সভা ও সমাবেশ হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।