editor
প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
সৈয়দ বাপ্পী::
সিলেটের চিকিৎসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হাসপাতালের মধ্যে অন্যতম হচ্ছে নুরজাহান হাসপাতাল। সিলেট নগরীর দরগা গেইটে এই হাসপাতাল অবস্থিত। প্রতিষ্ঠানটির বেশ সুনাম রয়েছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিয়ে।
এই প্রতিষ্ঠানটি গেলো ৩ বছর ধরে লাইসেন্স নবায়ন বিহীন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই তাদের কার্যক্রম অবৈধভাবে পরিচালনা করে আসছে। এতোদিন লাইসেন্স নবায়ন বিহীন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই কীভাবে হাসপাতাল পরিচালনা করছেন এমন প্রশ্নের উঠেছে জনমনে।
তবে হাসপাতাল একটি সূত্র জানিয়েছে, তারা দীর্ঘ ৩ বছর ধরে নবায়নের জন্য আবেদন করেছেন। নবায়নের সরকারি ফিও জমা দিয়ে এসেছেন। তবে পাননি। এদিকে সিলেট পরিবেশ অধিদফতর অফিস সূত্রে জানা গেছে, নুরজাহান হাসপাতালের ছাড়পত্র তারা দেয়নি।
তাহলে একটি আবেদনের মাধ্যমে গেলো ৩ বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই সিলেটের নুরজাহান হাসপাতাল তাদের কার্যক্রম চালাচ্ছে!
সূত্র জানায়, গেলো জুলাই মাসে করোনা ভাইরাস টেস্ট প্রতারণায় ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দেয়ায় টনক নড়ে নুরজাহান হাসপাতালের। এনিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও সিলেট জেলা প্রশাসনকে একটি চিঠিও দিয়েছেন। তাই একটি সংবাদ সম্মেলনে করেন নুরজাহান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাসিম আহমদ। এসময় তিনি নানা সীমাবন্ধতার কারণে সরকারের চূড়ান্ত অনুমোদন না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। এ ব্যাপারে নুরজাহান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাসিম আহমদের মোঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মুঠোফোন ব্যস্থ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, ছাড়পত্র নেই এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার তালিকা হালনাগাদ করে অভিযানে নামবে পরিবেশ অধিদফতর।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ)
সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেল সোয়া ৫টায়
সিলেটে ব্যাপক সাড়া জাগানো আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের জমকালো আয়োজনে বর্ণাঢ্য সমাপ্তি হয়েছে। ১৫ মার্চ (শনিবার) রাত ১১টায় নগরীর পূর্ব
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,দেশবাসীর প্রত্যাশা একটি
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু
সিলেটের সময় :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহনগরের ২৮নং ওয়ার্ড বিএনপির
সিলেটের সময় :: জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণমানুষের রাজনীতি করে
জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর অপেক্ষায় আছে। এই অধিকার প্রয়োগ করতে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন না দিলে মানুষ