editor

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

স্ত্রীসহ স্বাস্থ্যের ২০ কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসাব চায় দুদক

স্ত্রীসহ স্বাস্থ্যের ২০ কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসাব চায় দুদক

ডেস্ক রিপোর্ট –

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ জন কর্মকর্তা-কর্মচারীসহ ২০ জনের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে আলোচিত গাড়িচালক আব্দুল মালেকও রয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৫ সেপ্টেম্বর এই কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠান দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

যাদের বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই প্রকল্পের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মজিবুল হক মুন্সি ও তার স্ত্রী রিফাত আক্তার, একই প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর তোফায়েল আহমেদ ভূইয়া ও তার স্ত্রী খাদিজা আক্তার, গাড়ি চালক মো. আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগম, গোপালগঞ্জের আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ওবাইদুর রহমান ও তার স্ত্রী বিলকিচ রহমান, তার আরেক স্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজের স্টাফ নার্স রেহেনা আক্তার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক মো. ইমদাদুল হক ও তার স্ত্রী মোছা. উম্মে রুমান ফেন্সী।

এছাড়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মাহমুদুজ্জামান ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন, গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর অফিসার মো. নাজিম উদ্দিন ও তার স্ত্রী ফিরোজা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের অফিস সহকারী কামরুল হাসান ও তার স্ত্রী ডা. উম্মে হাবিবা, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর মো. সাইফুল ইসলাম, বরিশাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কার্যালয়ের সাবেক সহকারী প্রধান (নন মেডিকেল) বর্তমানে সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মীর রায়হান আলী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব রক্ষক মো. আনোয়ার হোসেনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক।

এ বিষয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে একদল কর্মকর্তা-কর্মচারী সিন্ডিকেট করে দুর্নীতি করছে, এমন অভিযোগের ভিত্তিতে ২০১৯ সাল থেকে আমরা একটি অনুসন্ধান টিম গঠন করি। এরই মধ্যে মালেকসহ ৪৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত চলছে। এদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আব্দুল মালেক ও তার স্ত্রীর নামে ঢাকায় সাতটি প্লট এবং এসব প্লটে চারটি বাড়ির সন্ধান পাওয়া গেছে বলেও তিনি জানান।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত নোটিশটি গত ১৫ সেপ্টেম্বর পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪’ এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে তাদের নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করার নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে, অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬ (২) উপধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

করোনার প্রকোপ শুরুর পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে তলব করে দুদক। এছাড়াও বিভিন্ন সময় সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ উপার্জনের অভিযোগ আছে। সবশেষ সাবেক মহাপরিচালকের গাড়ি চালক আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গাড়িচালক পদে কর্মরত হলেও র‌্যাবের অনুসন্ধানে তার ঢাকায় একাধিক বাড়িসহ ২৪টি ফ্ল্যাট, একাধিক গাড়ি ও অবৈধ অস্ত্র ব্যবহারের সন্ধান পাওয়া গেছে।

এছাড়াও কিছুদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আফজাল হোসেনের বিরুদ্ধেও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। পরে তার বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তারেক কালামের অবদান দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে

তারেক কালামের অবদান দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে

# সদরের উন্নয়নে তারেক কালাম ছিলেন আপোষহীন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সদরের প্রত্যেক দুর্যোগময় মুহুর্তে একেএম তারেক

খন্দকার মুক্তাদিরের পক্ষ থেকে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের কিতাব সহ শিক্ষা সরঞ্জাম বিতরণ

খন্দকার মুক্তাদিরের পক্ষ থেকে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের কিতাব সহ শিক্ষা সরঞ্জাম বিতরণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর পক্ষ থেকে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন রশিদ এর সহযোগিতায় সিলেটের এতিম মাদ্রাসার

দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: কাইয়ুম চৌধুরী

দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তিনি

ইসরাইলের মানবতাবিরোধী কর্মকান্ড থামাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: আজাদ উদ্দিন

ইসরাইলের মানবতাবিরোধী কর্মকান্ড থামাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: আজাদ উদ্দিন

সিলেটের সময় ডেস্ক ::  ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলী দখলদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন

ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের নতুন প্রিন্সিপাল গোলাম আহম্মদ খান

ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের নতুন প্রিন্সিপাল গোলাম আহম্মদ খান

লাখাই প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর গোলাম আহম্মদ খান গত ১৭ এপ্রিল সিলেট জেলার ফেঞ্চুগন্জ সরকারী কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন।

সিলেটের সকল সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা করে কাজ করা হবে: খন্দকার মুক্তাদির

সিলেটের সকল সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা করে কাজ করা হবে: খন্দকার মুক্তাদির

জনগণের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের সকল সমস্যা চিহ্নিত

জৈন্তাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ই এপ্রিল) দুপুর ১২:টায়

বিজিবির অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় পন্য আটক

বিজিবির অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় পন্য আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র আওতায়ধীন জৈন্তাপুর ও কানাইঘাট সীমন্তবর্তী বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান