editor
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি
জাতীয় সংসদে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’ আইন পাশ হওয়ার দিন-পনের যেতে না যেতেই স্থান নির্ধারণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এছাড়া আরও বেশ কিছু বিষয় নিয়ে হবিগঞ্জ জেলাজুড়ে চলছে বিতর্ক। বিষয়টি নিয়ে জলঘোলার মাঝেই সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন মনোরম শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সরকারি অর্থ সাশ্রয় ও পর্যাপ্ত জায়গা থাকার করণে একমাত্র বানিয়াচং উপজেলার নাগুড়া এলাকাই ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’র উপযুক্ত স্থান বলে মনে করছেন এই সাংসদ। এ ব্যাপারে বিস্তারিত সুযোগ-সুবিধা ও কার্যকরি দিকগুলো তোলে ধরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি।
গত সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান ফটকে নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এমপি আব্দুল মজিদ খান বলেন- সম্প্রতি জাতীয় সংসদে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’ আইন পাশ হওয়ার পর থেকে কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থান নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এছাড়া আরও বেশ কিছু বিষয় নিয়ে হবিগঞ্জ জেলাজুড়ে বিতর্ক চলছে। সে বিষয়গুলো জনগণের জানা দরকার।
তিনি বলেন- ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ জেলার একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ জেলাবাসীর বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ৫টি দাবি আদায়ের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। এগুলো হলো- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলায় রূপান্তর, বাল্লা স্থলবন্দর আধুনিকায়ন ও হবিগঞ্জ-সুনামগঞ্জ (বানিয়াচং-আজমিরীগঞ্জ-শাল্লা-দিরাই) আঞ্চলিক মহসড়ক নির্মাণ।
এমপি আব্দুল মজিদ খান বলেন- সম্প্রতি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনও সংসদে পাশ করা হয়েছে। কিন্তু জটিলতা দেখা দিয়েছে স্থান নির্ধারণ নিয়ে। প্রয়াত সংসদ সদস্য বাবু সুরঞ্জিত সেন গুপ্ত বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নে অবস্থিত নাগুড়া ধান গবেষণা ইনস্টিটিউটের এরিয়ার নিজস্ব জমি ও খাস জমিকে কাজে লাগিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব রেখেছিলেন। কিন্তু বিদ্যমান আইনে হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় কথাটি সংযুক্ত করে আইন পাশ করার কারণে বানিয়াচংয়ের ধান গবেষণা ইনস্টিটিউটের সবুজ চত্বর ও খাস জমি কাজে লাগানোর সুযোগ থাকছে না।
ধান গবেষণা ইনস্টিটিউটের এরিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সহজতর হত এবং কম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় চালু করা যেত গবেষণাগারের অবকাঠামোগত সুবিধা কাজে লাগিয়ে। বিকল্প স্থানে হলে ভূমি অধিগ্রহণ ও প্রায় ২ থেকে ৩শ’ একর ভূমি সহজলভ্য হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সুযোগ-সুবিধা উল্লেখ করে তিনি বলেন- নাগুড়া ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করলে অনেক সুবিধা হতো। সেই জায়গায় বর্তমানে নতুন ভবন নির্মাণ না করেও ক্লাস চালু করা যেত। এছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রচুর জায়গার প্রয়োজন। পুকুর-জলাশয়সহ বিভিন্ন গবেষণার জন্য সেখানে জায়গা লাগবে। যে জায়গা শুধুমাত্র সেখানেই আছে। ওই জায়গাতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হলে অন্তত একশ’ একর জায়গা সরকারের সাশ্রয় হবে। বাকি একশ’ একর জায়গা অধিগ্রহণ করে নিলেই বিশাল জায়গা হবে।
বিদ্যমান আইনটি সংশোধন কিংবা পরিমার্জন করতে হলে এখন একমাত্র প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিশেষ সুবিবেচনা প্রয়োজন বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, জেলা আওয়ামী লীগ নেতা তজজিম্মুল হক চৌধুরী। এ সময় হবিগঞ্জ জেলায় ও বানিয়াচং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সে আওয়ামী স্বৈরাচারের মদদপুষ্ট পরিষদ বাতিল করে প্রতিনিধিত্বশীল পরিচালনা পর্যদ গঠনের দাবি জানিয়েছেন
হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলা কমিটির আলোচনা সভা ২ ডিসেম্বর সোমবার দুপুরে এয়ারপোর্ট রোড মজুমদারীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত
লিজান গ্রুপ-ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন সিলেটের দুই কৃতি সন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আতাউর রহমান আতা ও
পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে
কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির উদ্যোগে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজ
নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ৯ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়া সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
নিউজ ডেস্ক: পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক গণ–অভ্যুত্থানে পতিত স্বৈরাচাররে দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন এলাকায়