হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে রাজনগরে যুবদলের মতবিনিময় সভা
রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা যুবদলের সাথে সিলেট বিভাগীয় টিমের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(০৫ অক্টোবর) মঙ্গলবার ,তৃণমূল যুবদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা যুবদল কতৃর্ক রাজনগর উপজেলায় যুবদলের বিভাগীয় টিমের দুপুর ১২ ঘঠিকা হইতে সারাদিন ব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, (সিলেট বিভাগীয়) সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাকির হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মুহিতের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ উল্লাহ তালুকদার সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার উদ্দিন সহ সভাপতি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি (সিলেট বিভাগ), জাহাঙ্গীর আলম দুলাল সহ-সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি, মিয়া মোহাম্মদ ইলিয়াছ সহ সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি (সিলেট বিভাগ) সভাপতি হবিগঞ্জ জেলা যুবদল, সিদ্দিকুর রহমান পাপলু আহবায়ক সিলেট জেলা যুবদল।
প্রধান অতিথি বক্তব্যে শহীদ উল্লাহ তালুকদার বলেন, সারাদেশে সরকার দলীয় নেতাকর্মীদের ধারা একের পর এক ধর্ষণ ঘটছে। আলবদর রাজাকারেরা মতো ঝাপিয়ে পরছে মা বোনদের উপরে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে সরকার দলীয় নেতাকর্মীদের ধর্ষণের খবর সারাবিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে। এসব ধর্ষকদের বিরুদ্ধে সারাদেশে জনগণ রাস্তায় নেমেছে। জনগণের পিঠ দেয়ালে লেগে গেছে, একসময় স্বৈরাচার এরশাদকে আন্দোলন করে সরিয়েছি। ঠিক অগণতান্ত্রিক সরকার আর জুর করে ক্ষমতায় তাকতে পারবেনা।
আমাদের প্রত্যেককে যার অবস্থান থেকে নিজেকে শক্তিশালী করতে হবে, দলকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন আন্দোলনের বিকল্পনেই।
আনসার উদ্দিন বক্তব্যে বলেন, দেশ আজ মহাসংকটে পুলিশ প্রশাসন আজ দেশের জনগণের উপর খবরদারী করতেছে, আইনের শাসন নেই, কথা বলার অধিকার নেই এই সংকট থেকে মুক্ত হতে গনতন্ত্র কে পূর্ণরুদ্ধার করতে জননেতা তারেক রহমানের দিক নির্দেশনা মতো এগিয়ে যেতে হবে। পুলিশের বাঁধা আর দালালী করে যুবদলের অগ্রযাত্রা কে প্রতিহত করা যাবে না।
মৌলভীবাজার জেলা যুবদলের দ্বায়িত্ব থাকা জাহাঙ্গীর আলম দুলাল সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদল নেতা বলেন – দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সারা দেশ ব্যাপী যুবদলকে সু – সংগঠিত করার লক্ষে কাজ করে যাচ্ছে। অগণতান্ত্রিক প্যাসিক সরকারের কাজে জিম্মি দেশের জনগণ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলনের বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুবদলের নেতাকর্মীদের সবার সামনে বিগত দিনের মতো আন্দোলনে এগিয়ে আসতে হবে।
এই মতবিনিময় সভায় রাজনগর উপজেলা কমিটি গঠন উপলক্ষে রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নের্ত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,ত্যাগী,পরীক্ষিত ও যোগ্য নেতারা তাদের যোগ্যতা অনুযায়ী পদ পান এবং যথাযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে,দলকে সুসংগঠিত করতে হবে ।
সমাপনি বক্তব্যে জাকির হোসেন উজ্জ্বল বলেন,দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করে বলেন,তৃণমুল যুবদলকে সুসংগঠিত করা লক্ষে আজকের এই মতবিনিময় সভা। তিনি আরও বলেন,যুবদল করতে হলে পুলিশের বাঁধা প্রতিহত করার মতো সাহসী হতে হবে কমিটি গঠনে ত্যাগী ও হামলা মামলায় নির্যাতিতদের অগ্রাধিকার প্রধান করা হবে। আগামীর সপ্ন দ্রষ্টা জননেতা তারেক রহমান যুবদল কে নিয়েই গনতন্ত্র পূর্ণ রুদ্ধার করতে কাজ করে যাচ্ছেন। যুবদলের আন্দোলনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। অগণতান্ত্রিক সরকারের পতন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।
Sharing is caring!