editor
প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক
আজ ২৮ অক্টোবর ২০২০, ১২ কার্তিক ১৪২৭ বাংলা, ১০ রবিউল আউয়াল ১৪৪২ আরবী, বুধবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৪৯২ – ক্রিস্টোফোর কলম্বাস কিউবা উপকুল আবিস্কার করেছিলেন। ১৬৩৮ – হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৭২৬ – জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়। ১৮৩১ – মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন। ১৮৮৬ – নিউইয়র্ক পোতাশ্রয়ে ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থাল্ড কর্তৃক নির্মিত স্টাচু অব লিবার্টি স্থাপন করা হয়। ১৯১৮ – চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯২০ – অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে। ১৯২৯ – ফ্লোরিডায় একটি বিমানে প্রথমবারের মতো শিশু জন্মের ঘটনা ঘটে। ১৯৪০ – ইতালি গ্রিস আক্রমণ করে। ১৯৪৪ – মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৫২ – গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ – কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি ঘটে। ১৯৬২ – গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন। ১৯৮৯ – ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়। ১৯৯১ – পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়। ২০০৬ – বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মিরা বৈঠা লগি নিয়ে নেমে পড়ে। এতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়তের সাথে সংঘর্ষে ১৮ জন নিহত হন।
জন্ম: ১৫৮৫ – কর্নেলিয়াস জান্সেন, তিনি ছিলেন ডাচ বিশপ ও ধর্মতত্ত্ববিদ। ১৬৯৬ – মরিস ডি সাক্সে, তিনি ছিলেন ফ্রান্সের মার্শাল জেনারেল। ১৮০৪ – পিয়ের ফ্রাসোয়া ভেরহুলস্ট, তিনি ছিলেন বেলজিয়ান গণিতবিদ ও তাত্তিক। ১৮৬৭ – ভগিনী নিবেদিতা, আইরিশ বংশোদ্ভূত ভারতীয় নার্সের, শিক্ষাব্রতী ও লেখিকা। ১৯১২ – ব্রিটিশ শারীরবিজ্ঞানী রিচার্ড ডল জন্মগ্রহন করেন। ১৯১৩ – ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক ডগলাস সেয়ালে জন্মগ্রহন করেন। ১৯১৩ – ডগলাস সেয়ালে, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক। ১৯১৪ – নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ জন্মগ্রহন করেন। ১৯১৪ – পোলিও প্রতিরোধক ওষুধের মার্কিন উদ্ভাবক জোনাস সল্ক। ১৯৩৮ – অ্যানা পেরি, তিনি ইংরেজ লেখক। ১৯৫৫ – বিল গেটস, তিনি মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা ও সাবেক সি ই ও। ১৯৬৩ – ইরোস রামাযোট্,ি তিনি ইতালীয় গায়ক, গীতিকার ও গিটার। ১৯৬৭ – অভিনেত্রী জুলিয়া রবার্টস। ১৯৮০ – অ্যালান স্মিথ, তিনি একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। ১৯৮৪ – ওবাফেমি মারটিন্স, তিনি নাইজেরিয়ান ফুটবলার।
মৃত্যু: ০৩১২ – মাক্সেন্টিউস, তিনি ছিলেন রোমান সম্রাট। ১৬২৭ – মোগল সম্রাট জাহাঙ্গীর। ১৭০৪ – জন লক, তিনি ছিলেন প্রভাবশালী ইংরেজ দার্শনিক ছিলেন। ১৮৯৪ – বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী মৃত্যুবরণ করেন। ১৯০০ – ম্যাক্স মুলার, তিনি ছিলেন বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক। ১৯৫২ – বিলি হিউজেস, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৭ তম প্রধানমন্ত্রী। ১৯৭১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে সম্মুুখযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শহীদ হন। ১৯৭৩ – তাহা হুসাইন, তিনি ছিলেন মিশরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক। ১৯৯৮ – টেড হিউজেস, তিনি ছিলেন ইংরেজ লেখক, কবি, নাট্যকার। ২০০৫ – রিচার্ড এরেট স্মোলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ। ১৯৭১ – বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশী শহীদ মুক্তিযোদ্ধা। ২০০২ – অন্নদাশঙ্কর রায়, তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক।
8 ঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে।
4 হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশের। ১৮ বলে ৭ ছক্কায় আবু হায়দার রনি ফিফটি হাঁকালেও তা দলকে
6 বিভিন্ন দেশের অসংখ্য অবৈধ প্রবাসী বসবাস করেন সৌদি আরবে। অনেকদিন ধরেই তাদের দেশে ফেরা আরও সহজ করতে কাজ করছে
2 প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেছেন, সমাজ, দেশ ও রাষ্ট্রে মুলত অশান্তি সৃষ্টির কারণ চারটি টি-প্রাণ,
5 জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আগামীকাল (রোববার) অনুষ্ঠিত
2 গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার সরকারে থাকা মোট ৩৭ জন শীর্ষ
7 মহান রুশ বিপ্লবের ১০৮ তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪ টায়
3 ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিশাল র্যালি অনুষ্ঠিত