editor
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
স্পোর্টস ডেস্ক:: প্রথমে বল হাতে তাসকিন আহমেদ আগুন ঝরালেন ঢাকার ব্যাটারদের ওপর, এরপর ঢাকার বোলারদের বেদড়ক পেটালেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। এই দু’জনের ব্যাটিং এবং বোলিংয়ে দূর্বার রাজশাহীর সামনে দাঁড়াতেই পারলো না নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। ১১ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো দূর্বার রাজশাহী।
বিপিএলে এবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বেশ ভালোই দেখা যাচ্ছে। প্রায় প্রতিটি ম্যাচেই রান উঠছে। চার-ছক্কার নহর বইছে। আজ বৃহস্পতিবারও যেমন মোটামুটি হাই স্কোরিং ম্যাচ হলো। নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ১৭৪ রান করেও নিরাপদ থাকলো না।
অধিনায়ক এনামুল হক বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে এবারের বিপিএলে প্রথম জয় পেলো দূর্বার রাজশাহী। টানা দ্বিতীয় ম্যাচ হারলো ঢাকা ক্যাপিটালস।
বল হাতে প্রথমে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। যা বিপিএলের ইতিহাসে সেরা বোলিং। এরপর ৪৬ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। তার ইনিংস সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায়।
বিপি়এলে আজ বৃহস্পতিবার দিনটা তাসকিন আহমেদের বলতেই হয়। মোহাম্মদ আমিরের রেকর্ড ভেঙে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসের সেরা বোলিং করে শুরুতেই দুর্বার রাজশাহীর জন্য দিনটিকে রঙিন করে দিয়েছিলেন ডানহাতি এই পেসার। মাত্র ১৯ রানে ৭ উইকেট নেন তিনি। তাসকিনের রঙিন করা দিনটি শেষ হয়েছে রাজশাহীর ব্যাটারদের উজ্জ্বল পারফরম্যান্সে।
ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এনামুল হক বিজয় ও জিম্বাবুইয়ান ব্যাটার রায়ান বার্লের ফিফটিতে ৩ উইকেট হারিয়েই ১৮.১ ওভারে জয় পেয়েছে রাজশাহী। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে এবারের মৌসুমের প্রথম জয়টি পেয়েছে দেশের উত্তরাঞ্চলের দলটি।
বৃহস্পতিবার কুয়াশাচ্ছন্ন দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। শুরুতেই তারা খায় বড় ধাক্কা। তাসকিনের দুর্দান্ত এক বাউন্সে ব্যাট পেতে দিয়ে লিটন দাস ফেরেন ৫ বলে শূন্য রান করে।
আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও তুলে নেন তাসকিনই। তামিম ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ১০ বলে ফেরেন ৯ করে। ১৪ রানে ২ উইকেট হারায় ঢাকা।
সেখান থেকে স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে ঢাকা। ২৯ বলে ৪৬ করে আউট হন এসকিনাজি, দিপু ৪১ বলে ৭ বাউন্ডারিতে করেন ৫০।
এছাড়া থিসারা পেরেরা ৯ বলে ২১, শুভম রানজান ১৩ বলে ২৪ এবং আলাউদ্দিন বাবুর ব্যাট থেকে আসে ৯ বলে ১৩ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭৪ রান করে ঢাকা।
জবাব দিতে নেমে শুরুতে মারকুটে ব্যাটিং শুরু করেছিলেন রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস; কিন্তু এক চার ও এক ছক্কা হাঁকিয়েই মোস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারের পঞ্চম বলে আউট হন তিনি। ৫ বলে ১২ রান করে স্টিফেন এসকিনাজির তালুবন্দি হন ডানহাতি এই ব্যাটার।
প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে শূন্য রানে আউট হওয়া জিসান আলম আজও রানের খাতা খুলতে পারেননি। ৮ বলে শূন্য করে মাহিদুল ইসলামের বলে থিসারা পেরারার হাতে ক্যাচ হন তিনি।
তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি করেন এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বি। ২০ বলে ২২ রান করে সাজঘরে ফেরত যান রাব্বি। আলাউদ্দিন বাবুর বলে তানজিদ হাসানের তালুবন্দি হন প্রথম ম্যাচ কাঁপানো ডানহাতি ব্যাটার
রায়ার্ন বার্লকে নিয়ে বাকি কাজ করেন বিজয়। ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটি করে রাজশাহীকে জয়ের বন্দরে নিয়ে যান দুই ব্যাটার। ৪৬ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। দুর্দান্ত ইনিংস খেলার পথে ৯ চার ৩ ছক্কা হাঁকান রাজশাহী অধিনায়ক। বার্ল করেন ৩৩ বলে ৫৫ রান। জিম্বাবুয়ান বাঁহাতি ব্যাটারের ব্যাট থেকে বেরিয়ে আসে ৫ চার ও ৩ ছক্কার মার। এতে ৭ উইকেট আর ১১ বল হাতে জয় পায় রাজশাহী।
তাসকিন আহমেদ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৭টি উইকেট। বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের পাশাপাশি স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং এটি। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তাসকিন আহমেদ।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক স্পোর্টস ও কালচারাল উইক-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে কলেজের
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বুধবার
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যলয়ে
সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জরুরী কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নগরের ১০ এলাকায় বিদ্যুৎ বন্ধের
সিলেট মহানগর পুলিশের অভিযানে আরও সাত তরুণ-তরুণী আটক হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে অসামাজিক কাজের দায়ে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ
আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯০
নিউজ ডেস্ক:: জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, তার সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের
বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার ও মানবজাতির কল্যাণকামী দেব-মানব পূজ্য আর্য্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকীর পুণ্যস্মৃতি স্মরণে সিলেটে