editor

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫

জুড়ীতে ভাতা আত্মসাৎকারীর বিরুদ্ধে মানববন্ধন

জুড়ীতে ভাতা আত্মসাৎকারীর বিরুদ্ধে মানববন্ধন

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে মাতৃত্বকালীন ভাতা আত্মসাৎকারী প্রাইম ব্যাংকিং এজেন্ট জুড়ী শাখার পরিচালক প্রতারক সাব্বির আহমেদের বিচার ও ভোক্তভোগীদের সরকারি ভাতার টাকা ফেরত দেওয়ার দাবীতে ভোক্তভোগী জনসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) জুড়ী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোক্তভোগী নারীরা বলেন, অবিলম্বে আমাদের ভাতার সরকারি টাকা ফেরত না দিলে প্রতারক সাব্বিরের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন করা হবে।

জানা যায়, কয়েকদিন ধরে মহিলা বিষয়ক অফিস কতৃক প্রদেয় সরকারি মাতৃত্বকালীন ভাত প্রাপ্ত হতদরিদ্র নারীরা ভাতা আত্মসাৎ এর অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও কোন সুরাহা পাননি ভুক্তভোগী নারীরার। ফলে গত রবিবার (১ জুন) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী নারী।

ইউএনও অফিসে অভিযোগ সূত্রে জানা যায়, বিগত বছরে তাদের নাম মাতৃত্বকালীন ভাতায় চুড়ান্তভাবে তালিকাভূক্ত হয়। অফিসে ফরম জমা দেওয়ার সময় মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা মোঃ সুজা উদ্দৌলার সামনের টেবিলে বসে থাকা সাব্বির আহমেদ সকলের ফাইল জমা নেয়। কাগজপত্র জমা নেওয়ার পর সাব্বির নিজেই (সাব্বিরের নিজস্ব এজেন্ট ব্যাংকিং) প্রাইম ব্যাংকের এজেন্টে শাখায় সকলকে একাউন্ট খুলতে চাপ দিয়ে একাউন্ট খোলান। পরে বিভিন্ন সময় সরকার কর্তৃক ভাতা একাউন্টে আসলেও সাব্বির তার এজেন্ট ব্যাংকিং থেকে টাকা দিতে নানা টালবাহানা শুরু করেন‌। কিছু টাকা দেওয়ার পর কৌশলী সাব্বির একাউন্ট থেকে টাকা হ্যাকাররা নিয়ে গেছে এমন কথা বলে নারীদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। মাসের পর মাস ভোক্তভোগী নারীরা প্রাইম এজেন্ট ব্যাংক, মহিলা বিষয়ক অফিস ও সাব্বিরের কাছে ধরনা দিলেও এর কোন সমাধান না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে প্রতিবাদ শুরু করেন। এ সময় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।

সরজমিনে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে ভাতা প্রাপ্ত হতদরিদ্র ১৫/২০ জন নারী জানান, অভিযুক্ত সাব্বির বেশ কয়েকবছর ধরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে খন্ডকালীন হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় নিজেই প্রাইম ব্যাংকের এজেন্ট শাখা এনে ওই শাখায় হতদরিদ্র মহিলাদের অ্যাকাউন্ট খুলে অফিসের কর্মকর্তা মোঃ সুজা উদ্দৌলার যোগসাজশে প্রতারণা করে তাদের মাতৃত্বকালীন ভাতার টাকা হাতিয়ে নেন। অবশেষে কোন সুরাহা না পেয়ে ভোক্তভোগী নারীরা উপজেলা নিবার্হী অফিসার বাবলু সূত্র ধর এর নিকট আত্মসাৎ এর টাকা ফেরত পেতে সাব্বির ও সুজাউদ্দৌলার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে সাব্বির আহমেদের মুঠোফোনে ফোন দিলে সে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, গ্রাহকদের টাকা হ্যাকাররা নিয়েছে। আমার কিছু করার নেই।

এবিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মোঃ সুজাউদ্দৌলা সাব্বির এই অফিসে কর্মরত ছিল বিষয়টি স্বীকার করলেও তাকে বাঁচাতে নানা দায়সারা বক্তব্য দিয়ে বিভিন্ন তথ্য গোপন করে বলেন, এ বিষয়ে আমার ম্যাডামের অনুমতি ছাড়া কোন কথা বলতে পারব না।

অভিযোগের বিষয়ে প্রাইম ব্যাংকর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক ফ্লোরা ইয়াসমিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্র ধর জানান, সাব্বিরের অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলার মিটিং ও আলোচনা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী নারীদের অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে চলছে বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’

সিলেটে চলছে বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’

সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’। শনিবার (২১ জুন) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ

ধোপাগুলে ব্যবসায়ী শ্রমিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ধোপাগুলে ব্যবসায়ী শ্রমিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সম্প্রতি সিলেটের জেলা প্রশাসন কর্তৃক এ অঞ্চলের হাজারো মানুষের কর্মসংস্থান স্টোন ক্রাশার সমূহ উচ্ছেদ তৎপরতা এবং এসব পাথর শিল্পের বিদ্যুৎ

মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জন এখন সময়ের দাবি

মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জন এখন সময়ের দাবি

সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, গণমাধ্যম কখনোই সংবিধানের বাইরে নয়; বরং এটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ,

মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জন এখন সময়ের দাবি

মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জন এখন সময়ের দাবি

সিলেটের সময় :: সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, গণমাধ্যম কখনোই সংবিধানের বাইরে নয়; বরং এটি রাষ্ট্রের

তরুণদের মেধা ও সাহসিকতাই পারে দেশকে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে : মুক্তাদির

তরুণদের মেধা ও সাহসিকতাই পারে দেশকে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে : মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৫ আগস্ট পরবর্তী আমরা একটি নতুন দেশ পেয়েছি। কিন্তু গত

বিএনপি ক্ষমতায় আসলে দেশের সব সমস্যার সমাধান হবে : খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপি ক্ষমতায় আসলে দেশের সব সমস্যার সমাধান হবে : খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ১৫ বছরে প্রশাসনের সকল শাখায়

পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও অভিষেক

পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও অভিষেক

পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার (২০ জুন) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ পূর্ব পাগলাস্থ পঞ্চগ্রাম উচ্চ

ডাঃ জুবাইদা রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদের বৃক্ষরোপণ

ডাঃ জুবাইদা রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদের বৃক্ষরোপণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিণী, দক্ষিণ সুরমার সিলামের রত্নগর্ভা সন্তান, প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে