editor
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুন ২, ২০২৫
অর্থ মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি ও এসআইসিআইপি প্রজেক্টের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসাইন বলেছেন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। তরুণরা উদ্যোক্তা হতে এগিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে ও আমাদের উদ্যোগ স্বার্থক হবে।
তিনি বলেন, আমাদের বিশাল জনগোষ্ঠীর সবাইকে চাকরি প্রদান করা সম্ভব নয়। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে, তাঁরা সম্পদে পরিণত হয়ে সত্যিকার অর্থে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে উদ্যোক্তাদের নতুনত্ব নিয়ে আসার বিকল্প নেই।
তিনি আরো বলেন, সিলেটের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। পর্যটন শিল্প ও ইন্ডাস্ট্রির বিকাশ ঘটলে সিলেটের অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। এক্ষেত্রে প্রবাসীদেরও বিনিয়োগের জন্য আকৃষ্ট করতে হবে।
সিলেটে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের যৌথ উদ্যাগে ও পূবালী ব্যাংক পিএলসি’র বাস্তবায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (২ জুন) সকালে নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্সহলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সিলেটের ২৫ জন উদ্যোক্তা।
পূবালী ব্যাংকের সিলেট শাখার প্রিন্সিপাল অফিসার ডালিয়া আক্তার এর সঞ্চালনায় এবং বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর ও এসআইসিআইপি প্রজেক্ট এর প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি ও ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মো. মাহফুজুল আলম খান, পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান, অর্থ বিভাগের ডেপুটি সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা আক্তার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর পূবালী ব্যাংক পিএলসি দরগাহ গেইট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোছা. মাকসুদা বেগম এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর মো. মঞ্জুর হাসান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ, সিলেট শাখা সহকারী মহা-ব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, সিলেট পূর্বাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক উজ্জ্বল হালদার, শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক মো. মহিদুল ইসলাম, শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক ছহুল আবিদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ
জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট গ্যাস ফিল্ডস্ লিমিটেড অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই বছর মেয়াদি ২০২৬ ২০২৭ মেয়াদের নির্বাচনের জন্য তফসিল
চুনারুঘাট প্রতিনিধি:: হবিগঞ্জ চুনারুঘাটের অবৈধ মাহি এন্টারপ্রাইজের মালিক প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে এক প্রবাসীকে বিদেশে পাঠিয়ে প্রতারনা ও নির্যাতনের অভিযোগে
জৈন্তাপুর সংবাদদাতা:: সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকা থেকে ২৭ লক্ষ টাকার ভারতীয়
লাখাই প্রতিনিধি:: লাখাইয়ে এই প্রথম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ ভূমি সংক্রান্ত ফৌজদারি সি আর মামলা নং ১০০/২০২৪
শ্রীমঙ্গল প্রতিনিধি: পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভার অধীনস্থ শহরের সৌন্দর্য রক্ষা ও শহরকে যানজটমুক্ত করা এবং সাধারণ পথচারীদের
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক প্রফেসর গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্টার মধ্যে দিয়ে জুলাই শহিদদের প্রতি
প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলন ইউকে এর উদ্যোগে ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারের হলরুমে সোমবার (১৪ জুলাই) এক আনন্দ সভা