admin
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪
জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহীনা আক্তার এর সভাপতিত্বে ও বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের প্রশিক্ষক নাজমা পারভীনের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া।
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, কন্যাশিশুর অভিভাবক সাবিনা ইয়াসমীন শিল্পী, শিশুদের পক্ষে বক্তব্য রাখেন মাহামিদ ফারাবী মাসনুন, নুজাইফা হানিফ তাহা প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক সুবর্ণা সরকার বলেন, কন্যাশিশুদের অধিকার বিষয়ে পারিবারিক ও সামাজিক ভাবে আরো সচেতন হতে হবে। কন্যাশিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে পরিপূর্ণভাবে সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলতে পারলে তারাই দেশের নেতৃত্বে অংশীদার হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি পিতা-মাতা ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের সফলতা অর্জন পিতা-মাতার জন্য গর্ব, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে সম অধিকার দিয়ে তাদেরক এগিয়ে নিতে হবে। ছেলেদের মত মেয়েদের দায়িত্ব ও যত্ন নিলে আর কন্যা দিবস পালন করতে হবে না।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মালঞ্চপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডবে নগদ অর্থ সহায়তার অংশ হিসেবে শনিবার ৩৭
অনলাইন ডেস্ক ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধি ভারতের উত্তরাখন্ডে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে পড়ল বরযাত্রী বোঝাই বাস। মৃত অন্তত ৩০। আহত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ ২০২৬ সালের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গঠনের হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য
অনলাইন ডেস্ক বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।
অনলাইন ডেস্ক সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত
বাসস: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভালো বিক্রি হওয়ায় রাজধানীর শপিং সেন্টার, ফ্যাশন হাউস ও অন্যান্য