সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চালানো অভিযানে অস্ত্র উদ্ধার মামলায় সাইফুর রহমানকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকালে আদালতে হাজির করা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রাষ্ট্রপক্ষের এপিপি খোকন কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করেছে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। অভিযুক্ত এসব কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে।
এদিকে তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৬ জনকে আসামি করে এসএমপির শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিত ওই তরুণীর স্বামী মাইদুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এরপর পুলিশ-র্যাব-৯ সিলেটের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করে। এরপর সবাইকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। এরমধ্যে রিমান্ড শেষে আলোচিত এ মামলার সব আসামিই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।