editor
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
এতদ্বারা সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, জেলা – সিলেট, উপজেলা -সদর, জে,এল,নং ৯২ মৌজা-আম্বরখানাস্ত নিম্ন তপশীল বর্ণিত ভুমি খরিদ করার উদ্দেশ্যে প্রকৃত মালিকগনের সাথে আমার মোয়াক্কেল জনাব হোসেন আহমেদ রুহুল, পিতা মরহুম হাজী বাদশা মিয়া, সাকিন,(সুরুজ মিয়ার বাড়ী) ৩ নং রোড বরইকান্দি,পোস্ট সিলেট থানা দক্ষিণ সুরমা,জেলা-সিলেট গং, ২ খানা পৃথক নিবন্ধিত কবালা মূলে (দলিল নং-৮২২/২০২০ ইং ও ৯২৮০/২০১৯ ইং) বায়নাপত্র করিয়াছেন। সুতরাং তপশীল বর্ণিত ভুমি সংক্রান্তে কোন সরকারী, বেসরকারি, স্বায়িত্ব শায়িত প্রতিষ্ঠান, ব্যাংকবীমা,আর্থিক প্রতিষ্ঠান কিংবা কাহারো কোন প্রকার স্বত্ব সম্পকিত দাবি দাওয়া কিংবা আপত্তি থাকিলে নিম্নে স্বাক্ষরকারীর সহিত বিজ্ঞপ্তি প্রকাশের ০৫ (পাঁচ) দিনের মধ্যে যোগাযোগ করিয়া লিখিত ভাবে পেশ করার জন্য অনুরোধ করা যাইতেছে । নিদিষ্ট সময়ের মধ্যে আপত্তি দাখিল করা না হইলে পরে সর্বোতভাবে তাহা অগ্রাহ্য হইবে এবং নিম্নে তপশীল বর্ণিত ভুমি সম্পূর্ণ নির্ভেজাল বলিয়া গণ্য হইবে এবং কাহারও কোন প্রকার ওজর আপত্তি নাই বলিয়া বিবেচিত হইবে ।
তপশীল
জেলা-সিলেট, উপজেলা-সদর,জে এল নং এস এ ৯২ বি/এস ৭৪ এস এ খতিয়ান নং ৩০৬ বি/এস খতিয়ান নং – ডি পি, ৩৭২০ নামজারী খতিয়ান খতিয়ান নং ৫০৪৯ এস এ দাগ ৪১, বি এস দাগ নং ২২৬৪/২৩২৭. পরিমাণ ০.০০৩৩ একর বা তেত্রিশ পয়েন্ট এস এ দাগ নং ৪২,বি এস দাগ নং ১৮৪৪/২০১৩ পরিমাণ ০.০১৮০ একর বা এক শতক আশি পয়েন্ট ভুমি । এস এ খতিয়ান নং ৩০৬, বি এস খতিয়ান নং ডি পি ৩৭২২ নামজারী খতিয়ান নং ৫১২০ এস এ দাগ ৪২ বি এস দাগ নং ১৮৪৪/২০১৪ বাড়ী রকম ০.০৫ একর বা পাঁচ শতক ভুমি ।
অ্যাডভোকেট মো. আব্দুল জলিল খোকন
কোর্ট চেম্বারঃ বার হল নং-৪, জজ কোর্ট সিলেট
মোবাইল +৮৮০১৭১১৩৩৪৬৩৮
১৯/১১/২০ইং, বৃহস্পতিবার
ষড়যন্ত্রকারীদের দ্বারা বিএনপির প্রাণের স্পন্দন, শহিদ জিয়াকে অবমাননা করা কোনভাবেই বিএনপি ছেড়ে দেবেনা। সবাইকে এখন থেকে সচেতন থাকতে হবে। সোশ্যাল
নবগঠিত মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা সোমবার অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে রিকাবীবাজার পয়েন্ট হয়ে
সিলেটের কাজিরবাজার এলাকায় ঘরোয়া হোটেলের কর্মচারী রুমন মিয়াকে হত্যার প্রতিবাদে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ১৯৩৩ এর
গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রিন্স সালাম মুকিতকে সংবর্ধনা প্রদান। সোমবার
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মরহুম আশরাফ উদ্দিন জুয়েলের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের ভেতরে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে,
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” মৌলভীবাজার জেলা কমিটি