editor
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
অনলাইন ডেস্ক
ঘরের মাঠে জয় পেতে ঘাম ছুটে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১-০ গোলে ওয়েস্ট ব্রমকে হারিয়েছে রেড ডেভিলরা। আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্দশ মিনিটে অঁতনি মার্শিয়ালের শট ফেরান ওয়েস্ট ব্রম গোলরক্ষক। ২১তম মিনিটে লিড নিতে পারতো ওয়েস্ট ব্রম। কারল্যান গ্র্যান্টের শট ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের পায়ে লেগে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৩ মিনিটে হুয়ান মাতার শট সেমি আজায়ির হাতে লাগলে পেনাল্টি পায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের নেয়া দুর্বল শট ঠেকিয়ে দেন ওয়েস্ট ব্রম গোলরক্ষক স্যাম জনস্টন। কিন্তু শট নেয়ার আগেই গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় দ্বিতীয়বার পেনাল্টির নির্দেশ নেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি পর্তুগিজ মিডফিল্ডার। আরেক ম্যাচে টটেনহ্যামের ঘরের মাঠে পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। স্পার্সদের এগিয়ে দেন সন হিয়ুং মিন। সিটিজেনদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ডের। আগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করা সিটিজেনরা সমতায় ফিরতে পারতো দশম মিনিটেই। ডিবক্সে গ্যাব্রিয়েল জেসুস বল হারালে গোলের সুযোগ পান কেভিন ডি ব্রুইনা। বেলজিক মিডফিল্ডারের শট জেসুসে গায়ে লেগে ফেরে। চতুর্দশ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় হ্যারি কেনের গোল। ২৭তম মিনিটে ম্যানসিটির আইমেরিক লাপোর্তের গোল ভিএআর দেখে বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন জিওভান্নি লো সেলসো। মাঠে নামার ৩৫ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। ৬৫ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় হোসে মরিনহোর দলের।
এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে টটেনহ্যাম। ৯ ম্যাচে স্পার্সদের সংগ্রহ ২০ পয়েন্ট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে ম্যানসিটি। সমান ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ম্যানইউ।
3 সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি ও ৩ নং খাদিম নগর ইউনিয়ন যুবদলের দায়িত্ব পাপ্ত নজরুল ইসলাম বলেছেন, দেশের মানুষের
6 সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারকে তার দায়িত্ব থেকে অব্যাহতিপূর্বক একটি চিঠি গত ২৮ সেপ্টেম্বর
7 সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় বিশুদ্ধ পানির
8 সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক
4 সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী
2 খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মহা সম্মেলন সফল হওয়ায় সিলেটের সর্বস্থরের তাওহীদি জনতা, খাদিমুল কুরআন
6 চেতনা যুব পরিষদ সিলেটের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। গত শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট
7 চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (০৯