editor

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

গোলাপগঞ্জের ৩ কিলোটিমটার সড়কের জন্য হাজারো মানুষের দুর্ভোগ

গোলাপগঞ্জের ৩ কিলোটিমটার সড়কের জন্য হাজারো মানুষের দুর্ভোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুরের আলমপুর-মাসুরা (খুর্শিদের খেয়াঘাট) সড়ক এখন বিলীন হওয়ার পথে। এ সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় দুই যুগ ধরে। আলমপুর খালের ভাঙ্গনে প্রায় ৩ কিলোমিটার সড়ক এখন অস্তিত্ব সংকটে। একের পর এক রাস্তাটি বিলীন হয়ে গেলেও সংস্কারে নেই কোন উদ্যোগ। এতে দুর্ভোগে রয়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার উত্তর বাদেপাশা ও ভাদেশ্বর এ দুই ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে উত্তর আলমপুরের আলমপুর-মাসুরা (খুর্শিদের খেয়াঘাট) সড়ক। সড়কটি আধা কিলোমিটার বাদেপাশা ইউনিয়নের অধীনে থাকলেও আড়াই কিলোমিটার ভাদেশ্বর ইউনিয়নের অধীনে রয়েছে। এ সড়ক দিয়ে ছিলিমপুর, খাটাকালির পাড়, কুশিয়ারা পুলিশ ফাঁড়ি, কোনাগাঁও, উত্তর আলমপুর, কুলিয়া, কেউটকোনা, রাকুয়ারবাজার, দক্ষিণ আলমপুর, বাগলা, সুপারটেক, সোনার পাড়া ও কালাইন সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার লোকজন যাতায়াত করেন।
ভাঙ্গণের কারণে সড়কটি ক্রমেই বিলীন হওয়ার ফলে শিক্ষার্থীসহ এসব এলাকার সকল বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। কোন রোগী নিয়ে আসতে হলে পলো কিংবা বাশের মাচাং দিয়ে পায়ে হেটে ৩কিলোমিটার রাস্তা আসতে হয়। অনেক গর্ভবর্তী নারীর প্রসব হয়েছে সড়কে। রাস্তা না থাকার ফলে কৃষকরা শহরে এনে ফসল বিক্রি করতে পারছেন না। ফলে বিশাল এ এলাকার কৃষি জমি রয়েছে পতিত অবস্থায়।
সরেজমিন গিয়ে দেখা যায়, সংস্কারের অভাবে সড়কটি এখন অস্তিত্ব সংকটে। দীর্ঘদিন সড়কটি উন্নয়নের ছোঁয়া না লাগায় সরু আলপথে পরিণত হয়েছে। পাশ দিয়ে ভয়ে যাওয়া আলমপুর খালের ভাঙ্গনে বিলীন হওয়ার উপক্রম সড়কটির। মাসুরা গ্রামের বায়োবৃদ্ধ কৃষক আরব আলী আক্ষেপ করে বলেন, এক সময় আলমপুরের এই রাস্তা দিয়ে যানবাহনও চলাচল করতো। এখন যানবাহন চলাচল দূরের কথা মানুষ চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।
উত্তর আলমপুর গ্রামের প্রবাসী ফারুক আলী বলেন, আমরা প্রবাসে থাকি। কিন্ত এলাকার এসে যখন রাস্তাঘাটেত এই অবস্থা দেখি তখন আর এলাকায় আসতে মন চায় না। রাস্তা না থাকার ফলে আমরা পায়ে হেটে ৩ কিলোমিটার যাতায়াত করতে হয়। ছিলিমপুর গ্রামের হাফিজ আব্দুল হক বলেন, আমাদের দুর্গতির কোন শেষ নেই। এলাকাবাসী বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও আমাদের এ রাস্তাটি মেরামতে কেউ এগিয়ে আসছে না।
এদিকে গত ৯ সেপ্টেম্বর আলমপুরের আলমপুর-মাসুরা (খুর্শিদের খেয়াঘাট) সড়ক সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আদেবদন করেন এলাকাবাসী। এরপর উপজেলা নির্বাহী বর্মকর্তা মামুনুর রহমান ও উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান এ রাস্তাটি পরিদর্শন করেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, রাস্তাটি পরিদর্শন করেছি। এখন সার্ভে করে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠাবো এবং স্থানীয় এমপিকে মহোদয়কেও এ বিষয়ে অবহিত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, রাস্তাটি আসলেই অস্তিত্ব সংকটে সরেজমিন পরিদর্শনে গিয়ে বুঝতে পেরেছি। শিগগিরই মেরামতের জন্য মন্ত্রণলয়ে প্রস্তাব পাঠানো হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ পুজোর মাঝে জমিদার বাড়ির দুর্গামন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গায়ে থাকা ২৫ লক্ষ টাকার

বড়লেখায় মাদরাসার বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

বড়লেখায় মাদরাসার বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

মো. সামছুল ইসলাম,(জুড়ী): মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর আইডিয়াল মাদরাসায় পল্লী বিদ্যুৎতের বড়লেখা জোনালে প্রথম নেট মিটার স্থাপন করা

লাখাইয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জি কে গউছ

লাখাইয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জি কে গউছ

লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার স্বজনগ্রাম গুপ্তহাটি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, রাঢ়িশাল দাসপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ বুল্লা মহামায়া যুব সংঘ সর্বজনীন পূজা

মেধা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা অতিব জরুরি : কয়েস লোদী

মেধা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা অতিব জরুরি : কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আনন্দঘন পরিবেশে থাকতেই শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করে। শাসন, নিয়ন্ত্রণ,

যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের ফলপ্রসূ বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের ফলপ্রসূ বৈঠক

অনলাইন ডেস্ক বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা একটি মহলের

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা একটি মহলের

সিলেট চেম্বার ও মোহামেডান স্পোটিং ক্লাবসহ বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে ফালাহ উদ্দিন আলী আহমদ ও তার ভাতিজা ফখর উস সালেহিন

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাব গঠনতান্ত্রিকভাবে পুনর্গঠনের আহবান

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাব গঠনতান্ত্রিকভাবে পুনর্গঠনের আহবান

বিভিন্ন সংবাদপত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট এর কমিটি পুনর্গঠনের সংবাদ দেখে বিস্মিত হয়েছেন কমিটির একাধিক কর্মকর্তা। শনিবার এক বিবৃতিতে তারা

দক্ষিণ সুরমায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইমদাদ চৌধুরী

দক্ষিণ সুরমায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইমদাদ চৌধুরী

দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের শিববাড়ি মহামায়া পূজা মণ্ডপ পরিদর্শন করছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শনিবার (১২