Daily Sylheter Somoy
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর বাগবাড়ি নরশিংটিলার জালালী আ/ এ ৩৬ নং বাসার সত্তাধিকারী লন্ডন প্রবাসী মঈনউদ্দিনের বাসা, ভুমিখেকো তাজউদ্দিন খান শিশু কতৃক দখলের পায়তারা। ভুমিখেকো শিশু প্রবাসী মঈন উদ্দিনের বাসার ভাড়াটিয়া কো এক সপ্তাহের মধ্যে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ০৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটে। এব্যাপারে মাওলানা মঈন উদ্দিনের ভাগনা মুহিউদ্দিন আহমদ চৌধুরী কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার সাধারণ ডায়েরী নং ৭০২ তারিখ- ০৮/১০/২০ ইং
সরেজমিন অনুসন্ধানে জানাযায়, মাওলানা মঈনউদ্দীন দীর্ঘকাল যাবত লন্ডন আছেন।মাঝে মাঝে দেশে আসলে তিনি এই বাসায় বসবাস করেন। উনি চলে যাবার পর বাসাটি দেখাশুনা করেন তাহার ভগ্নিপুত্র বাগবাড়ির বাসিন্দা মহিউদ্দিন আহমদ চৌধুরী।মহিউদ্দিনের নিজস্ব বাসা থাকায় তিনি একটি পরিবার কে মঈন উদ্দিনের বাসার একটি অংশ ভাড়া দেন। প্রতিদিন তিনি এসে খোঁজ খবর নেন। এমতাবস্থায় ০৭ অক্টোবর রাত আনুমানিক রাত সাড়ে ৮ ঘটিকার সময় ভুমিখেকো তাজউদ্দিন খাঁন শিশু অজ্ঞাত দুই জন লোক সাথে নিয়ে হুট করে বাসায় অনুপ্রবেশ করে। বাসার ভাড়াটিয়া রনি আহমদ ও মাকে ডেকে বের করে বলে,তোমার বাসার মালিক মারা গেছেন।আজ থেকে এই বাসা আমার।তুমি এখন থেকে আমাকে বাসার ভাড়া দিবে।আর অন্য সব রুমের সকল তালার চাবি আমাকে দিবে। নয়তো তোমাকে ও তোমাদের সবাইকে জোর করে তাড়িয়ে দিবো।আমি ২০০২ সালে একটা মার্ডার মামলার আসামী ছিলাম এই কথাটি মনে রাখিও।আর নয়তো এক সপ্তাহের মধ্যে বাসা ছেড়ে যাবে।
এসময় রনির মা বাসার দায়িত্বে থাকা মহিউদ্দিন কে ফোন দেন। এবং আশপাশের লোকজনদের ডাক দিলে ভুমিখেকো তাজউদ্দিন খাঁন শিশু ও তার সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে মহিউদ্দিন ঘটনাস্থলে আসেন। এসময় মহিউদ্দিন আহমদ চৌধুরী বলেন,আমার মামা মঈন উদ্দিন স্ব-পরিবারে লন্ডন থাকেন। উনার অবর্তমানে আমি উনার বাসার দায়িত্বে আছি।আমি আমার ভাড়াটিয়ার ফোনে বিষয়টি জানতে পারি।তখন আমি জরুরী কাজে এলাকার বাহিরে ছিলাম। তারপর মোবাইল ফোনে আমি এলাকার কয়েকজন কে অবগত করি।
পরে আমি স্ব-শরীরের ঘটনাস্থলে এসে এলাকার পাঞ্চায়েত কমিটির কয়েকজন মুরব্বি ও স্থানীয় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরানকে বিষয়টি অবগত করলে তারা বলেন, তুমি থানায় একটি অভিযোগ দায়ের করো। আর আমরা বিষয়টি দেখছি।
তখন আমি নিজে কতোয়ালী মডেল থানায় গিয়ে সাধারন ডায়েরী করি। এই তাজউদ্দিন খাঁন শিশু একজন চিহ্নিত সন্ত্রাসী, ভুমিখেকো ও জালিয়াত চক্রের মুলহোতা। জাল দলিল সৃষ্টি করে জায়গা দখল তার পেশা।
এলাকাবাসী সুত্রে জানাযায়, তাজউদ্দিন খাঁন শিশু একজন চিহ্নিত সন্ত্রাসী ও ভুমি দখলবাজ লোক। সে জাল দলিল সৃষ্টি করে মানুষের ভুমি আত্মসাৎ করে। সে বিগত ২০০২ সালের রিকাবী বাজারের লামাবাজারস্থ শরসপুর আছিয়া মার্ডারের প্রধান আসামী। দীর্ঘদিন কারাভোগ করে। পরবর্তীতে যেকোন ভাবে মামলা মিমাংসা করে বাহির হয়। সে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জাল দলিল সৃষ্টি করে মানুষের ভুমি দখল করে। তাছাড়া বিগত কিছুদিন আগে হাজী বাবলা খাঁনের স্ত্রী রেখা বেগমের প্লট জালালী ৪৫ এ ডুকে এরকম হুমকি দেয়। মান্নান মিয়ার ছেলে অপু আহমদের প্লটে ডুকে হুমকি প্রদান সহ বিদ্যুতের মিটার কেঁটে নিয়ে যায়। ভুমিখেকো শিশুর একের পর এক হুমকিতে এলাকাবাসীর মধ্যে ভয় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই জায়গা দখলের অপচেষ্টার ফলে যেকোন সময় ঘটতে পারে সহিংসতা ও প্রানহানীর ঘটনা। এব্যাপারে এলাকাবাসী ও সচেতন মহল অতিসত্বর প্রশাসানের সকল মহলের সুদৃষ্টি কামনা করছেন। এবং ভুমি খেকো তাজউদ্দিন খাঁন শিশু কে আইনের আওতায় আনতে দাবী জানান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিঞ্জ-কানাইঘাট) আসনে নির্বাচনী এলাকা থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ও
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইন কানুন আছে।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতাযুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, যুক্তরাজ্য হিউম্যান রাইটস্ অ্যাসোসিয়েশনের সভাপতি, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক
সিলেট প্রতিনিধি :: সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক উৎফল বড়ুয়া’র সন্তান সীমান্ত বড়ুয়া জয় ও সেতু বড়ুয়া মুক্তার
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষে সিলেটে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার সংগৃহীত
জেলা পয্যায়ে (পিপিপি) প্রকল্পের অবহিতকরণ সভা প্রধানমন্ত্রী দেশকে যে উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের পূর্বেই আমরা
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের