fbpx

Daily Sylheter Somoy

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

পরিচালক কবরী, সুরকার সাবিনা

পরিচালক কবরী, সুরকার সাবিনা

সুরকার ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হলো সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের। পাঁচ দশক ধরে আধুনিক বাংলা গান, দেশাত্মবোধক, চলচ্চিত্রসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ১৬ হাজার গান গেয়ে যিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সংগীতজীবনের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম সুর করলেন সারাহ বেগম কবরীর অনুদানের ছবি এই তুমি সেই তুমি চলচ্চিত্রে। ২২ সেপ্টেম্বর রাতে চ্যানেল আই স্টুডিওতে তিনি নিজের সুর করা গানে নিজেই কণ্ঠ দেন। ‘দুটি চোখে ছিল কিছু নীরব কথা, তুমি ফোটালে সেই চোখে চঞ্চলতা’ গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। পর্দায় এ গানে ঠোঁট মেলাবেন কবরী নিজেই।

সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পথচলা প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আমি কখনো ভাবতেও পারিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করব। আমার এত কাছের একজন মানুষ কবরী, তিনি যখন প্রস্তাব দিলেন, তখন আগ্রহ তৈরি হলো। শিল্পীদের দিয়ে আমার সুরে গান গাওয়াব, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে।’

‘আমি কখনো ভাবতেও পারিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করব। আমার এত কাছের একজন মানুষ কবরী, তিনি যখন প্রস্তাব দিলেন, তখন আগ্রহ তৈরি হলো। শিল্পীদের দিয়ে আমার সুরে গান গাওয়াব, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে।’

এ প্রসঙ্গে কবরী বলেন, ‘সাবিনা ইয়াসমীনকে সুরকার হিসেবে নেওয়ার ভাবনা আমারই। আমি এই ছবির জন্য নতুন নায়ক–নায়িকা খুঁজছিলাম। পাশাপাশি ছবির জন্য একজন সংগীত পরিচালকও খুঁজছিলাম, তখন সাবিনার কথা মনে হলো। পাঁচ দশক ধরে গাইছেন, এখনো সমানভাবে গেয়ে যাচ্ছেন। আমার মনে হয়েছে, সুরকার হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। নতুন একটা পথে সাবিনার আবির্ভাব হলো। নতুন কিছু সৃষ্টি হবে আশা করছি।’

সুরকার ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হলো সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের

সুরকার ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হলো সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের

ছবিতে চারটি গান থাকছে। ছবির গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান ও কবরী। অনুদানের এ ছবিতে প্রধান চরিত্রে থাকছেন কবরী নিজেই। আর অভিষিক্ত হচ্ছেন নতুন দুজন নায়ক–নায়িকা—রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া। সালওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’–তে প্রথম রানারআপ হয়েছিলেন।

সাবিনা ইয়াসমীনকে সুরকার হিসেবে নেওয়ার ভাবনা আমারই। আমি এই ছবির জন্য নতুন নায়ক–নায়িকা খুঁজছিলাম। পাশাপাশি ছবির জন্য একজন সংগীত পরিচালকও খুঁজছিলাম, তখন সাবিনার কথা মনে হলো। পাঁচ দশক ধরে গাইছেন, এখনো সমানভাবে গেয়ে যাচ্ছেন। আমার মনে হয়েছে, সুরকার হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। নতুন একটা পথে সাবিনার আবির্ভাব হলো। নতুন কিছু সৃষ্টি হবে আশা করছি।

দেশে করোনার প্রকোপ শুরুর কয়েক দিন আগে ছবিটির শুটিং শুরু করেছিলেন কবরী। কদিন কাজ করার পরে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় আর শুটিং করেননি। ছয় মাস পর গতকাল বুধবার থেকে ঢাকার উত্তরায় আবারও শুটিং শুরু হয়েছে এই তুমি সেই তুমি ছবির। নতুন করে শুটিং শুরুর আগে একটানা বেশ কয়েক দিন অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে মহড়া করেছেন। এই অভিনয়শিল্পী ও পরিচালক কবরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বহুদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। একদিকে নিজে অভিনয় করাচ্ছি, অন্যদিকে করছি। শুটিংয়ের সুবিধার জন্য স্টোরিবোর্ড তৈরি করেছি। তাই অভিনয় ও পরিচালনা দুটোই সহজ হয়েছে।’

কবরীর পরিচালনায় গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া।

কবরীর পরিচালনায় গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া।

কবরীর পরিচালনায় গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া।

কবরীর পরিচালনায় গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া

শুটিং সেটে কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে কবরী বলেন, ‘পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করছি। ইউনিটের সবাই বেশ সচেতন। কাজটাও শেষ করতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এবার একটানা কাজ করে ছবিটা শেষ করতে চাই।’

কবরীর পরিচালনায় গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া। প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘যদিও বেশ কয়েক দিন ধরে মহড়া করেছি, তারপরও আগের দিন রাতে খুব ভয়ে ছিলাম। এসএসসি পরীক্ষার আগে যেমন লাগে। আসলে কবরী ম্যাম যা বলছেন, তাই করে যাওয়ার চেষ্টা করছি। এই ছবির কাজটা আমার জীবনের শিক্ষা হয়ে থাকবে, এইটুকু বুঝতে পারছি।’

২৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরায় টানা শুটিং চলবে ছবিটির। এই তুমি সেই তুমি ছবির শুটিং শুরুর মধ্য দিয়ে পরিচালনায় দীর্ঘ ১৪ বছরের বিরতি ভাঙলেন কবরী। তাঁর পরিচালিত প্রথম সিনেমার নাম আয়না, যা ২০০৫ সালে মুক্তি পায় বলে জানান কবরী। এই তুমি সেই তুমি ছবিটি পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেয়া হয়েছে। সোমবার রাত ৭টা

শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে: শফিক চৌধুরী

শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে: শফিক চৌধুরী

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ ভালো আছে। শেখ হাসিনা আছেন বলেই এদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে

লাখাইয়ে ২৪৬২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস” ক্যাপসুল খাওয়ানো হবে

লাখাইয়ে ২৪৬২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস” ক্যাপসুল খাওয়ানো হবে

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: সারাদেশের ন্যায় লাখাই উপজেলায় জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপম্পেই উদযাপন করা হবে। উপজেলায় ছয়টি ইউনিয়নে

এক দৃশ্যেই তৃপ্তির তারকা খ্যাতি-মিলিয়ন ফলোয়ার

এক দৃশ্যেই তৃপ্তির তারকা খ্যাতি-মিলিয়ন ফলোয়ার

মুক্তির পর থেকেই আলোচনার তুঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’। রণবীর কাপুরের পাশাপাশি এই মুহূর্তে ববি দেওলও আলোচনায় রয়েছেন দুর্দান্ত

চীনের সঙ্গে যৌথ মালিকানায় সৌর বিদ্যুৎ কোম্পানি হবে

চীনের সঙ্গে যৌথ মালিকানায় সৌর বিদ্যুৎ কোম্পানি হবে

চীনের সঙ্গে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে একটি সোলার পাওয়ার কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী শেখ

সিলেটে অস্থির পেঁয়াজের বাজার, বেশিতে বিক্রি করলে ‘কঠোর’ ব‍্যবস্থা

সিলেটে অস্থির পেঁয়াজের বাজার, বেশিতে বিক্রি করলে ‘কঠোর’ ব‍্যবস্থা

ভারতের রপ্তানি বন্ধের খবরের পরপরই সিলেটে অস্থির হয়ে উঠে পেঁয়াজের বাজার। শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে কেজিতে ৫০

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে পিষে দিল গাড়ি, একই পরিবারের ৩ জন নিহত 

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে পিষে দিল গাড়ি, একই পরিবারের ৩ জন নিহত 

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মর্মান্তিক পথ দুর্ঘটনায় ভারতের উত্তরপ্রদেশে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে পিষে দিল বেপরোয়া গাড়ি। গতির

খেলতে গিয়ে কুয়োয় পড়ে ২ নাবালক ভাইয়ের মৃত্যু

খেলতে গিয়ে কুয়োয় পড়ে ২ নাবালক ভাইয়ের মৃত্যু

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: পরিত‍্যক্ত কুয়ো থেকে উদ্ধার ২ নাবালকের নিথর দেহ। রবিবার (১০ ডিসেম্বর) ভারতের ওড়িশার ধেনকানাল