editor
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
সুরকার ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হলো সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের। পাঁচ দশক ধরে আধুনিক বাংলা গান, দেশাত্মবোধক, চলচ্চিত্রসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ১৬ হাজার গান গেয়ে যিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সংগীতজীবনের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম সুর করলেন সারাহ বেগম কবরীর অনুদানের ছবি এই তুমি সেই তুমি চলচ্চিত্রে। ২২ সেপ্টেম্বর রাতে চ্যানেল আই স্টুডিওতে তিনি নিজের সুর করা গানে নিজেই কণ্ঠ দেন। ‘দুটি চোখে ছিল কিছু নীরব কথা, তুমি ফোটালে সেই চোখে চঞ্চলতা’ গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। পর্দায় এ গানে ঠোঁট মেলাবেন কবরী নিজেই।
সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পথচলা প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আমি কখনো ভাবতেও পারিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করব। আমার এত কাছের একজন মানুষ কবরী, তিনি যখন প্রস্তাব দিলেন, তখন আগ্রহ তৈরি হলো। শিল্পীদের দিয়ে আমার সুরে গান গাওয়াব, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে।’
‘আমি কখনো ভাবতেও পারিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করব। আমার এত কাছের একজন মানুষ কবরী, তিনি যখন প্রস্তাব দিলেন, তখন আগ্রহ তৈরি হলো। শিল্পীদের দিয়ে আমার সুরে গান গাওয়াব, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে।’
এ প্রসঙ্গে কবরী বলেন, ‘সাবিনা ইয়াসমীনকে সুরকার হিসেবে নেওয়ার ভাবনা আমারই। আমি এই ছবির জন্য নতুন নায়ক–নায়িকা খুঁজছিলাম। পাশাপাশি ছবির জন্য একজন সংগীত পরিচালকও খুঁজছিলাম, তখন সাবিনার কথা মনে হলো। পাঁচ দশক ধরে গাইছেন, এখনো সমানভাবে গেয়ে যাচ্ছেন। আমার মনে হয়েছে, সুরকার হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। নতুন একটা পথে সাবিনার আবির্ভাব হলো। নতুন কিছু সৃষ্টি হবে আশা করছি।’
ছবিতে চারটি গান থাকছে। ছবির গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান ও কবরী। অনুদানের এ ছবিতে প্রধান চরিত্রে থাকছেন কবরী নিজেই। আর অভিষিক্ত হচ্ছেন নতুন দুজন নায়ক–নায়িকা—রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া। সালওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’–তে প্রথম রানারআপ হয়েছিলেন।
সাবিনা ইয়াসমীনকে সুরকার হিসেবে নেওয়ার ভাবনা আমারই। আমি এই ছবির জন্য নতুন নায়ক–নায়িকা খুঁজছিলাম। পাশাপাশি ছবির জন্য একজন সংগীত পরিচালকও খুঁজছিলাম, তখন সাবিনার কথা মনে হলো। পাঁচ দশক ধরে গাইছেন, এখনো সমানভাবে গেয়ে যাচ্ছেন। আমার মনে হয়েছে, সুরকার হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। নতুন একটা পথে সাবিনার আবির্ভাব হলো। নতুন কিছু সৃষ্টি হবে আশা করছি।
দেশে করোনার প্রকোপ শুরুর কয়েক দিন আগে ছবিটির শুটিং শুরু করেছিলেন কবরী। কদিন কাজ করার পরে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় আর শুটিং করেননি। ছয় মাস পর গতকাল বুধবার থেকে ঢাকার উত্তরায় আবারও শুটিং শুরু হয়েছে এই তুমি সেই তুমি ছবির। নতুন করে শুটিং শুরুর আগে একটানা বেশ কয়েক দিন অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে মহড়া করেছেন। এই অভিনয়শিল্পী ও পরিচালক কবরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বহুদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। একদিকে নিজে অভিনয় করাচ্ছি, অন্যদিকে করছি। শুটিংয়ের সুবিধার জন্য স্টোরিবোর্ড তৈরি করেছি। তাই অভিনয় ও পরিচালনা দুটোই সহজ হয়েছে।’
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি অবস্থানে রয়েছেন এই
নিউজ ডেস্ক: আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে করেছে আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার
নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত
আসাম প্রতিনিধিঃ আসামে গ্রেফতার করা হয়েছে এক ভুয়ো আইপিএস অফিসারকে। গ্রেফতারকৃত প্রতারকের নাম জাবির হোসেন। তিনি নিজেকে ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ
স্ত্রী-সন্তান নিয়ে সুখী জীবনের স্বপ্ন দেখতেন সিলেট গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিগাও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কদম তলা গ্রামের আরফান আলীর ছেলে
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টির জন্য
নিউজ ডেস্ক: চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১৮৩ বাংলাদেশি। এ পর্যন্ত নয়টি ফ্লাইটে ৫২১ জন বাংলাদেশিকে
বাংলাদেশ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ যুক্তরাজ্যের আলোচনা সভা মঙ্গলবার(৫ নভেম্বর ) ইষ্ট লন্ডনস্থ জাইমা পাঠাগারে অনুষ্টিত হয়।যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক